Ajker Patrika

রশিদের নেতৃত্বে আমিরাতে যাচ্ছে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৪: ২০
রশিদের নেতৃত্বে আমিরাতে যাচ্ছে আফগানিস্তান

সংযুক্ত আরব আমিরাত-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি। আরব আমিরাতে হতে যাওয়া এই সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন রশিদ খান।

এই টি-টোয়েন্টি সিরিজ মূলত গত বছরের নভেম্বরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তির অংশ। চুক্তিতে আফগানিস্তানের হোম সিরিজ পাঁচ বছর আমিরাতে হওয়ার কথা বলা হয়েছে। চুক্তির অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান। এসিবি প্রধান নির্বাহী বলেন, ‘এই চুক্তির অংশ হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। ইসিবির সঙ্গে সাম্প্রতিক আলাপ-আলোচনায় আমরা খুশি। এই টি-টোয়েন্টি সিরিজ আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম ধাপ। ইসিবির সঙ্গে আমরা সম্পর্ক ধরে রাখতে চাই।’ 

২০১৮-এর পর আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজ দিয়েই এ বছর আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে যাচ্ছে আফগানরা।

আমিরাত সিরিজে আফগানিস্তান দল: 
রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আব্দুল রহমান রাহমানি, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, বিলাল সামি, ফরিদ আহমদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদিন নাইব, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাঙ্গাল খারোতি, নাভিন-উল-হক, নিজাত মাসুদ, নুর আহমদ, রহমত শাহ, সেদিকুল্লাহ আতাল, শাহিদুল্লাহ কামাল, শরাফুদ্দিন আশরাফ, জহির খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত