বাংলাদেশের হারের পর ইমরুলের রহস্যময় পোস্ট

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ মে ২০২৪, ১৬: ৪৩
Thumbnail image

হিউস্টনে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারের পরই তুমুল সমালোচনা বাংলাদেশ দলকে নিয়ে। একই মাঠে গত রাতে সিরিজও খুইয়েছেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের টানা ব্যর্থতায় সামাজিক মাধ্যম যথারীতি ভরে উঠেছে ব্যঙ্গ-বিদ্রুপে। তাতে আছে ইমরুল কায়েসের একটি রহস্যময় পোস্টও।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গত রাতে হিউস্টনে সমতায় ফেরার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের কাছে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ তিন ওভারে বাংলাদেশের দরকার ছিল ২১ রান। হাতে তখনো ছিল ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। শান্তদের এমন হার যে অবাক করে দিয়েছে ভক্ত-সমর্থকসহ ইমরুলকেও। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ইমরুল। কোনো কিছু না লিখে কয়েকটি ইমোজিতে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। দিয়েছেন চুপ থাকা ও ক্ষমা প্রকাশের ইমোজি। বাংলাদেশ সময় রাত ১২টা ৩৯ মিনিটে পোস্ট দেওয়ার পর সকাল ৯টা ৪৩ মিনিট পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ১ লাখেরও বেশি। ১৮ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। স্বাভাবিকভাবেই সেখানে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের তির্যক মন্তব্য ছিল বেশি। শেয়ার হয়েছে ৭ হাজারেরও বেশি। 

যুক্তরাষ্ট্রের কাছে হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। এই সিরিজের পরই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এমন হারে হতাশা প্রকাশ করেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা মিডল ওভারে উইকেট হারিয়েছি। এ কারণেই আমার মতে ম্যাচটা আমরা হেরে গেছি। স্কিলে সমস্যা নেই। মানসিকতা অবশ্যই বদলানো দরকার। গত দুই ম্যাচে ভালো খেলিনি।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত