চুল কাটিয়ে টাকা দেননি ক্যারি, অভিযোগ অস্বীকার অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ২২: ৩২

লর্ডস টেস্টে জনি বেয়ারস্টোকে বুদ্ধিদীপ্ত রান আউট করে বেশ আলোচনা–সমালোচনায় রয়েছেন অ্যালেক্স ক্যারি। বলা যায়, তাঁর ওই আউট অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছে। অজিদের কাছে নায়ক বনে যাওয়া এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’। 

চুল কেটে নাকি নাপিতকে টাকা দেননি ক্যারি। তবে এই সংবাদকে মিথ্যা ও গুজব বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে তারা স্বীকার করেছে যে দলের কিছু খেলোয়াড় চুল কাটাতে গিয়েছিল সেলুনে। কিন্তু ক্যারি ছিল না সেখানে। সিএ জানিয়েছে, দলের কয়েকজন সদস্যের সেলুনে যাওয়ার ঘটনা সত্যি। তবে সবাই টাকা পরিশোধ করেছেন। যারা সেলুনে গিয়েছিলেন, তাদের মধ্যে ক্যারি ছিল না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে এখন পর্যন্ত ক্যারি চুল কাটাননি এবং কোনো সেলুনে যাননি। 

সিএর সঙ্গে একমত স্টিভেন স্মিথও। সঙ্গে দ্য সানের কাছে সঠিক তথ্য জানতে চেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ব্যাটার লিখেছেন, ‘নিশ্চিত করতে পারি, আমরা লন্ডনের আসার পর থেকে ক্যারি চুল কাটায়নি। দ্য সান, সঠিক তথ্য দাও।’ 

সিএ এবং স্মিথ এমন দাবি করার আগে দ্য সান তাঁদের প্রতিবেদনটি প্রকাশ করেছে নাপিতের বক্তব্য নিয়েই। ব্রিটিশ ট্যাবলয়েড প্রতিবেদনে লিখেছে নাপিতের নাম অ্যাডাম মাহমুদ। তিনি লিডসের ডক বার্নেট’স নামের একটি সেলুনে কাজ করেন। হেডিংলি টেস্ট শুরুর আগে মারনাস লাবুশানে, ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার সঙ্গে দোকানে চুল কাটাতে গিয়েছিলেন ক্যারি। কিন্তু চুল কাটার পর বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ১৫০ টাকা পরিশোধ না করেই চলে গেছেন। 

দ্য সানকে মাহমুদ বলেছেন, ‘দোকান বন্ধের ঠিক আগমুহূর্তে অ্যালেক্স (ক্যারি) এসেছিলেন। চুল কাটার পর তিনি আমাকে বলেছিলেন, তাঁর হাতে টাকা নেই। তাই যাওয়ার আগে বলে গেছেন, টাকা পাঠিয়ে দেবেন। সম্ভবত তিনি ভুলে গেছেন। তাঁকে সোমবার পর্যন্ত সময় দিয়েছি। এখনো অপেক্ষায় আছি।’ 

নাপিতকে টাকা না দেওয়ার ঘটনাটি সত্যি বলে দাবি করেছেন অ্যালিস্টার কুকও। পরশু হেডিংলি টেস্টের প্রথম দিন বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে ধারাভাষ্য দেওয়ার সময় সাবেক ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘ক্রিকেট সম্পর্কে ওর (নাপিতের) ভালো ধারণা না থাকায় সে অস্ট্রেলিয়ানদের সম্পর্কে জানতে চেয়েছিল। সে বলেছিল, মারনাস মজার ছিল। ওয়ার্নারের পর খাজা চুল কেটেছিল। আর একজন ছিল। তাঁর নাম সম্ভবত অ্যালেক্স। তখন আমি বললাম, অ্যালেক্স ক্যারি, উইকেটরক্ষক? সে বলল, হ্যাঁ। তিনি টাকা না দিয়েই চলে গেছেন। নগদ লেনদেন হয় এমন সেলুনের মধ্যে এটি এমন একটি। ক্যারি প্রতিজ্ঞা করেছিল সে টাকা পাঠিয়ে দেবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত