ক্রীড়া ডেস্ক
টেস্ট ক্রিকেটে গত বছর থেকেই দারুণ ছন্দে আছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে হয়েছেন ম্যাচসেরা। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগোলেন বাংলাদেশের এই ব্যাটার।
মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হয়েছে গত শুক্রবার। এই টেস্টে ১৭৭ রান করেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ১২৬ রান। যা বাংলাদেশি এই ব্যাটারের টেস্টে দশম সেঞ্চুরি। আর দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২২ নম্বর থেকে ১৭ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই ব্যাটার।
মুশফিকের পাশাপাশি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলামও। বোলারদের র্যাঙ্কিংয়ে ২৩ নম্বর থেকে ২০ নম্বরে উঠে এসেছেন তাইজুল। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৯ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট, যা টেস্টে এক ইনিংসে ১১ বারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি এই স্পিনারের। আর দুই ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন সাকিব। আইরিশদের বিপক্ষে টেস্টে ২ উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক।
অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলেও সেরা তিনে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে আছেন রিজওয়ান ও বাবর। এই তালিকায় শীর্ষে আছেন সূর্যকুমার যাদব। এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান ও দ্বিতীয় ফজলহক ফারুকি। তিন ও চারে আছেন জশ হ্যাজলউড ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টেস্ট ক্রিকেটে গত বছর থেকেই দারুণ ছন্দে আছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে হয়েছেন ম্যাচসেরা। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগোলেন বাংলাদেশের এই ব্যাটার।
মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হয়েছে গত শুক্রবার। এই টেস্টে ১৭৭ রান করেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ১২৬ রান। যা বাংলাদেশি এই ব্যাটারের টেস্টে দশম সেঞ্চুরি। আর দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২২ নম্বর থেকে ১৭ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই ব্যাটার।
মুশফিকের পাশাপাশি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলামও। বোলারদের র্যাঙ্কিংয়ে ২৩ নম্বর থেকে ২০ নম্বরে উঠে এসেছেন তাইজুল। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৯ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট, যা টেস্টে এক ইনিংসে ১১ বারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি এই স্পিনারের। আর দুই ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন সাকিব। আইরিশদের বিপক্ষে টেস্টে ২ উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক।
অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলেও সেরা তিনে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে আছেন রিজওয়ান ও বাবর। এই তালিকায় শীর্ষে আছেন সূর্যকুমার যাদব। এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান ও দ্বিতীয় ফজলহক ফারুকি। তিন ও চারে আছেন জশ হ্যাজলউড ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
১ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে