Ajker Patrika

ব্যাটারদের হতাশা ভোলানোর চেষ্টায় তাসকিনরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাটারদের হতাশা ভোলানোর চেষ্টায় তাসকিনরা

লাহোরের ব্যাটিং বান্ধব উইকেটের সুবিধা নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এমন উইকেটে দুইশ রানের আগে অলআউট হওয়া নিশ্চয়ই পোড়াবে সাকিব আল হাসানের দলকে। তবে স্বল্প পুঁজি নিয়েও লড়াই করছেন বাংলাদেশের বোলাররা।

এর মধ্যে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যদিও এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৫ রান। জয় থেকে আর খুব বেশি দূরে নেই স্বাগতিকেরা। বাংলাদেশকে উইকেট দুটি এনে দিয়েছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। দুই পেসার ভালোই ভোগাচ্ছেন পাকিস্তান ব্যাটারদের।

পাকিস্তানের ৩৫ রানের ওপেনিং জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ফখর জামানকে ফেরান তিনি। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৩১ বলে ২০ রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর বাবর আজমকে নিয়ে দ্রুতই রান তুলতে থাকেন ইমাম-উল-হক। তাঁদের দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৩৯ রান।

এই জুটি ভাঙেন তাসকিন। বাবরকে বোল্ড করে ফেরান তিনি। একটু ফুলার লেংথ বল ছিল। তবে বল খুব একটা বাউন্স করেনি, যতটা বাবর ভেবেছিলেন। তাতেই বিপদ ঘটে। ব্যাটের নিচের দিকে লাগলেও বল খুঁজে নেয় স্টাম্প। পাকিস্তান অধিনায়ক আউট হয়েছেন ২২ বলে ১৭ রান করে।

বাবরের আউটের আগে ইমামের জন্য রিভিউ নিয়ে সফলতার মুখ দেখেনি বাংলাদেশ। এর আগে হাসান মাহমুদও তাঁর বিপক্ষে রিভিউ নিয়ে উইকেট নিতে পারেননি। দুইবারই বল ট্র্যাকিং দেখিয়েছে, বল পড়েছে লেগ স্টাম্প লাইনের বাইরে। দুটিই রিভিউ এর মধ্যে হারিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লিখতে লিখতে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ আউট হয়েও বেঁচেছেন ইমাম। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান ইমাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত