ক্রীড়া ডেস্ক
প্রতিবার আইপিএল শেষ হলে অনেকেই হয়তো ধরে নেন, এবার টুর্নামেন্ট থেকে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি। বয়স তো ৪০ পেরিয়েছে কবেই। কিন্তু ধোনি যে অন্য ধাতুতে গড়া। দিব্যি খেলে যান ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ভক্তদের ভালোবাসা, শ্রদ্ধায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছেন। ভারতীয় এই ব্যাটার খেলতে চান আরও এক মৌসুম।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল রিজার্ভ ডেতে হয়েছে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংসের ফাইনাল। গুজরাট স্বাগতিক হিসেবে খেলেছে ঠিকই, তবে ১ লাখেরও বেশি ধারণক্ষমতার এই স্টেডিয়ামে হলুদ জার্সি পরা ভক্তের সংখ্যাও কম ছিল না। চেন্নাই ভক্তরা ধোনির নামে স্লোগান, ফেস্টুনে মাতিয়ে দিয়েছিলেন আহমেদাবাদের গ্যালারি। ব্যাট হাতে কিছু করতে না পারলেও ফাইনালে তাঁর (ধোনি) দ্রুতগতির স্টাম্পিং বেশ সাড়া ফেলে দিয়েছে। ০.১ সেকেন্ডে শুভমান গিলকে স্টাম্পিং করেছেন ধোনি। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতেছে চেন্নাই সুপার কিংস। চ্যাম্পিয়ন হওয়ার পর ভক্তদের উন্মাদনা ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ধোনিকে নিয়ে হতে থাকে একের পর এক পোস্ট।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভক্তদের প্রশংসায় ভাসিয়েছেন ধোনি। ভক্তদের ভালোবাসায় মুগ্ধ ধোনি খেলে যেতে চান আইপিএলের আরও এক মৌসুম, ‘পারিপার্শ্বিকতা বিবেচনা করলে অবসর ঘোষণার জন্য এটাই সেরা সময়। ধন্যবাদ বলে অবসর নেওয়া আমার জন্য বেশ সহজ। কিন্তু কঠিন ব্যাপার হচ্ছে, আরও ৯ মাস কঠোর পরিশ্রম করতে হবে এবং আইপিএলে আরও এক মৌসুম খেলার চেষ্টা করা। তবে সিএসকে ভক্তদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আরও এক মৌসুম আইপিএল খেলাই হবে তাদরকে দেওয়া উপহার। তারা যেভাবে আবেগ, ভালোবাসা দেখিয়েছে, তাদের জন্য আমার কিছু করতে হবে।’
২৬ গড় ও ১৮২.৪৬ স্ট্রাইক রেটে এবারের আইপিএলে ১০৪ রান করেছেন ধোনি। তবু ভক্তদের কাছে তো এই পরিসংখ্যান সামান্য কিছুই। চিদম্বরম স্টেডিয়াম তো বটেই, ইডেন গার্ডেন্স, ওয়াংখেড়ে, জয়পুর—যেখানেই ধোনি খেলতে গেছেন, সব স্টেডিয়ামের গ্যালারিই হলুদে ছেয়ে গিয়েছিল। ‘ধোনি ধোনি’ স্লোগান, ফেস্টুন তো ছিল নিয়মিত দৃশ্য।
প্রতিবার আইপিএল শেষ হলে অনেকেই হয়তো ধরে নেন, এবার টুর্নামেন্ট থেকে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি। বয়স তো ৪০ পেরিয়েছে কবেই। কিন্তু ধোনি যে অন্য ধাতুতে গড়া। দিব্যি খেলে যান ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ভক্তদের ভালোবাসা, শ্রদ্ধায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছেন। ভারতীয় এই ব্যাটার খেলতে চান আরও এক মৌসুম।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল রিজার্ভ ডেতে হয়েছে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংসের ফাইনাল। গুজরাট স্বাগতিক হিসেবে খেলেছে ঠিকই, তবে ১ লাখেরও বেশি ধারণক্ষমতার এই স্টেডিয়ামে হলুদ জার্সি পরা ভক্তের সংখ্যাও কম ছিল না। চেন্নাই ভক্তরা ধোনির নামে স্লোগান, ফেস্টুনে মাতিয়ে দিয়েছিলেন আহমেদাবাদের গ্যালারি। ব্যাট হাতে কিছু করতে না পারলেও ফাইনালে তাঁর (ধোনি) দ্রুতগতির স্টাম্পিং বেশ সাড়া ফেলে দিয়েছে। ০.১ সেকেন্ডে শুভমান গিলকে স্টাম্পিং করেছেন ধোনি। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতেছে চেন্নাই সুপার কিংস। চ্যাম্পিয়ন হওয়ার পর ভক্তদের উন্মাদনা ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ধোনিকে নিয়ে হতে থাকে একের পর এক পোস্ট।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভক্তদের প্রশংসায় ভাসিয়েছেন ধোনি। ভক্তদের ভালোবাসায় মুগ্ধ ধোনি খেলে যেতে চান আইপিএলের আরও এক মৌসুম, ‘পারিপার্শ্বিকতা বিবেচনা করলে অবসর ঘোষণার জন্য এটাই সেরা সময়। ধন্যবাদ বলে অবসর নেওয়া আমার জন্য বেশ সহজ। কিন্তু কঠিন ব্যাপার হচ্ছে, আরও ৯ মাস কঠোর পরিশ্রম করতে হবে এবং আইপিএলে আরও এক মৌসুম খেলার চেষ্টা করা। তবে সিএসকে ভক্তদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আরও এক মৌসুম আইপিএল খেলাই হবে তাদরকে দেওয়া উপহার। তারা যেভাবে আবেগ, ভালোবাসা দেখিয়েছে, তাদের জন্য আমার কিছু করতে হবে।’
২৬ গড় ও ১৮২.৪৬ স্ট্রাইক রেটে এবারের আইপিএলে ১০৪ রান করেছেন ধোনি। তবু ভক্তদের কাছে তো এই পরিসংখ্যান সামান্য কিছুই। চিদম্বরম স্টেডিয়াম তো বটেই, ইডেন গার্ডেন্স, ওয়াংখেড়ে, জয়পুর—যেখানেই ধোনি খেলতে গেছেন, সব স্টেডিয়ামের গ্যালারিই হলুদে ছেয়ে গিয়েছিল। ‘ধোনি ধোনি’ স্লোগান, ফেস্টুন তো ছিল নিয়মিত দৃশ্য।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে