ক্রীড়া ডেস্ক
হিউস্টনে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারের পরই তুমুল সমালোচনা বাংলাদেশ দলকে নিয়ে। একই মাঠে গত রাতে সিরিজও খুইয়েছেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের টানা ব্যর্থতায় সামাজিক মাধ্যম যথারীতি ভরে উঠেছে ব্যঙ্গ-বিদ্রুপে। তাতে আছে ইমরুল কায়েসের একটি রহস্যময় পোস্টও।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গত রাতে হিউস্টনে সমতায় ফেরার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের কাছে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ তিন ওভারে বাংলাদেশের দরকার ছিল ২১ রান। হাতে তখনো ছিল ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। শান্তদের এমন হার যে অবাক করে দিয়েছে ভক্ত-সমর্থকসহ ইমরুলকেও। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ইমরুল। কোনো কিছু না লিখে কয়েকটি ইমোজিতে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। দিয়েছেন চুপ থাকা ও ক্ষমা প্রকাশের ইমোজি। বাংলাদেশ সময় রাত ১২টা ৩৯ মিনিটে পোস্ট দেওয়ার পর সকাল ৯টা ৪৩ মিনিট পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ১ লাখেরও বেশি। ১৮ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। স্বাভাবিকভাবেই সেখানে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের তির্যক মন্তব্য ছিল বেশি। শেয়ার হয়েছে ৭ হাজারেরও বেশি।
যুক্তরাষ্ট্রের কাছে হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। এই সিরিজের পরই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এমন হারে হতাশা প্রকাশ করেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা মিডল ওভারে উইকেট হারিয়েছি। এ কারণেই আমার মতে ম্যাচটা আমরা হেরে গেছি। স্কিলে সমস্যা নেই। মানসিকতা অবশ্যই বদলানো দরকার। গত দুই ম্যাচে ভালো খেলিনি।’
আরও পড়ুন:
হিউস্টনে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারের পরই তুমুল সমালোচনা বাংলাদেশ দলকে নিয়ে। একই মাঠে গত রাতে সিরিজও খুইয়েছেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের টানা ব্যর্থতায় সামাজিক মাধ্যম যথারীতি ভরে উঠেছে ব্যঙ্গ-বিদ্রুপে। তাতে আছে ইমরুল কায়েসের একটি রহস্যময় পোস্টও।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গত রাতে হিউস্টনে সমতায় ফেরার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের কাছে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ তিন ওভারে বাংলাদেশের দরকার ছিল ২১ রান। হাতে তখনো ছিল ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। শান্তদের এমন হার যে অবাক করে দিয়েছে ভক্ত-সমর্থকসহ ইমরুলকেও। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ইমরুল। কোনো কিছু না লিখে কয়েকটি ইমোজিতে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। দিয়েছেন চুপ থাকা ও ক্ষমা প্রকাশের ইমোজি। বাংলাদেশ সময় রাত ১২টা ৩৯ মিনিটে পোস্ট দেওয়ার পর সকাল ৯টা ৪৩ মিনিট পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ১ লাখেরও বেশি। ১৮ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। স্বাভাবিকভাবেই সেখানে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের তির্যক মন্তব্য ছিল বেশি। শেয়ার হয়েছে ৭ হাজারেরও বেশি।
যুক্তরাষ্ট্রের কাছে হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। এই সিরিজের পরই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এমন হারে হতাশা প্রকাশ করেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা মিডল ওভারে উইকেট হারিয়েছি। এ কারণেই আমার মতে ম্যাচটা আমরা হেরে গেছি। স্কিলে সমস্যা নেই। মানসিকতা অবশ্যই বদলানো দরকার। গত দুই ম্যাচে ভালো খেলিনি।’
আরও পড়ুন:
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১২ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৩ ঘণ্টা আগে