ছক্কা মেরেই মাটিতে লুটিয়ে পড়লেন লিটন, মিরাজের বিদায়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৫৫
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১৩

স্কয়ার লেগে দুর্দান্ত পুলে বল আছড়ে ফেললেন মাঠের বাইরে। কিন্তু এমন চোখ ধাঁধানো শটের পরেই মাটিতে লুটিয়ে পড়েন লিটন দাস। খুররম শাহজাদকে উড়িয়ে মারতে গিয়ে পা ঘুরে যায় তাঁর। পায়ে ক্র্যাম্প বা মাংসপেশিতে টান পরায় চোখ–মুখ কুঁচকে যায় বাংলাদেশি ব্যাটার-উইকেটরক্ষকের।

তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও ব্যাটিং শুরু করেন লিটন। এই প্রতিবেদন পর্যন্ত ৮২ রানে ব্যাট করছেন তিনি। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৬ উইকেটে করেছে ১৯০ রান। গতকাল মিরাজের দুর্দান্ত ঘূর্ণির সামনে পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ২৭৪ রানে।

বিনা উইকেটে ১০ রান নিয়ে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই বড় বিপদে পড়ে স্বাগিতকেরা। খুররমের তোপে ২৬ রানে হারিয়ে ফেলে ৬ টপঅর্ডারকে। এরপর সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে খাদ থেকে টেনে তুলে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন লিটন-মিরাজ।

তবে দ্বিতীয় সেশনে এসে সেই জুটিও ভেঙেছেন খুররম। পাকিস্তানি পেসারের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ১২৪ বলে ৭৮ রানে ফিরেছেন মিরাজ। খুররম টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পেয়েছেন ৫ উইকেট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত