Ajker Patrika

ভারতকে হারাতে পারত বাংলাদেশ, মনে করেন রাব্বি 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১২: ২৯
ভারতকে হারাতে পারত বাংলাদেশ, মনে করেন রাব্বি 

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়, গত বছরের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে ওঠা—দুই ক্ষেত্রেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে গতকাল ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশের শুরু হয় ভারতের বিপক্ষে। ভারত ৮৪ রানে সহজে জিতেছে ঠিকই, তবে বাংলাদেশও দাপট দেখিয়ে খেলেছে। 

২৫২ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে আশিকুর রহমান শিবলি ও জিসান আলম যোগ করেন ৪১ বলে ৩৮ রান। এর পরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৩৮ থেকে ৫০—১২ রানের ব্যবধানে হারিয়ে ফেলে ৪ উইকেট, যার মধ্যে রয়েছে দুই ওপেনার শিবলি, জিসানের উইকেট। বাকি দুই ব্যাটার হচ্ছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আহরার আমিন, যার মধ্যে গত মাসে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর শিবলি হয়েছিলেন টুর্নামেন্ট-সেরা। রিজওয়ান, আহরারও আছেন দারুণ ছন্দে। সেখানে গতকাল সৌমি পান্ডের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন শিবলি। একই রকমভাবে সৌমির বলে বোল্ড হয়েছেন রিজওয়ান। 

ব্যাটিংয়ে সাফল্য বলতে শুধু পঞ্চম উইকেটে আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমসের ১১৮ বলে ৭৭ রানের জুটি। সেখান থেকে ৪০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৬৭ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি নিজেদের বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন। রাব্বি বলেন, ‘আমি অভিনন্দন জানাচ্ছি ভারতকে। তারা সত্যিই দুর্দান্ত খেলেছে। আমাদের ব্যাটাররা ভালো খেলেনি। বাজে শট খেলেছে। এমন উইকেটে লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল।’ 
 
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং গতকাল করেছেন মারুফ মৃধা। ৮ ওভার বোলিংয়ে ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। এটা তাঁর যুব ওয়ানডেতে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট। ৫ উইকেটের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটার আর্শিন কুলকার্নি ও মুশির খানের উইকেট দুটি দ্রুত তুলে নেন মারুফ। মারুফের প্রশংসা করে রাব্বি বলেন, ‘সে (মারুফ) তার প্রক্রিয়া অনুসরণ করে খেলেছে। সতীর্থরা সত্যিই মুখিয়ে থাকে ভারতের বিপক্ষে খেলতে। ম্যাচটা উপভোগ করার মতোই ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত