নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-০ তে পিছিয়ে গেল সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে।
ওয়েস্ট ইন্ডিজের বড় লক্ষ্য তাড়া নেমে নতুন ওপেনিং জুটি বাংলাদেশের। পিঠের চোটে মুনিম শাহরিয়ার ছিটকে যাওয়ায় ৬ ম্যাচ পর ওপেনিংয়ে ফেরেন লিটন। তাঁর সঙ্গী আনামুল হক বিজয়।
ওবেদ ম্যাকয়ের করা ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে ফেরেন লিটন (৫) ও বিজয় (৪)। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আরেকবার ব্যর্থ হয়েছেন(১১) ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এখান থেকে আফিফ হোসেনকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। পাওয়ার প্লেতে বাংলাদেশ স্কোরবোর্ডে ৩ উইকেটে ৪৪ রান। ১০ম ওভারে দুজনের জুটির ফিফটি পূর্ণ হয়। রোমারিও শেফার্ডের করা পরের ওভারে আফিফ ৩৪ রানে আউট হলে জুটি থামে ৫৫ রানে।
শুরুতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ। সাকিবের ৬৮ রানের অপরাজিত ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৪৫ বলে ক্যারিয়ারের ১০ম ফিফটি ছুঁয়ে সাকিব অপরাজিত ছিলেন ৫২ বলে ৫ চার ৩ ছক্কায় ৬৮ রানে।
ওবেদ ম্যাকয়ের করা ১৯তম ওভারে ২ ছক্কা ১ চার হাঁকিয়ে ২০ রান নেন সাকিব। শেষ বলে হাঁকানো ছক্কায় ছুঁয়েন মাহমুদউল্লাহ রিয়াদের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ২ হাজার রানের মাইলফলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার (২০০৫) রান ও ১০০ (১২০) উইকেটের মাইলফলক স্পর্শ করেন এ অলরাউন্ডার। তবে দলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাকিবকে। ২৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রোভম্যান পাওয়েল।
ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-০ তে পিছিয়ে গেল সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে।
ওয়েস্ট ইন্ডিজের বড় লক্ষ্য তাড়া নেমে নতুন ওপেনিং জুটি বাংলাদেশের। পিঠের চোটে মুনিম শাহরিয়ার ছিটকে যাওয়ায় ৬ ম্যাচ পর ওপেনিংয়ে ফেরেন লিটন। তাঁর সঙ্গী আনামুল হক বিজয়।
ওবেদ ম্যাকয়ের করা ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে ফেরেন লিটন (৫) ও বিজয় (৪)। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আরেকবার ব্যর্থ হয়েছেন(১১) ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এখান থেকে আফিফ হোসেনকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। পাওয়ার প্লেতে বাংলাদেশ স্কোরবোর্ডে ৩ উইকেটে ৪৪ রান। ১০ম ওভারে দুজনের জুটির ফিফটি পূর্ণ হয়। রোমারিও শেফার্ডের করা পরের ওভারে আফিফ ৩৪ রানে আউট হলে জুটি থামে ৫৫ রানে।
শুরুতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ। সাকিবের ৬৮ রানের অপরাজিত ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৪৫ বলে ক্যারিয়ারের ১০ম ফিফটি ছুঁয়ে সাকিব অপরাজিত ছিলেন ৫২ বলে ৫ চার ৩ ছক্কায় ৬৮ রানে।
ওবেদ ম্যাকয়ের করা ১৯তম ওভারে ২ ছক্কা ১ চার হাঁকিয়ে ২০ রান নেন সাকিব। শেষ বলে হাঁকানো ছক্কায় ছুঁয়েন মাহমুদউল্লাহ রিয়াদের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ২ হাজার রানের মাইলফলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার (২০০৫) রান ও ১০০ (১২০) উইকেটের মাইলফলক স্পর্শ করেন এ অলরাউন্ডার। তবে দলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাকিবকে। ২৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রোভম্যান পাওয়েল।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
২ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৪ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৬ ঘণ্টা আগে