ক্রীড়া ডেস্ক
আলজারি জোসেফ যে শাস্তি পেতে যাচ্ছেন, সেটা বোঝা গিয়েছিল ম্যাচের দিনই। আনুষ্ঠানিক ঘোষণাটা এল তাড়াতাড়ি। বাজে আচরণের দায়ে জোসেফকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অধিনায়ক শাই হোপের ওপর ম্যাচে ক্ষোভ প্রকাশের জন্য জোসেফকে নিষেধাজ্ঞা দেওয়ার কথা গত রাতে নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। বোর্ড জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জোসেফের আচরণ বোর্ডের পেশাদারত্বের যে মান, সেটার সঙ্গে একেবারেই যায় না। ক্যারিবীয় এই পেসার পরে অধিনায়ক, সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন। অনুতপ্ত জোসেফ এক বিবৃতিতে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভক্তদের কাছেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। বুঝতে পেরেছি যে সামান্য মনমালিন্যের ঘটনা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। যা ঘটেছে, সেটার জন্য আমি অনেক অনুতপ্ত।’
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হয়েছে পরশু রাতে। সেই ম্যাচে দফায় দফায় মাঠ ছেড়ে চলে যান জোসেফ। প্রথমবার করেছেন ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের শেষে। অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন জোসেফ। তারপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সের উইকেট নিয়ে কোনো রকম উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান।
ওভারটি শেষ হওয়ার পর হোপের সঙ্গে কথা না বলে মাঠ ছেড়েই চলে গিয়েছিলেন তিনি। ডাগআউটে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বুঝিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চম ওভার ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিং করতে হয় ১০ জন নিয়েই। কারণ জোসেফ মাঠে এসেছিলেন ষষ্ঠ ওভারে।
ম্যাচে দ্বিতীয়বার মাঠ ছাড়ার ঘটনা জোসেফ ঘটিয়েছিলেন ১২তম ওভারে। এই ওভারে বোলিংয়ের সময় দুইবার মিসফিল্ডিং ও ওভারথ্রোতে ইংল্যান্ড করেছিল ২ রান। তৎক্ষণাৎ উঠে গিয়েছিলেন ক্যারিবীয় এই পেসার। ম্যাচে জোসেফ ১০ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন জোসেফ। ম্যাচের পরই কোচ স্যামি টকস্পোর্টকে জোসেফের এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছিলেন।
জোসেফের এমন কাণ্ডের ম্যাচে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৩ রান করে। ব্র্যান্ডন কিং (১০২) ও কিসি কার্টির (১২৮) জোড়া সেঞ্চুরিতে ৪২ বল হাতে ম্যাচটি ৮ উইকেটে জেতে ক্যারিবীয়রা। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন কিং। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন ম্যাথু ফোর্ডি। সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন ক্যারিবীয় এই পেসার। ব্যাটিংয়ে করেন ২৩ রান। বার্বাডোজে আগামীকাল শুরু ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আলজারি জোসেফ যে শাস্তি পেতে যাচ্ছেন, সেটা বোঝা গিয়েছিল ম্যাচের দিনই। আনুষ্ঠানিক ঘোষণাটা এল তাড়াতাড়ি। বাজে আচরণের দায়ে জোসেফকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অধিনায়ক শাই হোপের ওপর ম্যাচে ক্ষোভ প্রকাশের জন্য জোসেফকে নিষেধাজ্ঞা দেওয়ার কথা গত রাতে নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। বোর্ড জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জোসেফের আচরণ বোর্ডের পেশাদারত্বের যে মান, সেটার সঙ্গে একেবারেই যায় না। ক্যারিবীয় এই পেসার পরে অধিনায়ক, সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন। অনুতপ্ত জোসেফ এক বিবৃতিতে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভক্তদের কাছেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। বুঝতে পেরেছি যে সামান্য মনমালিন্যের ঘটনা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। যা ঘটেছে, সেটার জন্য আমি অনেক অনুতপ্ত।’
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হয়েছে পরশু রাতে। সেই ম্যাচে দফায় দফায় মাঠ ছেড়ে চলে যান জোসেফ। প্রথমবার করেছেন ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের শেষে। অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন জোসেফ। তারপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সের উইকেট নিয়ে কোনো রকম উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান।
ওভারটি শেষ হওয়ার পর হোপের সঙ্গে কথা না বলে মাঠ ছেড়েই চলে গিয়েছিলেন তিনি। ডাগআউটে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বুঝিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চম ওভার ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিং করতে হয় ১০ জন নিয়েই। কারণ জোসেফ মাঠে এসেছিলেন ষষ্ঠ ওভারে।
ম্যাচে দ্বিতীয়বার মাঠ ছাড়ার ঘটনা জোসেফ ঘটিয়েছিলেন ১২তম ওভারে। এই ওভারে বোলিংয়ের সময় দুইবার মিসফিল্ডিং ও ওভারথ্রোতে ইংল্যান্ড করেছিল ২ রান। তৎক্ষণাৎ উঠে গিয়েছিলেন ক্যারিবীয় এই পেসার। ম্যাচে জোসেফ ১০ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন জোসেফ। ম্যাচের পরই কোচ স্যামি টকস্পোর্টকে জোসেফের এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছিলেন।
জোসেফের এমন কাণ্ডের ম্যাচে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৩ রান করে। ব্র্যান্ডন কিং (১০২) ও কিসি কার্টির (১২৮) জোড়া সেঞ্চুরিতে ৪২ বল হাতে ম্যাচটি ৮ উইকেটে জেতে ক্যারিবীয়রা। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন কিং। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন ম্যাথু ফোর্ডি। সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন ক্যারিবীয় এই পেসার। ব্যাটিংয়ে করেন ২৩ রান। বার্বাডোজে আগামীকাল শুরু ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ইনিংসের প্রথম ওভারেই ফিরতে পারতেন সৌম্য সরকার। আলজারি জোসেফের চতুর্থ বলটি হালকা সুইং করে বাইরেই যাচ্ছিল। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই সৌম্যের ড্রাইভ। ব্যাটের কানায় লেগে বল যায় স্লিপে থাকা ব্রেন্ডন কিংয়ের হাতে। কিং সেই সহজ ক্যাচ নিতে পারেননি। শুরুতে জীবন পাওয়াটাও বৃথা যেতে দেননি সৌম্য। দলের প্রয়োজনে
৩ ঘণ্টা আগেওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ার পথে দুজনে পেয়েছেন ফিফটি।
৪ ঘণ্টা আগে২, ৪ ও ০—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই হলো লিটন দাসের রান। ব্যাটিংয়ে অধরাবাহিকতার বৃত্তে আটকে পড়া বাংলাদেশ উইকেটরক্ষক আজ আবারও উইকেট দিয়েছেন বাজে শট খেলে।
৫ ঘণ্টা আগে