ক্রীড়া ডেস্ক
গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগেও আফগানিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে দুর্দান্ত ছন্দে ছিলেন লিটন দাস। তিন ম্যাচে করেছিলেন ১০৬ রান। কিন্তু কানাডার লিগে সেই ছন্দটা দেখা যায়নি। অবশেষে গতকাল সেই চিরচেনা লিটনকে দেখা গেছে। টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটিতে সারে জাগুয়ার্সকেও ৬ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি।
আগের ৪ ম্যাচে ৫৪ রান করা লিটন গতকাল সেই রান এক ইনিংসে টপকে গেলেন। ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সারে যখন বিপদে, ঠিক সেই সময়ই জ্বলে উঠল বাংলাদেশি উইকেটরক্ষকের ব্যাট। ২১ রানে ৩ উইকেট হারিয়ে বসায় টুর্নামেন্টে দ্বিতীয় পরাজয়ের শঙ্কা উঁকি দিচ্ছিল তাঁর দলকে। সেই শঙ্কা বাস্তবে পরিণত হতে দেননি ২৮ বছর বয়সী ব্যাটার।
দলের কঠিন সময়ে ঢাল হয়ে দাঁড়িয়ে সারেকে টানা তৃতীয় জয় এনে দিয়েছেন লিটন। তাঁর দুর্দান্ত ৫৯ রানের ইনিংসে ৬ উইকেটের জয় পায় সারে। সমান ৩টি করে চার-ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। তবে দল যখন জয় থেকে ৯ রান দূরে তখন বাউন্ডারি মারতে গিয়ে ৪৫ বলের ইনিংসটি তাঁর থামে। জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও প্রথমবারের মতো ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন লিটন। ম্যাচ-সেরার পুরস্কারটি আবার পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েডের কাছ থেকে।
দলের ৬ উইকেটের জয়ে অবশ্য লিটনকে দারুণ সঙ্গ দিয়েছেন ইফতিখার আহমেদ। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন দুজনে। বাংলাদেশি ব্যাটার আউট হলেও জয় নিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক ইফতিখার। ৪১ বলে ২ ছক্কা ও ১ চারে ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে বোলিংয়ে ৩ রানে ১ উইকেটও নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।
এর আগে ব্রাম্পটন উলভসকে কম রানে আটকাতে দুর্দান্ত বোলিং করেছে সারের বোলাররা। দলের বোলাররা মিতব্যয়ী হয়ে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে উলভসকে ১২৮ রানের বেশি করতে দেয়নি। ৫১ রানে ৪ উইকেট হারানো দলটা মাঝারি রানের সংগ্রহ পায় কলিন ডি গ্র্যান্ডহোমের কল্যাণে। নিউজিল্যান্ডের ব্যাটার পাঁচে নেমে ৩৪ বলে ৩৪ রানের সর্বোচ্চ ইনিংসটি না খেললে। ১৭ রানে ২ উইকেট নিয়ে সারের সেরা বোলার আমার খালিদ।
গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগেও আফগানিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে দুর্দান্ত ছন্দে ছিলেন লিটন দাস। তিন ম্যাচে করেছিলেন ১০৬ রান। কিন্তু কানাডার লিগে সেই ছন্দটা দেখা যায়নি। অবশেষে গতকাল সেই চিরচেনা লিটনকে দেখা গেছে। টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটিতে সারে জাগুয়ার্সকেও ৬ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি।
আগের ৪ ম্যাচে ৫৪ রান করা লিটন গতকাল সেই রান এক ইনিংসে টপকে গেলেন। ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সারে যখন বিপদে, ঠিক সেই সময়ই জ্বলে উঠল বাংলাদেশি উইকেটরক্ষকের ব্যাট। ২১ রানে ৩ উইকেট হারিয়ে বসায় টুর্নামেন্টে দ্বিতীয় পরাজয়ের শঙ্কা উঁকি দিচ্ছিল তাঁর দলকে। সেই শঙ্কা বাস্তবে পরিণত হতে দেননি ২৮ বছর বয়সী ব্যাটার।
দলের কঠিন সময়ে ঢাল হয়ে দাঁড়িয়ে সারেকে টানা তৃতীয় জয় এনে দিয়েছেন লিটন। তাঁর দুর্দান্ত ৫৯ রানের ইনিংসে ৬ উইকেটের জয় পায় সারে। সমান ৩টি করে চার-ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। তবে দল যখন জয় থেকে ৯ রান দূরে তখন বাউন্ডারি মারতে গিয়ে ৪৫ বলের ইনিংসটি তাঁর থামে। জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও প্রথমবারের মতো ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন লিটন। ম্যাচ-সেরার পুরস্কারটি আবার পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েডের কাছ থেকে।
দলের ৬ উইকেটের জয়ে অবশ্য লিটনকে দারুণ সঙ্গ দিয়েছেন ইফতিখার আহমেদ। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন দুজনে। বাংলাদেশি ব্যাটার আউট হলেও জয় নিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক ইফতিখার। ৪১ বলে ২ ছক্কা ও ১ চারে ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে বোলিংয়ে ৩ রানে ১ উইকেটও নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।
এর আগে ব্রাম্পটন উলভসকে কম রানে আটকাতে দুর্দান্ত বোলিং করেছে সারের বোলাররা। দলের বোলাররা মিতব্যয়ী হয়ে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে উলভসকে ১২৮ রানের বেশি করতে দেয়নি। ৫১ রানে ৪ উইকেট হারানো দলটা মাঝারি রানের সংগ্রহ পায় কলিন ডি গ্র্যান্ডহোমের কল্যাণে। নিউজিল্যান্ডের ব্যাটার পাঁচে নেমে ৩৪ বলে ৩৪ রানের সর্বোচ্চ ইনিংসটি না খেললে। ১৭ রানে ২ উইকেট নিয়ে সারের সেরা বোলার আমার খালিদ।
ধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১ ঘণ্টা আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তার ওপর দুঃসংবাদ পেল ক্লাবটি। বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের। লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। ভিনিসিয়ুসের চোটের ব্যাপারটি জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগেআলোচনায় থেকেও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন না মোস্তাফিজুর রহমান। ২০২৫ আইপিএলের মেগা নিলামে এই বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। আজ জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে উঠে তাঁর নামও
২ ঘণ্টা আগেওয়ানডে খেলেছেন ৮ টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফারের। নুর আহমেদ-রহমানউল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।
৩ ঘণ্টা আগে