ক্রীড়া ডেস্ক
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকি কার্যক্রমের অংশ হিসেবে নতুন সফটওয়্যার চালু করেছে আইসিসি। নেতিবাচক কনটেন্ট থেকে ক্রিকেট সম্প্রদায় ও ক্রিকেটারদের ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শারজায় আজ থেকে শুরু হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১৭ রান করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এই বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় সরে গেছে আরব আমিরাতে।
বিশ্বকাপে নতুন সফটওয়্যার ব্যবহারের বিষয়টি আজ নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে আইসিসি। এই সফটওয়্যারের কাজ হলো, ক্রিকেটের জন্য একটি স্বাস্থ্যকর সম্প্রদায় তৈরি করা। আইসিসি জানিয়েছে, এরই মধ্যে ৬০ জনের বেশি খেলোয়াড় এই পদ্ধতি ব্যবহার শুরু করেছেন।
এর জন্য গোবাবল নামে যুক্তরাজ্যের এক সফটওয়্যার কোম্পানিকে নিযুক্ত করেছে আইসিসি। যারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানুষের সংযোগে আইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম—ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব ব্যবহার করবেন, তাদের মন্তব্য তদারকি ও সহনীয় করে তুলবে গোবাবল।
নতুন সফটওয়্যার চালুর বিষয়ে আইসিসি ডিজিটালের প্রধান ফিন ব্রাডশ বলেছেন, ‘আমরা আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সমস্ত অংশগ্রহণকারী এবং ভক্তদের জন্য একটি ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার জন্য নিবেদিত, অনেক খেলোয়াড় এবং দল আমাদের নতুন উদ্যোগকে গ্রহণ করেছে দেখে দারুণ লাগছে।’
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকি কার্যক্রমের অংশ হিসেবে নতুন সফটওয়্যার চালু করেছে আইসিসি। নেতিবাচক কনটেন্ট থেকে ক্রিকেট সম্প্রদায় ও ক্রিকেটারদের ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শারজায় আজ থেকে শুরু হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১৭ রান করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এই বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় সরে গেছে আরব আমিরাতে।
বিশ্বকাপে নতুন সফটওয়্যার ব্যবহারের বিষয়টি আজ নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে আইসিসি। এই সফটওয়্যারের কাজ হলো, ক্রিকেটের জন্য একটি স্বাস্থ্যকর সম্প্রদায় তৈরি করা। আইসিসি জানিয়েছে, এরই মধ্যে ৬০ জনের বেশি খেলোয়াড় এই পদ্ধতি ব্যবহার শুরু করেছেন।
এর জন্য গোবাবল নামে যুক্তরাজ্যের এক সফটওয়্যার কোম্পানিকে নিযুক্ত করেছে আইসিসি। যারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানুষের সংযোগে আইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম—ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব ব্যবহার করবেন, তাদের মন্তব্য তদারকি ও সহনীয় করে তুলবে গোবাবল।
নতুন সফটওয়্যার চালুর বিষয়ে আইসিসি ডিজিটালের প্রধান ফিন ব্রাডশ বলেছেন, ‘আমরা আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সমস্ত অংশগ্রহণকারী এবং ভক্তদের জন্য একটি ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার জন্য নিবেদিত, অনেক খেলোয়াড় এবং দল আমাদের নতুন উদ্যোগকে গ্রহণ করেছে দেখে দারুণ লাগছে।’
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
৩৯ মিনিট আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১০ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগে