Ajker Patrika

দুঃসংবাদ নিয়েই ভারতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নেমেছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩: ৪০
১৩ উইকেট নিয়ে পুনেতে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন মিচেল স্যান্টনার (সবার বাঁয়ে)। তাঁকেই আজ মুম্বাইতে পাচ্ছে না নিউজিল্যান্ড। ছবি: এএফপি
১৩ উইকেট নিয়ে পুনেতে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন মিচেল স্যান্টনার (সবার বাঁয়ে)। তাঁকেই আজ মুম্বাইতে পাচ্ছে না নিউজিল্যান্ড। ছবি: এএফপি

নিউজিল্যান্ডের কাছে প্রথম দুই টেস্ট হেরে আগেই সিরিজ খুইয়েছে ভারত। বেঙ্গালুরু, পুনে দুই ভেন্যুর কোনোটিতেই পাত্তা পায়নি স্বাগতিকেরা।মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ধবলধোলাইয়ের লক্ষ্যে নেমেছে নিউজিল্যান্ড। ম্যাচটা নিউজিল্যান্ড খেলছে এক দুঃসংবাদকে সঙ্গী করে।

ভারতকে ধবলধোলাই করার মিশনে নিউজিল্যান্ড একাদশে দুটি পরিবর্তন এনেছে। মিচেল স্যান্টনার পাঁজরের চোটে পড়ায় ছিটকে গেছেন। সাউদিও বাদ পড়েছেন শেষ টেস্টের একাদশ থেকে। ওয়াংখেড়েতে আজ টসের সময় সেটা জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। স্যান্টনার, সাউদির পরিবর্তে একাদশে এসেছেন ইশ সোধি ও ম্যাট হেনরি। ছিটকে যাওয়া স্যান্টনারই ভারতের মাঠে নিউজিল্যান্ডের প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের নায়ক। পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন স্যান্টনার। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৭ ও ৬ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

সিরিজের তৃতীয় টেস্টে জসপ্রীত বুমরা না-ও খেলতে পারেন-এমন খবর গত রাতে ভারতীয় গণমাধ্যমগুলোতে চাউর হয়ে যায়। কারণ ওয়াংখেড়েতে অনুশীলন সেশনে এক ওভার বোলিংও করেননি তিনি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ওয়াংখেড়েতে আজ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টসের সময় জানালেন, বুমরা অসুস্থ থাকায় খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে খেলবেন মোহাম্মদ সিরাজ। ভারতের তৃতীয় টেস্টের একাদশে একটিই পরিবর্তন।

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বুমরা এখন পর্যন্ত নিয়েছেন ৪৫ উইকেট। খেলেছেন ১০ টেস্ট। যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা তাঁর ভালো যাচ্ছিল না। দুই টেস্ট মিলে নিয়েছেন ৩ উইকেট। যেখানে পুনেতে সবশেষ টেস্টে কোনো উইকেটই পাননি।

টস জিতে মুম্বাইয়েও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়খ লাথাম। কিউইরা ৯.২ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ৩৩ রান করে। একমাত্র উইকেটটি পেয়েছেন আকাশ দীপ। ৪ রান করা ডেভন কনওয়েকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আকাশ দীপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত