ক্রীড়া ডেস্ক
আক্রমণাত্মক মানসিকতার বিরাট কোহলিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। উইকেটের পর বুনো উদযাপন, কড়া কথায় ব্যাটারদের তাতিয়ে দেওয়া-এসব কাজে কোহলির জুড়ি মেলার ভার। বক্সিং ডে টেস্টে আজ কোহলি আলোড়ন তুলেছেন অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসের সঙ্গে তর্কে জড়িয়ে। এমন ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেতে পারেন ভারতীয় তারকা ক্রিকেটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ ওভার শেষের ঘটনা। মোহাম্মদ সিরাজের করা সেই ওভার শেষ বলে সিঙ্গেল নিয়েছেন কনস্টাস। গ্লাভস খুলতে খুলতে কনস্টাস যাচ্ছেন তাঁর সঙ্গী উসমান খাজার কাছে। উল্টো দিক থেকে সেই মুহূর্তে বল হাতে এগিয়ে আসতে থাকেন কোহলি। এরপর কনস্টাসের কাঁধে কোহলি ধাক্কা মেরেছেন। ধাক্কা লাগার পর কনস্টাস-কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। পরিস্থিতি শান্ত করতে খাজার সঙ্গে মাঠের আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়েছে।
কোহলি-কনস্টাসের কাঁধে কাঁধ লাগিয়ে ঝগড়ার ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সায়মন টফেল ঘটনাটা নিয়ে কথা বলেন চ্যানেল সেভেনের সঙ্গে। তাঁর (টফেল) মতে কোহলি যেভাবে ঝগড়া বাঁধিয়েছেন, তাতে আইসিসির আচরণবিধির অধীনে বাজে ধাক্কাধাক্কি হিসেবে বিবেচনা করা হতে পারে। যদি টফেলের অনুমান সত্যি হয়, তাহলে কোহলির শাস্তি অবধারিত। সেক্ষেত্রে কনস্টাসও শাস্তি পেতে পারেন।
কনস্টাসের সঙ্গে কোহলির ধাক্কাধাক্কির ঘটনা নজর এড়ায়নি রিকি পন্টিংয়েরও। চ্যানেল সেভেনে ধারাভাষ্য দেওয়ার সময় ঘটনার রিপ্লে দেখে পন্টিং বলেন,‘দেখুন কোহলি কোথা দিয়ে হাঁটছে। পুরো পিচ পাড়ি দিয়ে ঝামেলার সূচনা করেছে বিরাটই। আমার কাছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ কোহলির সঙ্গে ঘটনাটা নিয়ে কথা বলেছেন স্বয়ং কনস্টাসও। অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমার মতে দুই জনের ভেতরই আবেগ বেশি কাজ করছিল। পুরোপুরি ব্যাপারটা বুঝতেও পারিনি। আমার গ্লাভস নিয়ে কাজ করছিলাম। তখন কাঁধে কাঁধ লেগে কথা কাটাকাটি হয়েছে। তবে ক্রিকেটে এমনটা হয়ে থাকে।’
১৯ বছর ৮৫ দিন বয়সে আজ টেস্ট অভিষেক হয়েছে কনস্টাসের। অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষিক্ত ক্রিকেটার এখন তিনি। ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে কনস্টাস এলবিডব্লিউ হয়েছেন রবীন্দ্র জাদেজার বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান করেছে অস্ট্রেলিয়া।
আক্রমণাত্মক মানসিকতার বিরাট কোহলিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। উইকেটের পর বুনো উদযাপন, কড়া কথায় ব্যাটারদের তাতিয়ে দেওয়া-এসব কাজে কোহলির জুড়ি মেলার ভার। বক্সিং ডে টেস্টে আজ কোহলি আলোড়ন তুলেছেন অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসের সঙ্গে তর্কে জড়িয়ে। এমন ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেতে পারেন ভারতীয় তারকা ক্রিকেটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ ওভার শেষের ঘটনা। মোহাম্মদ সিরাজের করা সেই ওভার শেষ বলে সিঙ্গেল নিয়েছেন কনস্টাস। গ্লাভস খুলতে খুলতে কনস্টাস যাচ্ছেন তাঁর সঙ্গী উসমান খাজার কাছে। উল্টো দিক থেকে সেই মুহূর্তে বল হাতে এগিয়ে আসতে থাকেন কোহলি। এরপর কনস্টাসের কাঁধে কোহলি ধাক্কা মেরেছেন। ধাক্কা লাগার পর কনস্টাস-কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। পরিস্থিতি শান্ত করতে খাজার সঙ্গে মাঠের আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়েছে।
কোহলি-কনস্টাসের কাঁধে কাঁধ লাগিয়ে ঝগড়ার ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সায়মন টফেল ঘটনাটা নিয়ে কথা বলেন চ্যানেল সেভেনের সঙ্গে। তাঁর (টফেল) মতে কোহলি যেভাবে ঝগড়া বাঁধিয়েছেন, তাতে আইসিসির আচরণবিধির অধীনে বাজে ধাক্কাধাক্কি হিসেবে বিবেচনা করা হতে পারে। যদি টফেলের অনুমান সত্যি হয়, তাহলে কোহলির শাস্তি অবধারিত। সেক্ষেত্রে কনস্টাসও শাস্তি পেতে পারেন।
কনস্টাসের সঙ্গে কোহলির ধাক্কাধাক্কির ঘটনা নজর এড়ায়নি রিকি পন্টিংয়েরও। চ্যানেল সেভেনে ধারাভাষ্য দেওয়ার সময় ঘটনার রিপ্লে দেখে পন্টিং বলেন,‘দেখুন কোহলি কোথা দিয়ে হাঁটছে। পুরো পিচ পাড়ি দিয়ে ঝামেলার সূচনা করেছে বিরাটই। আমার কাছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ কোহলির সঙ্গে ঘটনাটা নিয়ে কথা বলেছেন স্বয়ং কনস্টাসও। অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমার মতে দুই জনের ভেতরই আবেগ বেশি কাজ করছিল। পুরোপুরি ব্যাপারটা বুঝতেও পারিনি। আমার গ্লাভস নিয়ে কাজ করছিলাম। তখন কাঁধে কাঁধ লেগে কথা কাটাকাটি হয়েছে। তবে ক্রিকেটে এমনটা হয়ে থাকে।’
১৯ বছর ৮৫ দিন বয়সে আজ টেস্ট অভিষেক হয়েছে কনস্টাসের। অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষিক্ত ক্রিকেটার এখন তিনি। ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে কনস্টাস এলবিডব্লিউ হয়েছেন রবীন্দ্র জাদেজার বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান করেছে অস্ট্রেলিয়া।
একটু দেরি করে আজ ভোরে যাঁরা টিভি অন করেছেন, পর্দায় চোখ রেখেই হকচকিয়ে গেছেন। এও কী সম্ভব! যে জসপ্রীত বুমরা শিকার করেই অভ্যস্ত, বক্সিং ডে টেস্ট শুরুর দিনেই উল্টো তিনি ‘শিকার’ ব্যাটারের হাতে! আর সেই ব্যাটার একদমই আনকোরা—স্যাম কনস্টাস; বয়স ১৯ বছর ৮৫ দিন।
২ ঘণ্টা আগেসেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে পড়েছে ১৩ উইকেট। সব উইকেট গেছে পেসারদের পকেটে। ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়ে দিনের সেরা বোলার দক্ষিণ আফ্রিকার ড্যান পিটারসন। তাঁর তোপেই পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১১ রানে।
২ ঘণ্টা আগেসারা দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তবে প্রথম দিন একটু আগেভাগে শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। তার আগে শন উইলিয়ামসই আলোকিত করে রেখেছিলেন বুলাওয়ের কুইনস স্পোর্স ক্লাব। তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে রানের পাহাড়ও গড়েছে জিম্বাবুয়ে। দিন পার করেছে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে।
৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে থাকবেন সুমাইয়া আক্তার, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফিয়া আশিমা ইরা।
৩ ঘণ্টা আগে