Ajker Patrika

তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় কোচ

ক্রীড়া ডেস্ক
তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় কোচ

বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে ছিলেন তাসকিন আহমেদ। জাতীয় দলের হয়ে তো ছিলেনই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগেও। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশি পেসারের সেই ছন্দের দেখা পাওয়া যায়নি। এখন পর্যন্ত তিনি বিবর্ণই। 

তিন ম্যাচে মাত্র ২ উইকেট পেয়েছেন তাসকিন। ছন্দে না থাকলেও তাঁর দুর্দান্ত প্রশংসা করেছেন পরশ মামব্রে। ভারতীয় বোলিং কোচের মতে, তাসকিন কতটা ভালো পেসার তা সে ইতিমধ্যে দেখিয়েছে। বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি। 

ভারতীয় বোলিং কোচ মামব্রে বলেছেন, ‘সত্যি হচ্ছে, তাসকিন নিজেকে প্রমাণ করেছে। সর্বশেষ কয়েক বছর ধরেই তাকে দেখছি। আমি মনে করি বিশ্বের অন্যতম সেরা একজন পেসার সে। সে বাংলাদেশের মাটিতে বিভিন্ন পিচ, ভেন্যুতে ভালো পারফরম্যান্স করেছে এবং খেলেছে। সেখানে ভালো কিছু করার সহজ নয়। কারণ পিচ পেসারদের সহায়ক নয়। যাই করুক না কেন সে সত্যি ভালো বোলার।’ 

তাসকিনের সঙ্গে দুই অফ স্পিনার মেহেদীদেরও প্রশংসা করেছেন মামব্রে। তিনি বলেছেন, ‘আপনি যখন আন্তর্জাতিক অঙ্গনের সদস্য হবেন তখন অবশ্য দেশের হয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন। সেদিক থেকে অন্যরাও যথেষ্ট ভালো আছে। সঙ্গে তাদের স্পিনাররাও। তাসকিনের সঙ্গে দুই অফ স্পিনার মেহেদীরাও (মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসান) ভালো করেছে। তাদের ভালো স্কোয়াডের সঙ্গে দুর্দান্ত বোলিং আক্রমণ রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত