Ajker Patrika

তামিমের দৃষ্টিতে কোহলি-রোহিতের মতোই ‘কিংবদন্তি’ অশ্বিন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ০২
তামিমের দৃষ্টিতে কোহলি-রোহিতের মতোই ‘কিংবদন্তি’ অশ্বিন

সময়ের ব্যবধানে কত কিছুই না পাল্টে যায়! যে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনদের বিপক্ষে একসময় খেলেছেন তামিম ইকবাল, সেই তামিম এবার তাঁদের পারফরম্যান্স বিশ্লেষণ করছেন। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অশ্বিন যা খেলেছেন, তাতে রীতিমতো মুগ্ধ তামিম।

চেন্নাইয়ে গতকাল চার দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২৮০ রানের জয় পেয়েছে ভারত। স্বাগতিকদের এই বিশাল জয়ে ১১৩ রান ও ৬ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন অশ্বিন। টেস্ট ইতিহাসে ৩৭ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়ে অশ্বিন বসেছেন শেন ওয়ার্নের পাশে। অশ্বিনের প্রশংসা করতে গিয়ে রোহিত-কোহলিদের নামও উল্লেখ করেছেন তামিম। জিও সিনেমায় বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘সে (অশ্বিন) যা করেছে, সত্যিই অসাধারণ। স্বীকৃত ব্যাটারের মতো ব্যাটিং করেছে। আমি ভিন্ন দেশ থেকে এসেছি। সব সময় বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে শুনি। তবে আমার দৃষ্টিতে রবিচন্দ্রন অশ্বিনও সমান।’

অশ্বিন যখন সেঞ্চুরি করেন, তখন ভারত পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত ৬ উইকেটে ১৪৪ রানে পরিণত হয়। সেখান থেকে সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে ১৯৯ রানের জুটি গড়তে অবদান রেখেছেন অশ্বিন। ঘরের মাঠ চেন্নাইয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।  অশ্বিনের তুলনায় কোহলি-রোহিতকে বেশ বিবর্ণ লেগেছে। চেন্নাইয়ে দুই তারকা ব্যাটারের চার ইনিংস মিলে রান ৩৪। অশ্বিন-কোহলিদের নিয়ে তামিম বলেন, ‘কেউ যখন ভালো করে, মানে সেঞ্চুরি করে, ৫ থেকে ৬টা উইকেট পায়, তখনই কথা বলি। তবে ভারতীয় দলে তাদের (কোহলি, রোহিত, অশ্বিন) অবদান অপরিসীম। এটা (অশ্বিনের অবদান) রোহিত-বিরাট কোহলিদের মতোই বড়।’

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরই প্রশংসায় ভাসছেন অশ্বিন। ভারতীয় এই স্পিনারের প্রশংসা করতে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন অধিনায়ক রোহিত। অশ্বিনের প্রশংসা করে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, ‘৩৭ বার ইনিংসে ৫ উইকেট। ৬ সেঞ্চুরি। যদি আরও উন্নতি হয়, তাহলে অশ্বিন কিংবদন্তিদের তালিকায় চলে যাবে।’ ভারতীয় এই ধারাভাষ্যকার অশ্বিনকে ট্যাগ দিয়েছেন তাঁর পোস্টে। 
আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত