Ajker Patrika

টেস্ট জেতার আত্মবিশ্বাস আছে বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
টেস্ট জেতার আত্মবিশ্বাস আছে বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে এবার চ্যালেঞ্জটা টেস্ট সিরিজের। টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার। সেরা খেলোয়াড়েরা না থাকলেও টেস্ট সিরিজেও প্রোটিয়াদের ফেবারিট মানছেন রাসেল ডমিঙ্গো। তবে নিজেদের সেরাটা দিতে পারলে এখানেও ফল পক্ষে আনা সম্ভব, সেটাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ। 

আজ বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় কোচের কথাই প্রতিধ্বনিত হলো পেসার তাসকিন আহমেদের কণ্ঠে। যেকোনো মুহূর্ত থেকে ম্যাচ জেতার বিশ্বাসটা সবার মধ্যে আছে জানিয়ে ২৬ বছর বয়সী এ পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবার আত্মবিশ্বাস আছে। অন্তত ম্যাচ জিততে পারি, এই বিশ্বাস সবার মধ্যে আছে। আমরা জেতার জন্যই খেলব।’ 

খেলায় যেকোনো ফল হতে পারে। তবে তাতে ভেঙে না পড়ে মানসিকভাবে শক্ত থাকাই মূল ব্যাপার বলে মনে করেন তাসকিন, ‘মানসিকভাবে আমাদের সংকল্পবদ্ধ ও আগ্রাসী থাকা মূল ব্যাপার। সেরাটা দিয়ে আমরা জিততে চাইব।’ 

একটা সময় স্পিন দিয়েই প্রতিপক্ষকে কাবু করার পরিকল্পনা সাজাত বাংলাদেশ। গত এক দেড় বছরে পরিচিত সে দৃশ্যটা বদলেছে। সে জন্য সামনের কাতারেই থাকবেন তাসকিন। গতির সঙ্গে লাইন-লেংথে ব্যাপক উন্নতি আনতে সক্ষম হয়েছেন তিনি। তবে এখানে থেমে না থেকে উন্নতির ধার অব্যাহত রাখতে চান তাসকিন, ‘গত দুই বছর আমরা ফাস্ট বোলাররা কষ্ট করছি। আমাদের উন্নতি হচ্ছে, আরও উন্নতি করতে হবে। আমরা চাই, দলের সবাই যেন বিশ্বমানের বোলার হতে পারি।’ 

ওয়ানডে সিরিজজুড়ে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদবিশ্বমানের বোলার হওয়ার সেই সামর্থ্য আছে বলে বিশ্বাস করেন তাসকিন। তিনি আরও বলেন, ‘নিজেদের সেই সামর্থ্য (বিশ্বমানের বোলার হওয়া) আমাদের আছেও। আমরা একটা বিভাগ হিসেবে কাজ করছি। কোচরাও অনেক সহায়তা করছেন। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, ধারাবাহিকভাবে এগোতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু করার আশা রাখছি।’ 

টেস্ট ক্রিকেটে চ্যালেঞ্জটা বেশি জানিয়ে তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেট সবচেয়ে চ্যালেঞ্জিং সংস্করণ। টেস্টে ভালো করতে পারলে নিজের কাছেও অনেক ভালো লাগে। সবচেয়ে কঠিন সংস্করণ এটা। আমি বিশ্বমানের টেস্ট বোলার হতে চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত