রানা আব্বাস, ঢাকা
এই ঝকঝকে আবহাওয়া তো, এই মেঘলা আকাশ। কখনো আবার ঝরঝরিয়ে বৃষ্টি। বাংলাদেশ দলের ছবিটা যেন শরতের এ আবহাওয়ার মতোই। কখনো দুর্দান্ত সব জয়ে ড্রেসিংরুমের পরিবেশ ঝকঝকে আকাশের মতোই পরিষ্কার মনে হচ্ছে। আবার কদিন পরই নানা বিতর্কিত ঘটনায় মনে হচ্ছে, ঠিক নেই, কিছুই ঠিক নেই! অন্দরের আকাশে মেঘের ঘনঘটা।
সেই মেঘ কখনো কখনো বিষণ্নতার বৃষ্টি হয়ে ঝরছে। এখন যেমন ঝরছে মুশফিকুর রহিমের মনে। কদিন আগে যেটি ঝরেছে তামিম ইকবালের মনে। তারও আগে ঝরেছে মাহমুদউল্লাহর মনে। আর গত ফেব্রুয়ারি-মার্চে সাকিব আল হাসানের মনে। সাকিব আবার অসম্ভব সাহসী চরিত্র। ‘সিস্টেম’ কিংবা ‘ম্যানেজমেন্টে’র জবাব দিতে তিনি কুণ্ঠাবোধ করেন না। জবাবের অংশ হিসেবেই গত মার্চে তিনি দেশের ক্রিকেট কাঁপিয়েছেন বিস্ফোরক সব মন্তব্যে! কখনো কখনো মুখে নয়, আকার-ইঙ্গিতেও বুঝিয়ে থাকেন সাকিব। গত কয়েক মাসের নানা ঘটনাপ্রবাহ আর খেলোয়াড়দের সঙ্গে কথা বলে একটি বিষয়ে পরিষ্কার—ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অসন্তুষ্টি বাড়ছে সিনিয়র ক্রিকেটারদের।
বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আলোচনা ছিল মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। অধিনায়কত্ব থেকে মাশরাফি বিদায় নিলেও আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি তিনি এখনো টানেননি। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মাঠ থেকে ঘটা করে বিদায় নেওয়ার আগ্রহও তিনি হারিয়ে ফেলেছেন। বাংলাদেশ ক্রিকেটের যে সংস্কৃতি, মাঠ থেকে মাশরাফির বিদায় না নেওয়া অস্বাভাবিকও কিছু নয়। তবে তাঁকে নিয়ে ম্যানেজমেন্টের সিদ্ধান্তগুলো সিনিয়র ক্রিকেটারদের কাছে ভিন্ন বার্তাই দিয়েছে। তাঁরা মনে করেন, মাশরাফিকে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়নি। এবং তাঁদের সঙ্গেও একই আচরণই করা হচ্ছে।
‘প্রাপ্য সম্মান না পাওয়া’র বিষয়টি আবার সামনে এসেছে সর্বশেষ মুশফিকের ঘটনায়। সিরিজের আগে কোচ রাসেল ডমিঙ্গো সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহানের সঙ্গে মুশফিকের উইকেট কিপিং ভাগাভাগির বিষয়টি জানিয়েছিলেন। পরশু সিরিজের তৃতীয় টোয়েন্টির পর কোচ যখন জানালেন, মুশি টি-টোয়েন্টিতে উইকেটকিপিংই করবেন না—তখন আর বুঝতে অসুবিধা নেই যে কিপিং ভাগাভাগি-তত্ত্বে একেবারেই একমত হতে পারেননি দেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে বিসিবির এক পরিচালক গতকাল বললেন, ‘কী মনে হয়, বিষয়টি মুশফিকের সঙ্গে আলোচনা না করেই কোচ সংবাদমাধ্যমে বলেছেন?’ পুরো ঘটনা নিয়ে এক নির্বাচক অবশ্য বললেন, ‘বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। সিনিয়র ক্রিকেটারদের সামলানোর কিছু প্রক্রিয়া আছে। সে অনুযায়ী এগোনো যেত।’ কদিন আগে ফেসবুকে মাশরাফিও এ কথাটাই বলেছেন, ‘কে খেলবে, কোন পজিশনে খেলবে, কার ভূমিকা কী—এগুলো দলের একান্ত পরিকল্পনা, যা ড্রেসিংরুমে শুরু। আবার ড্রেসিংরুমেই শেষ হয়। বাইরে বলতে গেলে খেলোয়াড়ের ওপর চাপ সৃস্টি হয়। এটি তার স্বাভাবিকতাকে বাধাগ্রস্ত করবে।’
নিউজিল্যান্ড সিরিজের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন তামিম। অভিজ্ঞ বাঁহাতি ওপেনারের এই সিদ্ধান্তের পেছনেও একই কারণ—‘প্রাপ্য সম্মান’ না পাওয়া। লম্বা বিরতির পর তাঁর ফেরা নিয়ে ম্যানেজমেন্টের ভেতর-বাইরে যে আলোচনাটা হয়েছে, ভালো লাগেনি। অতঃপর তামিম ‘সমস্যা’র সমাধান করে দিয়েছেন নিজেই।
মাহমুদউল্লাহর বিষয়টি অবশ্য একটু পুরোনো। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের তৃতীয় দিনেই ড্রেসিংরুমে ঘোষণা দেন টেস্ট থেকে অবসরের। সেটিও যে ‘প্রাপ্য সম্মান’ না পাওয়ায়, না বললেও চলছে। তবে বিষয়টি এখনো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মানতে পারেননি, কদিন আগেও তাঁর কথায় বোঝা গেল। বিসিবি সভাপতির চোখে মাহমুদউল্লাহ এখন বাংলাদেশ দলের সবচেয়ে ‘উপযুক্ত’ টেস্ট খেলোয়াড়। যদিও এই মাহমুদউল্লাহকেই গত বছর লাল বলের চুক্তিতে রাখেনি বিসিবি। গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর শেষে কোচ তাঁকে মনোযোগ দিতে বলেছিলেন শুধুই সাদা বলে। ১৬ মাসের বিরতি শেষে মাহমুদউল্লাহ টেস্টে ফিরে দলের চরম ব্যাটিং বিপর্যয়ে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে অবসরের ঘোষণা দিতেই বেধেছে যত বিপত্তি। মাহমুদউল্লাহ যদি সে ম্যাচে অল্প রানে ফিরতেন, তবে কি তাঁর অবসর নিয়ে এত কথা হতো? গত দুই মাসে অবসরের প্রসঙ্গটা মাহমুদউল্লাহ সযত্নেই এড়িয়ে গেছেন। এখনো কিছু বলছেন না।
তবে কদিন আগে প্রশ্নটা করা হয়েছিল দলের আরেক সিনিয়র ক্রিকেটারকে। মজার এক উত্তর দিয়েছিলেন তিনি, ‘আমার ইচ্ছে আমি একদিন যদি প্রশ্ন করতে পারতাম সবাইকে!’ বোঝাই যাচ্ছে, কত প্রশ্ন জমেছে তাঁর মনে।
সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে টিম ম্যানেজমেন্ট বিশেষ করে প্রধান কোচের দূরত্ব বেড়েই চলেছে। কারও কারও চোখে কোচ রাসেল ডমিঙ্গো সুন্দর দলকে ‘শেষ করে দিচ্ছেন’! বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য দাবি করছেন, ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিকই আছে, ‘আল্লাহর রহমতে দল খুব ভালো অবস্থায় আছে। অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি। এই সিরিজের তিন ম্যাচে দুটিতে জিতে এগিয়ে আছি। এটার পর বিশ্বকাপের যে প্রস্তুতি, সেটা ভালোভাবে নেব। অনেক সময় জেনে না-জেনে অনেক কথা হয়। আমরা এসব কথায় কান না দিয়ে খেলাতেই পূর্ণ মনোযোগ দিচ্ছি।’
এই ঝকঝকে আবহাওয়া তো, এই মেঘলা আকাশ। কখনো আবার ঝরঝরিয়ে বৃষ্টি। বাংলাদেশ দলের ছবিটা যেন শরতের এ আবহাওয়ার মতোই। কখনো দুর্দান্ত সব জয়ে ড্রেসিংরুমের পরিবেশ ঝকঝকে আকাশের মতোই পরিষ্কার মনে হচ্ছে। আবার কদিন পরই নানা বিতর্কিত ঘটনায় মনে হচ্ছে, ঠিক নেই, কিছুই ঠিক নেই! অন্দরের আকাশে মেঘের ঘনঘটা।
সেই মেঘ কখনো কখনো বিষণ্নতার বৃষ্টি হয়ে ঝরছে। এখন যেমন ঝরছে মুশফিকুর রহিমের মনে। কদিন আগে যেটি ঝরেছে তামিম ইকবালের মনে। তারও আগে ঝরেছে মাহমুদউল্লাহর মনে। আর গত ফেব্রুয়ারি-মার্চে সাকিব আল হাসানের মনে। সাকিব আবার অসম্ভব সাহসী চরিত্র। ‘সিস্টেম’ কিংবা ‘ম্যানেজমেন্টে’র জবাব দিতে তিনি কুণ্ঠাবোধ করেন না। জবাবের অংশ হিসেবেই গত মার্চে তিনি দেশের ক্রিকেট কাঁপিয়েছেন বিস্ফোরক সব মন্তব্যে! কখনো কখনো মুখে নয়, আকার-ইঙ্গিতেও বুঝিয়ে থাকেন সাকিব। গত কয়েক মাসের নানা ঘটনাপ্রবাহ আর খেলোয়াড়দের সঙ্গে কথা বলে একটি বিষয়ে পরিষ্কার—ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অসন্তুষ্টি বাড়ছে সিনিয়র ক্রিকেটারদের।
বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আলোচনা ছিল মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। অধিনায়কত্ব থেকে মাশরাফি বিদায় নিলেও আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি তিনি এখনো টানেননি। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মাঠ থেকে ঘটা করে বিদায় নেওয়ার আগ্রহও তিনি হারিয়ে ফেলেছেন। বাংলাদেশ ক্রিকেটের যে সংস্কৃতি, মাঠ থেকে মাশরাফির বিদায় না নেওয়া অস্বাভাবিকও কিছু নয়। তবে তাঁকে নিয়ে ম্যানেজমেন্টের সিদ্ধান্তগুলো সিনিয়র ক্রিকেটারদের কাছে ভিন্ন বার্তাই দিয়েছে। তাঁরা মনে করেন, মাশরাফিকে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়নি। এবং তাঁদের সঙ্গেও একই আচরণই করা হচ্ছে।
‘প্রাপ্য সম্মান না পাওয়া’র বিষয়টি আবার সামনে এসেছে সর্বশেষ মুশফিকের ঘটনায়। সিরিজের আগে কোচ রাসেল ডমিঙ্গো সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহানের সঙ্গে মুশফিকের উইকেট কিপিং ভাগাভাগির বিষয়টি জানিয়েছিলেন। পরশু সিরিজের তৃতীয় টোয়েন্টির পর কোচ যখন জানালেন, মুশি টি-টোয়েন্টিতে উইকেটকিপিংই করবেন না—তখন আর বুঝতে অসুবিধা নেই যে কিপিং ভাগাভাগি-তত্ত্বে একেবারেই একমত হতে পারেননি দেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে বিসিবির এক পরিচালক গতকাল বললেন, ‘কী মনে হয়, বিষয়টি মুশফিকের সঙ্গে আলোচনা না করেই কোচ সংবাদমাধ্যমে বলেছেন?’ পুরো ঘটনা নিয়ে এক নির্বাচক অবশ্য বললেন, ‘বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। সিনিয়র ক্রিকেটারদের সামলানোর কিছু প্রক্রিয়া আছে। সে অনুযায়ী এগোনো যেত।’ কদিন আগে ফেসবুকে মাশরাফিও এ কথাটাই বলেছেন, ‘কে খেলবে, কোন পজিশনে খেলবে, কার ভূমিকা কী—এগুলো দলের একান্ত পরিকল্পনা, যা ড্রেসিংরুমে শুরু। আবার ড্রেসিংরুমেই শেষ হয়। বাইরে বলতে গেলে খেলোয়াড়ের ওপর চাপ সৃস্টি হয়। এটি তার স্বাভাবিকতাকে বাধাগ্রস্ত করবে।’
নিউজিল্যান্ড সিরিজের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন তামিম। অভিজ্ঞ বাঁহাতি ওপেনারের এই সিদ্ধান্তের পেছনেও একই কারণ—‘প্রাপ্য সম্মান’ না পাওয়া। লম্বা বিরতির পর তাঁর ফেরা নিয়ে ম্যানেজমেন্টের ভেতর-বাইরে যে আলোচনাটা হয়েছে, ভালো লাগেনি। অতঃপর তামিম ‘সমস্যা’র সমাধান করে দিয়েছেন নিজেই।
মাহমুদউল্লাহর বিষয়টি অবশ্য একটু পুরোনো। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের তৃতীয় দিনেই ড্রেসিংরুমে ঘোষণা দেন টেস্ট থেকে অবসরের। সেটিও যে ‘প্রাপ্য সম্মান’ না পাওয়ায়, না বললেও চলছে। তবে বিষয়টি এখনো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মানতে পারেননি, কদিন আগেও তাঁর কথায় বোঝা গেল। বিসিবি সভাপতির চোখে মাহমুদউল্লাহ এখন বাংলাদেশ দলের সবচেয়ে ‘উপযুক্ত’ টেস্ট খেলোয়াড়। যদিও এই মাহমুদউল্লাহকেই গত বছর লাল বলের চুক্তিতে রাখেনি বিসিবি। গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর শেষে কোচ তাঁকে মনোযোগ দিতে বলেছিলেন শুধুই সাদা বলে। ১৬ মাসের বিরতি শেষে মাহমুদউল্লাহ টেস্টে ফিরে দলের চরম ব্যাটিং বিপর্যয়ে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে অবসরের ঘোষণা দিতেই বেধেছে যত বিপত্তি। মাহমুদউল্লাহ যদি সে ম্যাচে অল্প রানে ফিরতেন, তবে কি তাঁর অবসর নিয়ে এত কথা হতো? গত দুই মাসে অবসরের প্রসঙ্গটা মাহমুদউল্লাহ সযত্নেই এড়িয়ে গেছেন। এখনো কিছু বলছেন না।
তবে কদিন আগে প্রশ্নটা করা হয়েছিল দলের আরেক সিনিয়র ক্রিকেটারকে। মজার এক উত্তর দিয়েছিলেন তিনি, ‘আমার ইচ্ছে আমি একদিন যদি প্রশ্ন করতে পারতাম সবাইকে!’ বোঝাই যাচ্ছে, কত প্রশ্ন জমেছে তাঁর মনে।
সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে টিম ম্যানেজমেন্ট বিশেষ করে প্রধান কোচের দূরত্ব বেড়েই চলেছে। কারও কারও চোখে কোচ রাসেল ডমিঙ্গো সুন্দর দলকে ‘শেষ করে দিচ্ছেন’! বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য দাবি করছেন, ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিকই আছে, ‘আল্লাহর রহমতে দল খুব ভালো অবস্থায় আছে। অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি। এই সিরিজের তিন ম্যাচে দুটিতে জিতে এগিয়ে আছি। এটার পর বিশ্বকাপের যে প্রস্তুতি, সেটা ভালোভাবে নেব। অনেক সময় জেনে না-জেনে অনেক কথা হয়। আমরা এসব কথায় কান না দিয়ে খেলাতেই পূর্ণ মনোযোগ দিচ্ছি।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৯ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১০ ঘণ্টা আগে