ভাসকে মনে করিয়ে ওয়াকারকে ছাড়িয়ে গেলেন সিরাজ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বাংলাদেশকে একটা জায়গায় মুক্তি দিল শ্রীলঙ্কা। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে এটিই ছিল এতদিন ধরে সর্বনিম্ন স্কোর। ২৩ বছর পর সেই ‘অভিশাপ’ থেকে মুক্তি পেল বাংলাদেশ। 

এশিয়া কাপে সর্বনিম্ন ইনিংসটি এখন শ্রীলঙ্কার। সেটিও ফাইনালে, স্বাগতিক হিসেবে! আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের এমন লজ্জায় ডুবিয়েছে ভারত। মাত্র ৫০ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা টিকতে পেরেছে ১৫.২ ওভার। 

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারে ওপেনার কুশল পেরেরাকে দিয়ে ভারতের উইকেট উদ্যাপন শুরু। জসপ্রীত বুমরাহ প্রথম উইকেট পেলেও এরপর আলো ছড়িয়েছেন মোহাম্মদ সিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভার মেইডেনের পর নিজের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক হাতছাড়া করলেও নেন ৪ উইকেট। প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ। 

সেই সঙ্গে লঙ্কানদের সাবেক পেসার চামিন্দা পেসারকেও মনে করিয়ে দিলেন তিনি। ২০০৩ বিশ্বকাপে ইনিংসের প্রথম ওভারে চার উইকেট নিয়েছিলেন ভাস। তবে প্রথম তিন বলেই হ্যাটট্রি করেন তিনি। ৬ বলে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার আগের কীর্তিটিও আরেক শ্রীলঙ্কার। লাসিথ মালিঙ্গা ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর চার উইকেট নিয়েছিলেন দুই ওভার মিলিয়ে। 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরাজ ৭ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়েছেন ভারতীয় পেসার। করেছেন আরেকটি রেকর্ডও। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সেরা বোলিং ফিগার এটি। আগের রেকর্ডটি ছিল ওয়াকার ইউনিসের। ১৯৯০ সালে শারজায় ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত