ক্রীড়া ডেস্ক
অনেক দিন ধরেই বাবর আজমকে ধরি ধরি করছিলেন শুবমান গিল। অবশেষে শুধু ধরেননি পাকিস্তানের অধিনায়ককে পেছনেও ফেলেছেন ভারতীয় ব্যাটার। বাবরকে হটিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন গিল।
আজ আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে এমনই সুসংবাদ পেয়েছেন গিল। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে শীর্ষে উঠেছেন ২৪ বছর বয়সী ব্যাটার। তাঁর আগে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি এই কীর্তি গড়েছেন।
বিশ্বকাপে ৬ ম্যাচে ২১৯ রানের সৌজন্যে শীর্ষে উঠেছেন গিল। তাঁর রেটিং পয়েন্ট ৮৩০। আর বাবর আছেন ৮২৪ পয়েন্টে দুইয়ে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত বাবরের রান ৮ ম্যাচে ২৮২। শুবমানের উত্থানে দুই বছরেরও বেশি সময় শীর্ষে থাকা বাবরের সুন্দর মুহূর্তে ছেদ পড়ল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে বড় লাফ দিয়েছেন কোহলিও। ৩ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে আছেন ওয়ানডেতে শচীনের সমান ৪৯ সেঞ্চুরির মালিক। ভারতীয় ব্যাটার ওপরে আছেন এবারের বিশ্বকাপে ৪ সেঞ্চুরি হাঁকানো প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক। আর শীর্ষ পাঁচের শেষ ব্যাটার হচ্ছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভারতের ক্রিকেটারই শীর্ষে। গিলের মতো সিরাজও ব্যাটল নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটারের হাত থেকে। গত সপ্তাহে শীর্ষে ওঠা শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছেন তিনি। আগেও শীর্ষে ওঠায় পুনরায় চূড়া ফিরে ফেলেন সিরাজ।
৭০৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সিরাজ। তাঁকে জায়গা দিয়ে পাঁচে আছেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৫৮। আর গত সপ্তাহে দুইয়ে থাকা জশ হ্যাজলউড শাহিনের সমান পয়েন্ট নিয়ে ছয়ে আছেন। এই তিন পেসারের মাঝে আছেন তিন স্পিনার।
২ ধাপ এগিয়ে দুইয়ে আছেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনারের পয়েন্ট ৬৯৪। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাডাম জাম্পা আছেন তিনে। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৬২। তাঁর চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে আছেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।
ব্যাটিং–বোলিংয়ে আসলেও অলরাউন্ডারের শীর্ষস্থানে কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। গত সপ্তাহের চেয়ে আবার ১১ রেটিং পয়েন্টও বেড়েছে। বাংলাদেশি অধিনায়কের বর্তমান রেটিং পয়েন্ট ৩২৭। আর গতকাল অতিমানবীয় ডাবল সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েল ২ ধাপ এগিয়ে ৬ নম্বরে আছেন।
অনেক দিন ধরেই বাবর আজমকে ধরি ধরি করছিলেন শুবমান গিল। অবশেষে শুধু ধরেননি পাকিস্তানের অধিনায়ককে পেছনেও ফেলেছেন ভারতীয় ব্যাটার। বাবরকে হটিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন গিল।
আজ আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে এমনই সুসংবাদ পেয়েছেন গিল। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে শীর্ষে উঠেছেন ২৪ বছর বয়সী ব্যাটার। তাঁর আগে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি এই কীর্তি গড়েছেন।
বিশ্বকাপে ৬ ম্যাচে ২১৯ রানের সৌজন্যে শীর্ষে উঠেছেন গিল। তাঁর রেটিং পয়েন্ট ৮৩০। আর বাবর আছেন ৮২৪ পয়েন্টে দুইয়ে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত বাবরের রান ৮ ম্যাচে ২৮২। শুবমানের উত্থানে দুই বছরেরও বেশি সময় শীর্ষে থাকা বাবরের সুন্দর মুহূর্তে ছেদ পড়ল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে বড় লাফ দিয়েছেন কোহলিও। ৩ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে আছেন ওয়ানডেতে শচীনের সমান ৪৯ সেঞ্চুরির মালিক। ভারতীয় ব্যাটার ওপরে আছেন এবারের বিশ্বকাপে ৪ সেঞ্চুরি হাঁকানো প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক। আর শীর্ষ পাঁচের শেষ ব্যাটার হচ্ছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভারতের ক্রিকেটারই শীর্ষে। গিলের মতো সিরাজও ব্যাটল নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটারের হাত থেকে। গত সপ্তাহে শীর্ষে ওঠা শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছেন তিনি। আগেও শীর্ষে ওঠায় পুনরায় চূড়া ফিরে ফেলেন সিরাজ।
৭০৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সিরাজ। তাঁকে জায়গা দিয়ে পাঁচে আছেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৫৮। আর গত সপ্তাহে দুইয়ে থাকা জশ হ্যাজলউড শাহিনের সমান পয়েন্ট নিয়ে ছয়ে আছেন। এই তিন পেসারের মাঝে আছেন তিন স্পিনার।
২ ধাপ এগিয়ে দুইয়ে আছেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনারের পয়েন্ট ৬৯৪। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাডাম জাম্পা আছেন তিনে। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৬২। তাঁর চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে আছেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।
ব্যাটিং–বোলিংয়ে আসলেও অলরাউন্ডারের শীর্ষস্থানে কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। গত সপ্তাহের চেয়ে আবার ১১ রেটিং পয়েন্টও বেড়েছে। বাংলাদেশি অধিনায়কের বর্তমান রেটিং পয়েন্ট ৩২৭। আর গতকাল অতিমানবীয় ডাবল সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েল ২ ধাপ এগিয়ে ৬ নম্বরে আছেন।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪১ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে