ক্রীড়া ডেস্ক
প্রথম রাউন্ডে তিন ম্যাচের তিনটিতেই জিতে সুপার টুয়েলভে উঠেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচেই নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে লঙ্কানরা। আগামীকাল রোববার সুপার টুয়েলভের লড়াইয়ে নামার আগে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসী থাকবে দাসুন শানাকার দল। প্রথম ম্যাচে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তাঁরা। এই ম্যাচে নিজের দলকেই এগিয়ে রাখছেন শানাকা।
শ্রীলঙ্কার মতো সহজেই সুপার টুয়েলভের টিকিট পায়নি বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে সুপার টুয়েলভে ওঠাই কঠিন করে তুলেছিল। তবে শেষ দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক শানাকা বলেছেন, ‘শেষ দুই ম্যাচ জিতে তারা (বাংলাদেশ) মোমেন্টাম পেয়েছে। এটা তাদের জন্য ভালো, কিন্তু এখনো আমরা তাদের চেয়ে ভালো দল। আমি মনে করি, আমাদের জয়ের সম্ভাবনা তাদের চেয়ে একটু হলেও বেশি।’
নিজের দল নিয়েও দারুণ আশাবাদী শানাকা। শ্রীলঙ্কান অধিনায়ককে আরও আশাবাদী করে তুলছে খেলোয়াড়দের ফর্মে থাকা। বলেছেন, ‘ছেলেরা খুবই ভালো করছে। তারা তাদের স্কিল দেখিয়েছে। ছেলেরা দেখিয়েছে আমরা টুর্নামেন্টে কী করতে পারি। টুর্নামেন্টে এরই মধ্যে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে তারা।’
প্রথম রাউন্ডে তিন ম্যাচের তিনটিতেই জিতে সুপার টুয়েলভে উঠেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচেই নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে লঙ্কানরা। আগামীকাল রোববার সুপার টুয়েলভের লড়াইয়ে নামার আগে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসী থাকবে দাসুন শানাকার দল। প্রথম ম্যাচে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তাঁরা। এই ম্যাচে নিজের দলকেই এগিয়ে রাখছেন শানাকা।
শ্রীলঙ্কার মতো সহজেই সুপার টুয়েলভের টিকিট পায়নি বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে সুপার টুয়েলভে ওঠাই কঠিন করে তুলেছিল। তবে শেষ দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক শানাকা বলেছেন, ‘শেষ দুই ম্যাচ জিতে তারা (বাংলাদেশ) মোমেন্টাম পেয়েছে। এটা তাদের জন্য ভালো, কিন্তু এখনো আমরা তাদের চেয়ে ভালো দল। আমি মনে করি, আমাদের জয়ের সম্ভাবনা তাদের চেয়ে একটু হলেও বেশি।’
নিজের দল নিয়েও দারুণ আশাবাদী শানাকা। শ্রীলঙ্কান অধিনায়ককে আরও আশাবাদী করে তুলছে খেলোয়াড়দের ফর্মে থাকা। বলেছেন, ‘ছেলেরা খুবই ভালো করছে। তারা তাদের স্কিল দেখিয়েছে। ছেলেরা দেখিয়েছে আমরা টুর্নামেন্টে কী করতে পারি। টুর্নামেন্টে এরই মধ্যে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে তারা।’
২০২৩ সাল থেকে দেখা যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে কোনো না কোনোভাবে ধাক্কা লাগছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি)। ২০২৫ সালেও সমান্তরালে চলবে বিপিএল ও আইএল টি-টোয়েন্টি।
২৯ মিনিট আগেবাংলা টাইগার্সের দরকার ১৮ বলে ৭৩ রান। সেই মুহূর্তে স্কোরবোর্ডে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩ রান। পরবর্তী সময় টেস্টের খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
১ ঘণ্টা আগেভারতের জার্সি এখনো গায়ে পরতে পারেননি উর্বিল প্যাটেল। তাঁরই আগে হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি। ২৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন উর্বিল।
৩ ঘণ্টা আগেবুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
৪ ঘণ্টা আগে