ক্রীড়া ডেস্ক
রান তাড়ায় নেমে ধুঁকছে ইংল্যান্ড। দুর্দান্ত লাইন লেংথে বোলিং করে জনি বেয়ারস্টো–জস বাটলারদের কাঁপিয়ে দিচ্ছেন আফগানিস্তানের বোলাররা। এক শ রানের আগেই ৪ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ৩ রানের মাথায় বেয়ারস্টোকে ড্রেসিংরুমে ফেরান ফজলহক ফারুকি। দ্বিতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নিচ্ছিলেন ডেভিড মালান ও জো রুট। কিন্তু ১১ রানে রুট মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার পর বিপদ বেড়ে যায় ইংল্যান্ডের।
তৃতীয় উইকেটে হ্যারি ব্রুককে নিয়ে আরেকটি ছোট জুটি গড়েন ওপেনিংয়ে নামা মালান। তাঁদের জুটি ৩৫ রানে দাঁড়ালে তা ভেঙে দেন মোহাম্মদ নবী। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আজ ১৫০ ওয়ানডে খেলতে নেমেছেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার। ৩২ রানে ফিরে যান সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করা মালান। ৯ রানে দ্রুত ফিরে গেছেন অধিনায়ক বাটলারও।
সতীর্থরা নিয়মিত আসা–যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন হ্যারি ব্রুক। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারলেন না লিয়াম লিভিংস্টোনও। ১০ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ৪২ রানে অপরাজিত আছেন রুট। তাঁকে সঙ্গ দিতে পিচে এসেছেন স্যাম কারান। ১ রানে অপরাজিত আছেন এই পেস অলরাউন্ডার। প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১১৯।
রান তাড়ায় নেমে ধুঁকছে ইংল্যান্ড। দুর্দান্ত লাইন লেংথে বোলিং করে জনি বেয়ারস্টো–জস বাটলারদের কাঁপিয়ে দিচ্ছেন আফগানিস্তানের বোলাররা। এক শ রানের আগেই ৪ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ৩ রানের মাথায় বেয়ারস্টোকে ড্রেসিংরুমে ফেরান ফজলহক ফারুকি। দ্বিতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নিচ্ছিলেন ডেভিড মালান ও জো রুট। কিন্তু ১১ রানে রুট মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার পর বিপদ বেড়ে যায় ইংল্যান্ডের।
তৃতীয় উইকেটে হ্যারি ব্রুককে নিয়ে আরেকটি ছোট জুটি গড়েন ওপেনিংয়ে নামা মালান। তাঁদের জুটি ৩৫ রানে দাঁড়ালে তা ভেঙে দেন মোহাম্মদ নবী। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আজ ১৫০ ওয়ানডে খেলতে নেমেছেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার। ৩২ রানে ফিরে যান সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করা মালান। ৯ রানে দ্রুত ফিরে গেছেন অধিনায়ক বাটলারও।
সতীর্থরা নিয়মিত আসা–যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন হ্যারি ব্রুক। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারলেন না লিয়াম লিভিংস্টোনও। ১০ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ৪২ রানে অপরাজিত আছেন রুট। তাঁকে সঙ্গ দিতে পিচে এসেছেন স্যাম কারান। ১ রানে অপরাজিত আছেন এই পেস অলরাউন্ডার। প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১১৯।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১২ ঘণ্টা আগে