Ajker Patrika

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলছেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৫: ৪৪
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলছেন তাসকিন

এশিয়া কাপে খেলতে আজ দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। সর্বশেষ টুর্নামেন্টে তাদের হয়েছিল তিক্ত অভিজ্ঞতা। প্রথম রাউন্ডের সব ম্যাচে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। 

তাই এবার প্রথম রাউন্ড থেকে কৌশলে এগোতে চায় বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে গতকাল কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এবার প্রথমেই বড় লক্ষ্য নয়, প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচেই আপাতত দৃষ্টি তাঁদের। ম্যাচ ধরে ধরে এগোতে চান তাঁরা। এ দুটি ম্যাচ জিতে সুপার ফোর নিশ্চিত করাই বাংলাদেশের প্রথম লক্ষ্য। 

তবে আজ বিমানবন্দরে পেসার তাসকিন আহমেদ জানালেন, তাঁদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। শুধু তাই নয়, সবাই সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব বললেন তিনি, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশা আল্লাহ...।’ 

তাসকিন বলেন, ‘দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। এশিয়া কাপের ফাইনাল যদি খেলতে পারি, সবাই দোয়া করবেন, যাতে আমরা সুস্থ থাকি এবং ভালো করতে পারি।’  

এর আগে তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। গত তিন সংস্করণের মধ্যে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে এবার সেই ব্যর্থতা ঘোচাতে চান তাঁরা। তাসকিন বললেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত