ক্রীড়া ডেস্ক
চমৎকার এক দিন কাটল বাংলাদেশের। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিন স্মরণীয় হয়ে থাকল নাজমুল হোসেন শান্তর জন্য। প্রথমবারের মতো বাংলাদেশকে মাঠে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাট হাতেও দলের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন পার করেছে বাংলাদেশ।
টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন শান্ত। অ্যাজাজ প্যাটলের করা দিনের শেষ ওভারের প্রথম বল মিড অফে ঠেলে ঠেলে দিয়ে তিন অঙ্কের ঘরে পা রেখে উদ্যাপনে মেতে উঠেন বাংলাদেশ অধিনায়ক। লাফিয়ে উঠে বাতাসে ব্যাট ছোড়েন। রেকর্ড গড়া সেঞ্চুরি বলে কথা! প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করলেন শান্ত।
প্রথম ইনিংসে দারুণ শুরুর পর ৩৭ রানে ফিরেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে কোনো ভুল করেননি। তাঁর এই সেঞ্চুরিটা এলো দলের দুঃসময়ে। দ্বিতীয় ইনিংসের শুরুতে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। জাকির হাসান (১৭) অ্যাজাজ প্যাটেলের বলে এলবিডব্লু হয়ে ফেরার পর স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতেই রানআউট হোন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় (৮)।
এরপর মুমিনুল হককে নিয়ে ৯০ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন শান্ত। ফিফটি থেকে ১০ রান দূরে থাকতে মুমিনুলও ফেরেন রানআউট হয়ে। শান্ত পথ হারাননি। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সঙ্গে বাধেন জুটি। তাঁদের অপরাজিত ৯৬ রানের জুটিতে দিন পার করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে করেছে ৩ উইকেটে ২১২ রান। লিড নিয়েছে ২০৫ রানের। শান্ত ১০৪ ও মুশফিক ৪৩ রান নিয়ে আগামীকাল চতুর্থদিন শুরু করবেন।
এর আগে আজ তৃতীয় দিন শুরু করে কিউইরা থামে ৩১৭ রানে। আগেরদিন ৮ উইকেটে ২৬৬ রান করেছিল তারা। আগেরদিনের অপরাজিত ব্যাটার কাইল জেমিসন ফিরলেও অধিনায়ক টিম সাউদির ৩৫ রানের সুবাদে তিনশো পেরোনো স্কোর পায় তারা। এগিয়ে যায় ১৭ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩১০ রানে।
চমৎকার এক দিন কাটল বাংলাদেশের। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিন স্মরণীয় হয়ে থাকল নাজমুল হোসেন শান্তর জন্য। প্রথমবারের মতো বাংলাদেশকে মাঠে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাট হাতেও দলের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন পার করেছে বাংলাদেশ।
টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন শান্ত। অ্যাজাজ প্যাটলের করা দিনের শেষ ওভারের প্রথম বল মিড অফে ঠেলে ঠেলে দিয়ে তিন অঙ্কের ঘরে পা রেখে উদ্যাপনে মেতে উঠেন বাংলাদেশ অধিনায়ক। লাফিয়ে উঠে বাতাসে ব্যাট ছোড়েন। রেকর্ড গড়া সেঞ্চুরি বলে কথা! প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করলেন শান্ত।
প্রথম ইনিংসে দারুণ শুরুর পর ৩৭ রানে ফিরেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে কোনো ভুল করেননি। তাঁর এই সেঞ্চুরিটা এলো দলের দুঃসময়ে। দ্বিতীয় ইনিংসের শুরুতে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। জাকির হাসান (১৭) অ্যাজাজ প্যাটেলের বলে এলবিডব্লু হয়ে ফেরার পর স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতেই রানআউট হোন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় (৮)।
এরপর মুমিনুল হককে নিয়ে ৯০ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন শান্ত। ফিফটি থেকে ১০ রান দূরে থাকতে মুমিনুলও ফেরেন রানআউট হয়ে। শান্ত পথ হারাননি। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সঙ্গে বাধেন জুটি। তাঁদের অপরাজিত ৯৬ রানের জুটিতে দিন পার করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে করেছে ৩ উইকেটে ২১২ রান। লিড নিয়েছে ২০৫ রানের। শান্ত ১০৪ ও মুশফিক ৪৩ রান নিয়ে আগামীকাল চতুর্থদিন শুরু করবেন।
এর আগে আজ তৃতীয় দিন শুরু করে কিউইরা থামে ৩১৭ রানে। আগেরদিন ৮ উইকেটে ২৬৬ রান করেছিল তারা। আগেরদিনের অপরাজিত ব্যাটার কাইল জেমিসন ফিরলেও অধিনায়ক টিম সাউদির ৩৫ রানের সুবাদে তিনশো পেরোনো স্কোর পায় তারা। এগিয়ে যায় ১৭ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩১০ রানে।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে