নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধিনায়ক হিসেবে গত পরশু নুরুল হাসান সোহানের শুরুটা জয় দিয়ে না হলেও তাঁর দুর্দান্ত ব্যাটিং (২৬ বলে ৪২*) প্রশংসা কুড়িয়েছে। তবে গতকাল হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হেসেছেন জয়ের হাসিতে। আর এ দিনেই তিনি পেলেন একটা দুঃসংবাদ। আঙুলের চোটে পড়ে সোহানের জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেছে তাঁর।
মাঝ রাতে বিসিবিও এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। কিপিং করার সময়ে সোহান বাঁ হাতের তর্জনিতে চোট পেয়েছেন। যদিও গতকালকের ম্যাচে তাঁকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি এত বড় চোট পেয়েছেন। ফিল্ডিংয়ের পুরোটা সময়েই কিপিং করে গেছেন। জিম্বাবুয়ের দেওয়া ১৩৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে জিতে যাওয়ায় ২৮ বছর বয়সী উইকেটকিপারের আর ব্যাটিং করার প্রয়োজন পড়েনি।
বিসিবি জানায়, সোহানের আঙুলে চিড় ধরেছে। এতে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। ফলে সোহানের জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেল। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে প্রথম জয়ের পরই চোটে পড়ে চিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ সোহানের। তবে এ নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে গতকাল রাতে ফোনে কিছু বলতে চাইলেন না তিনি। শুধু এতটুকু বললেন, 'আমরা (শেষ ম্যাচে) জিতব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন।'
সোহান চোটে পড়ায় আপাতত কোনো বিকল্প খেলোয়াড় অন্তর্ভুক্ত করার চিন্তা নেই নির্বাচকদের। তবে আগামীকাল ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য বিকল্প অধিনায়ককে খুঁজতে হচ্ছে বাংলাদেশকে। এক্ষেত্রে লিটন দাস হতে পারেন তাদের সেরা বিকল্প।
অধিনায়ক হিসেবে গত পরশু নুরুল হাসান সোহানের শুরুটা জয় দিয়ে না হলেও তাঁর দুর্দান্ত ব্যাটিং (২৬ বলে ৪২*) প্রশংসা কুড়িয়েছে। তবে গতকাল হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হেসেছেন জয়ের হাসিতে। আর এ দিনেই তিনি পেলেন একটা দুঃসংবাদ। আঙুলের চোটে পড়ে সোহানের জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেছে তাঁর।
মাঝ রাতে বিসিবিও এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। কিপিং করার সময়ে সোহান বাঁ হাতের তর্জনিতে চোট পেয়েছেন। যদিও গতকালকের ম্যাচে তাঁকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি এত বড় চোট পেয়েছেন। ফিল্ডিংয়ের পুরোটা সময়েই কিপিং করে গেছেন। জিম্বাবুয়ের দেওয়া ১৩৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে জিতে যাওয়ায় ২৮ বছর বয়সী উইকেটকিপারের আর ব্যাটিং করার প্রয়োজন পড়েনি।
বিসিবি জানায়, সোহানের আঙুলে চিড় ধরেছে। এতে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। ফলে সোহানের জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেল। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে প্রথম জয়ের পরই চোটে পড়ে চিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ সোহানের। তবে এ নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে গতকাল রাতে ফোনে কিছু বলতে চাইলেন না তিনি। শুধু এতটুকু বললেন, 'আমরা (শেষ ম্যাচে) জিতব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন।'
সোহান চোটে পড়ায় আপাতত কোনো বিকল্প খেলোয়াড় অন্তর্ভুক্ত করার চিন্তা নেই নির্বাচকদের। তবে আগামীকাল ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য বিকল্প অধিনায়ককে খুঁজতে হচ্ছে বাংলাদেশকে। এক্ষেত্রে লিটন দাস হতে পারেন তাদের সেরা বিকল্প।
বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করতে হতো রিয়াল মাদ্রিদকে। এক যুগের বেশি সময় ধরে রিয়ালের আতঙ্কই যেন ছিলেন আর্জেন্টাইন সুপার স্টার। সেটি এখন অতীত। কিন্তু হালের তারকা হুলিয়ান আলভারেজও...
৮ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে গতকাল ভারতের কাছে ৪ উইকেটে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথ শোনালেন বিদায়ের সুর। ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম...
২ ঘণ্টা আগেলাহোরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। তবে কিউইদের বিপক্ষে পরিসংখ্যান এগিয়ে রাখছে প্রোটিয়াদের। এর আগে সব মিলিয়ে ৭৩ ওয়ানডেতে দেখা হয়েছিল দুই দলের। দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লাই ভারী—৪২ জয়ের বিপরীতে ২৬ ম্যাচে হার। পরিত্যক্ত হয়েছে ৫ ম্যাচ।
২ ঘণ্টা আগেপ্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত।
৩ ঘণ্টা আগে