গাজীর জয়ে কপাল পুড়ল মাশরাফিদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৮: ০৯
Thumbnail image

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের যাওয়া আগেই শঙ্কায় পড়ে যায়। মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জের কিছুটা আশা ছিল যদি গাজী গ্রুপ ক্রিকেটার্স হেরে যায়। শেষ পর্যন্ত মাশরাফিদের স্বপ্নভঙ্গ করে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্স পৌঁছে যায় সুপার লিগে। 

ডিপিএলের লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ চলছে। প্রথম ১০ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া সিটি ক্লাবের সুপার লিগের আশা শেষ হয়ে যায় আগেই। জিতলেই সুপার লিগ নিশ্চিত—এমন সমীকরণ নিয়ে আজ ফতুল্লায় গাজী গ্রুপ মুখোমুখি হয় সিটি ক্লাবের। সিটি ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করে গাজী গ্রুপ। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার ছয়ে এখন গাজী গ্রুপ।

গাজী গ্রুপের আগে সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যার মধ্যে ১১ ম্যাচে ১১ জয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনী। প্রাইম ব্যাংক ১৪ পয়েন্ট পেলেও নেট রানরেটে এগিয়ে থেকে পাঁচে তারা। গাজী গ্রুপ ও প্রাইম ব্যাংকের নেট রানরেট ০.৪৭৩ ও ০.৬৪৩।     

ফতুল্লায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গাজী গ্রুপ অধিনায়ক মেহেদী মারুফ। প্রথমে ব্যাটিং পেয়ে শেষ ওভার পর্যন্ত সিটি ক্লাব ব্যাটিং করেছে ঠিকই। তবে গাজী গ্রুপের দুর্দান্ত বোলিংয়ে সিটি ২০০ রানও করতে পারেনি। ৪৯.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়েছে সিটি।  ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন সিটি ক্লাবের ওপেনার হাসান। ২৯ বলের ইনিংসে ৩টি করে  চার ছক্কা মেরেছেন। গাজী গ্রুপের সেরা বোলার রুয়েল মিয়া। ৭.৩ ওভার বোলিং করে ১৯ রানে নেন ৩ উইকেট।

১৮১ রান তাড়া করতে নেমে দলীয় ২২ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় গাজী গ্রুপের। চতুর্থ ওভারের তৃতীয় বলে গাজী অধিনায়ক মারুফকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মইনুল ইসলাম। ১৩ বলে ১টি করে চার ও ছক্কায় ১৩ রান করেন মারুফ। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন হাবিবুর রহমান। ওপেনার আনিসুল ইসলাম, হাবিবুর—এই দুই ব্যাটারই গড়ে দেন গাজীর জয়ের ভিত্তি। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়েন ১৩১ রানের জুটি। ২১তম ওভারের প্রথম বলে আনিসুলকে ফিরিয়ে জুটি ভেঙেছেন মইনুল। ৫০ বলে ১০ চার ও ১ ছক্কায় করেন আনিসুল করেন ৬১ রান। 

দুই ওপেনার মারুফ ও আনিসুলের বিদায়ে গাজী গ্রুপের স্কোর হয়ে যায় ২১.৫ ওভারে ২ উইকেটে ১৫৩ রান। চার নম্বরে নামা মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার ১ বল মোকাবিলা করেও কোনো রান নিতে পারেননি। তাঁকে থাকতে হয়েছে দর্শক হিসেবে। তৃতীয় উইকেট জুটিতে যে ২৮ রান হয়েছে, সবই করেছেন হাবিবুর। ২৫তম ওভারের প্রথম বলে নাঈমুর রহমান নয়নকে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরে এক ঢিলে দুই পাখি মারেন হাবিবুর। হাবিবুরের সেঞ্চুরির পাশাপাশি গাজী গ্রুপ পেয়েছে ১৫৫ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয়। ৮১ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১০২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হাবিবুর। ম্যাচসেরা হয়েছেন তিনিই। 

অন্যদিকে আগেই সুপার লিগ নিশ্চিত হওয়া মোহামেডান আজ মিরপুরে ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দেয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস। প্রথম ব্যাটিং পাওয়া ব্রাদার্স ৩৪.৩ ওভারে ১৩৫ রানে অলআউট হয়েছে। মাহমুদুল হাসান ও রাহাতুল ফেরদৌস দুজনেরই ব্যাট থেকে এসেছে ৪৫ রান। মোহামেডানের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন নাসুম আহমেদ। ১০ ওভার বোলিং করে ২২ রানে নেন ৫ উইকেট। ২ ওভার মেডেনও দিয়েছেন। রান তাড়া করতে নেমে মোহামেডান ২৩.২ ওভারে ৫ উইকেটে ১৪০ রান করে ফেলে। ১৬০ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সর্বোচ্চ রান করেন ইমরুল। মোহামেডান অধিনায়ক ৭১ বলে ১২ চার ও ৩ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৫ উইকেট নেওয়া নাসুমই হয়েছেন ম্যাচসেরা।

১১ ম্যাচে ৮ জয় ও ৩ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে মোহামেডান। সমান ১৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে শাইনপুকুর।  শাইনপুকুর ও মোহামেডানের নেট রানরেট ‍+০.৯৫৯ ও ‍+০.৮৭৭।

দিনের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে খেলছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। টস জিতে প্রথমে ব্যাটিং পেয়ে রূপগঞ্জ টাইগার্স করেছে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৯ রান। ২৬০ রান তাড়া করতে নেমে পারটেক্স এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করেছে ৩৮ ওভার। ৫ উইকেটে করেছে ১৮০ রান। তানবীর হায়দার অপরাজিত আছেন ৫৬ বলে ৪৭ রান করে। ৪৪ বলে ৩০ রানে ব্যাটিং করছেন আহরার আমিন। রূপগঞ্জের আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আবু হাশিম দুজনেই নেন ২টি করে উইকেট। ১ উইকেট নেন সোহাগ গাজী।

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত