ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই দেখা গেল ঝামেলা। দুই দলই শুনেছে দুঃসংবাদ। ওয়ানডে সিরিজ শুরুর আগে তারকা খেলোয়াড়দের হারিয়েছে দল দুটি।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর পরিবর্তে সিরিজে ডাক পেয়েছেন দুশান হেমন্ত। তিনিও লেগ স্পিনিং অলরাউন্ডার। ওয়ানডেতে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে হেমন্ত নিয়েছেন ২ উইকেট। ইকোনমি ৫.৫১। ব্যাটিংয়ে ১৯.৫ গড়ে করেছেন ৩৯ রান। ওয়ানডে সিরিজে কিউইরা পাচ্ছে না লকি ফার্গুসনকে। তিনি কাফ ইঞ্জুরিতে পড়ে বাদ পড়েছেন। কিউই তারকা পেসারের পরিবর্তে ওয়ানডে দলে এসেছেন অ্যাডাম মিলনে।
হাসারাঙ্গা বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পরশু রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ডাম্বুলায় সেদিন বোলিংয়ের সময়ই কাতড়াতে দেখা যায় শ্রীলঙ্কার এই লেগস্পিনারকে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তিনি। ৪.৬২ ইকোনমিই প্রমাণ করে তাঁকে খেলতে কিউইদের কতটা বেগ পেতে হয়েছে। ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন দ্বিতীয় ম্যাচেই। ফার্গুসন হ্যাটট্রিক করেছেন এই ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে করেছেন হ্যাটট্রিক। তাঁর কীর্তি গড়ার দিনই ৫ রানে জিতে নিউজিল্যান্ড দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। ২ ওভারে ৭ রানে ৩ উইকেট নেওয়া ফার্গুসনের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।
হাসারাঙ্গার পরিবর্তে ডাক পাওয়া হেমন্ত নজর কাড়েন কদিন আগে শেষ হওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে।টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ উইকেট হেমন্ত নিয়েছিলেন ইমার্জিং টিমসের টুর্নামেন্টটিতে। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ৬.৫০ ইকোনমিতে বোলিং করেছিলেন। যেখানে ওমানের আল আমেরাতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ইমার্জিং টিমস এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানরা। অন্যদিকে ফার্গুসনের পরিবর্তে ডাক পাওয়া মিলনে নিউজিল্যান্ডের সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশেও ছিলেন। কিউইরা সবশেষ ওয়ানডে খেলেছে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর। নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে কিউইরা হেরেছিল ৯ উইকেটে।
ডাম্বুলায় আগামীকাল শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ম্যাচ ১৭ ও ১৯ নভেম্বর হবে পাল্লেকেলেতে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই দেখা গেল ঝামেলা। দুই দলই শুনেছে দুঃসংবাদ। ওয়ানডে সিরিজ শুরুর আগে তারকা খেলোয়াড়দের হারিয়েছে দল দুটি।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর পরিবর্তে সিরিজে ডাক পেয়েছেন দুশান হেমন্ত। তিনিও লেগ স্পিনিং অলরাউন্ডার। ওয়ানডেতে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে হেমন্ত নিয়েছেন ২ উইকেট। ইকোনমি ৫.৫১। ব্যাটিংয়ে ১৯.৫ গড়ে করেছেন ৩৯ রান। ওয়ানডে সিরিজে কিউইরা পাচ্ছে না লকি ফার্গুসনকে। তিনি কাফ ইঞ্জুরিতে পড়ে বাদ পড়েছেন। কিউই তারকা পেসারের পরিবর্তে ওয়ানডে দলে এসেছেন অ্যাডাম মিলনে।
হাসারাঙ্গা বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পরশু রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ডাম্বুলায় সেদিন বোলিংয়ের সময়ই কাতড়াতে দেখা যায় শ্রীলঙ্কার এই লেগস্পিনারকে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তিনি। ৪.৬২ ইকোনমিই প্রমাণ করে তাঁকে খেলতে কিউইদের কতটা বেগ পেতে হয়েছে। ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন দ্বিতীয় ম্যাচেই। ফার্গুসন হ্যাটট্রিক করেছেন এই ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে করেছেন হ্যাটট্রিক। তাঁর কীর্তি গড়ার দিনই ৫ রানে জিতে নিউজিল্যান্ড দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। ২ ওভারে ৭ রানে ৩ উইকেট নেওয়া ফার্গুসনের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।
হাসারাঙ্গার পরিবর্তে ডাক পাওয়া হেমন্ত নজর কাড়েন কদিন আগে শেষ হওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে।টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ উইকেট হেমন্ত নিয়েছিলেন ইমার্জিং টিমসের টুর্নামেন্টটিতে। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ৬.৫০ ইকোনমিতে বোলিং করেছিলেন। যেখানে ওমানের আল আমেরাতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ইমার্জিং টিমস এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানরা। অন্যদিকে ফার্গুসনের পরিবর্তে ডাক পাওয়া মিলনে নিউজিল্যান্ডের সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশেও ছিলেন। কিউইরা সবশেষ ওয়ানডে খেলেছে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর। নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে কিউইরা হেরেছিল ৯ উইকেটে।
ডাম্বুলায় আগামীকাল শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ম্যাচ ১৭ ও ১৯ নভেম্বর হবে পাল্লেকেলেতে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৩ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৫ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৭ ঘণ্টা আগে