ক্রীড়া ডেস্ক
আগেই যুব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচেও গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ২ উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল। শিরোপা ধরে রাখার অভিযানে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।
বিশ্বকাপ ব্যর্থতার মধ্যেই বাংলাদেশ দলের বড় প্রাপ্তির নাম আরিফুল ইসলাম। অ্যালিস্টার কুক ও এইডেন মার্করামের পর যুব বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন আরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ১০৩ বলে করেছেন ১০২ রান। ১৬তম ব্যাটার হিসেবে বিশ্বমঞ্চে ২টি সেঞ্চুরির দেখা পেলেন এই যুবা ক্রিকেটার। আরিফুলের সেঞ্চুরিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
বোলিংয়েও শুরুটা করেছিল বাংলাদেশ। ২৪ রানে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙেন মুশফিক হাসান। তবে শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি বোলাররা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ডেওয়াল্ড ব্রেভিস আলো ছড়ালেন শেষ ম্যাচেও। উইকেটের এক পাশ আগলে দলকে এগিয়ে নিতে থাকেন ‘বেবি এবি’ নামে খ্যাত ব্রেভিস। ৭ ছক্কা ও ১১ চারে ১৩০ বলে ১৩৮ রান করে যখন ফেরেন, ম্যাচ তখন দক্ষিণ আফ্রিকার নাগালের মধ্যে। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
শেষ ম্যাচে দলের জয়ে বড় অবদানের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন ব্রেভিস। ৬ ম্যাচে ২টি শতক ও ৩টি অর্ধশতক মিলিয়ে ৮৪.৩৩ গড়ে করেছেন ৫০৬ রান। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০৫ রান নিয়ে রেকর্ডটি এত দিন দখলে রেখেছিলেন শিখর ধাওয়ান।
আগেই যুব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচেও গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ২ উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল। শিরোপা ধরে রাখার অভিযানে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।
বিশ্বকাপ ব্যর্থতার মধ্যেই বাংলাদেশ দলের বড় প্রাপ্তির নাম আরিফুল ইসলাম। অ্যালিস্টার কুক ও এইডেন মার্করামের পর যুব বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন আরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ১০৩ বলে করেছেন ১০২ রান। ১৬তম ব্যাটার হিসেবে বিশ্বমঞ্চে ২টি সেঞ্চুরির দেখা পেলেন এই যুবা ক্রিকেটার। আরিফুলের সেঞ্চুরিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
বোলিংয়েও শুরুটা করেছিল বাংলাদেশ। ২৪ রানে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙেন মুশফিক হাসান। তবে শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি বোলাররা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ডেওয়াল্ড ব্রেভিস আলো ছড়ালেন শেষ ম্যাচেও। উইকেটের এক পাশ আগলে দলকে এগিয়ে নিতে থাকেন ‘বেবি এবি’ নামে খ্যাত ব্রেভিস। ৭ ছক্কা ও ১১ চারে ১৩০ বলে ১৩৮ রান করে যখন ফেরেন, ম্যাচ তখন দক্ষিণ আফ্রিকার নাগালের মধ্যে। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
শেষ ম্যাচে দলের জয়ে বড় অবদানের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন ব্রেভিস। ৬ ম্যাচে ২টি শতক ও ৩টি অর্ধশতক মিলিয়ে ৮৪.৩৩ গড়ে করেছেন ৫০৬ রান। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০৫ রান নিয়ে রেকর্ডটি এত দিন দখলে রেখেছিলেন শিখর ধাওয়ান।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
৬ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
৭ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৭ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৮ ঘণ্টা আগে