ক্রীড়া ডেস্ক
ফিফটি করে ওয়ানডে সংস্করণের প্রত্যাবর্তনটা রাঙিয়েছিলেন বেন স্টোকস। গতকাল তো আরও দুর্দান্ত এক ইনিংসই খেললেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংস খেলার রেকর্ড।
রেকর্ডটি গড়ার পথে স্টোকস পেছনে ফেলেছেন জেসন রয়ের ১৮০ রানের ইনিংসকে। ম্যাচ শেষে তাই সতীর্থের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সঙ্গে অবসর ভেঙে ওয়ানডেতে ফেরা নিয়েও কথা বলেছেন তিনি। ৩২ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘ওপরে (ড্রেসিংরুমে) জেসের কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে, দারুণ খেলেছ। আমি বলেছি, দুঃখিত। মনে হয় না তার অতটা খারাপ লাগবে। সতীর্থ হিসেবে রেকর্ড গড়ায় তার খুশিই হওয়ার কথা।’
আর প্রত্যাবর্তনের বিষয়ে স্টোকস বলেছেন, ‘হাঁটুর বিষয়ে অনেক দিন ধরেই নানান প্রশ্ন শুনছি। তাই ওয়ানডে সংস্করণ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলাম। তবে জানতাম, এই ম্যাচগুলো এবং বিশ্বকাপে খেলব।’
স্টোকসের রেকর্ডের রাতে বড় জয়ও পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। স্টোকসের ১৮২ ও ডেভিড মালানের ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে তৃতীয় ওয়ানডেতে ৩৬৮ রান করে তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৭ রানে অলআউট হয় কিউইরা।
ম্যাচ জিততে না পারলেও রেকর্ড গড়েছেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ষষ্ঠবারের মতো ৫ উইকেট নিয়েছেন। কীর্তি গড়তে পেছনে ফেলেছেন কিংবদন্তি পেসার স্যার রিচার্ড হ্যাডলির নেওয়া পাঁচবারের কীর্তি। গতকাল জিততে না পারলেও আগামীকাল ম্যাচ জয়ের সুযোগ থাকছে বোল্টের, সঙ্গে দলকে সিরিজে সমতায় ফেরানোরও। সিরিজের শেষ ও চতুর্থ ওয়ানডে হবে লর্ডসে। গতকালের জয়ে ২–১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড।
ফিফটি করে ওয়ানডে সংস্করণের প্রত্যাবর্তনটা রাঙিয়েছিলেন বেন স্টোকস। গতকাল তো আরও দুর্দান্ত এক ইনিংসই খেললেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংস খেলার রেকর্ড।
রেকর্ডটি গড়ার পথে স্টোকস পেছনে ফেলেছেন জেসন রয়ের ১৮০ রানের ইনিংসকে। ম্যাচ শেষে তাই সতীর্থের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সঙ্গে অবসর ভেঙে ওয়ানডেতে ফেরা নিয়েও কথা বলেছেন তিনি। ৩২ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘ওপরে (ড্রেসিংরুমে) জেসের কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে, দারুণ খেলেছ। আমি বলেছি, দুঃখিত। মনে হয় না তার অতটা খারাপ লাগবে। সতীর্থ হিসেবে রেকর্ড গড়ায় তার খুশিই হওয়ার কথা।’
আর প্রত্যাবর্তনের বিষয়ে স্টোকস বলেছেন, ‘হাঁটুর বিষয়ে অনেক দিন ধরেই নানান প্রশ্ন শুনছি। তাই ওয়ানডে সংস্করণ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলাম। তবে জানতাম, এই ম্যাচগুলো এবং বিশ্বকাপে খেলব।’
স্টোকসের রেকর্ডের রাতে বড় জয়ও পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। স্টোকসের ১৮২ ও ডেভিড মালানের ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে তৃতীয় ওয়ানডেতে ৩৬৮ রান করে তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৭ রানে অলআউট হয় কিউইরা।
ম্যাচ জিততে না পারলেও রেকর্ড গড়েছেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ষষ্ঠবারের মতো ৫ উইকেট নিয়েছেন। কীর্তি গড়তে পেছনে ফেলেছেন কিংবদন্তি পেসার স্যার রিচার্ড হ্যাডলির নেওয়া পাঁচবারের কীর্তি। গতকাল জিততে না পারলেও আগামীকাল ম্যাচ জয়ের সুযোগ থাকছে বোল্টের, সঙ্গে দলকে সিরিজে সমতায় ফেরানোরও। সিরিজের শেষ ও চতুর্থ ওয়ানডে হবে লর্ডসে। গতকালের জয়ে ২–১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
১৫ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে