ক্রীড়া ডেস্ক
ওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলা টাইগার্স। আগে ব্যাটিংয়ে নেমে দিল্লি করেছিল ১২৩ রান। ৯.৪ ওভারে ১২৪ রানের লক্ষ্য তাড়া করে টাইগার্স। ঘটনা দিল্লি বুলসের ইনিংসের নবম ওভারে। বাংলা টাইগার্সের পেসার শানাকা প্রথম তিন বল ভালোই করলেন। প্রতি বলে ১ রান দিয়েছেন। অর্থাৎ তিন বলে দিয়েছেন ৩ রান।
ফিক্সিংয়ের গুঞ্জন তার পরের তিন বলে। এই তিন বলে দিয়েছেন ৩০ রান। এর মধ্যে দিয়েছেন ৪টি নো! তিনটি নো বলে হজম করেছেন তিনটি চারের বাউন্ডারি। অর্থাৎ চার নো বলে শানাকা দিয়েছেন ১৬ রান। আর শেষের তিন বৈধ ডেলিভারিতে একটি ছক্কা ও দুই চারে দিয়েছেন ১৪। সব মিলিয়ে এই ওভারে ১০টি বল করেছেন শানাকা। ৩০ রানের মধ্যে দিল্লির ব্যাটার নিখিল চৌধুরী নিয়েছেন ২৬ রান।
তার আগে গত ২২ নভেম্বর বিলালের নো বলের ধরন দেখে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। উইজডেন-টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ আলোচনা হয়েছিল সেই নো বল নিয়ে।
টি-টেন লিগে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স এ পর্যন্ত তিন ম্যাচে জয় পেয়েছে একটি। ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। চার ম্যাচে সব কটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ডেকান গ্লাডিয়েটর্স শীর্ষে ও স্যাম্প আর্মি আছে দুই নম্বরে।
ওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলা টাইগার্স। আগে ব্যাটিংয়ে নেমে দিল্লি করেছিল ১২৩ রান। ৯.৪ ওভারে ১২৪ রানের লক্ষ্য তাড়া করে টাইগার্স। ঘটনা দিল্লি বুলসের ইনিংসের নবম ওভারে। বাংলা টাইগার্সের পেসার শানাকা প্রথম তিন বল ভালোই করলেন। প্রতি বলে ১ রান দিয়েছেন। অর্থাৎ তিন বলে দিয়েছেন ৩ রান।
ফিক্সিংয়ের গুঞ্জন তার পরের তিন বলে। এই তিন বলে দিয়েছেন ৩০ রান। এর মধ্যে দিয়েছেন ৪টি নো! তিনটি নো বলে হজম করেছেন তিনটি চারের বাউন্ডারি। অর্থাৎ চার নো বলে শানাকা দিয়েছেন ১৬ রান। আর শেষের তিন বৈধ ডেলিভারিতে একটি ছক্কা ও দুই চারে দিয়েছেন ১৪। সব মিলিয়ে এই ওভারে ১০টি বল করেছেন শানাকা। ৩০ রানের মধ্যে দিল্লির ব্যাটার নিখিল চৌধুরী নিয়েছেন ২৬ রান।
তার আগে গত ২২ নভেম্বর বিলালের নো বলের ধরন দেখে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। উইজডেন-টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ আলোচনা হয়েছিল সেই নো বল নিয়ে।
টি-টেন লিগে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স এ পর্যন্ত তিন ম্যাচে জয় পেয়েছে একটি। ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। চার ম্যাচে সব কটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ডেকান গ্লাডিয়েটর্স শীর্ষে ও স্যাম্প আর্মি আছে দুই নম্বরে।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে