অ্যাশেজ নিয়ে ন্যাটো সামিটে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর খুনসুটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১৩: ৪৪
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৪: ০৭

লর্ডসে জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে কিছুদিন আগে একরকম ‘যুদ্ধ’ হলো অ্যাশেজে, যার আঁচ লেগেছিল যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের গাঁয়েও। টুইটারে একে অপরের জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অ্যান্থনি আলবানিজ।

মাঝে হেডিংলি টেস্ট শেষ হলেও বেয়ারস্টোর আউট নিয়ে যেন খোঁচাখুঁচি শেষ হয়নি দুই প্রধানমন্ত্রীর। তা না হলে কেন ন্যাটো সামিটে গিয়েও অ্যাশেজ নিয়ে মজা করছেন সুনাক ও আলবানিজ। লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে গিয়ে অ্যাশেজের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ছবিতে তুলে ধরেছেন তাঁরা।

অ্যান্থনি আলবানিজের শেয়ার করা ডিভিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত ফাইল থেকে এখন পর্যন্ত হওয়া অ্যাশেজের ফল ২–১ দেখাচ্ছেন। এর পাল্টা জবাব দিতে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সুনাক ক্রিস ওকস ও মার্ক উডের উদ্‌যাপনের ছবি দেখিয়েছেন। তবে এর পরেই বিতর্কিত আউট সামনে নিয়ে আসেন আলবানিজ। তবে বেয়ারস্টোর আউটের ছবি দেখানোর সময় অবশ্য তিনি বলে নেন যে, ‘আমি সত্যি এবার উত্তেজিত করার চেষ্টা করছি।’

বেয়ারস্টোর ছবি দেখানোর সময় হাসিতে ফেটে পড়েন সুনাক। আর আলবানিজ পা দিয়ে দাগ টেনে দেখিয়ে দেন দাগের বাইরে গিয়ে ইংল্যান্ড উইকেটরক্ষকের দাঁড়িয়ে থাকার দৃশ্যটি। এই ছবির বিপরীতে কোনো ছবি দেখাতে না পারলেও সুনাক মুখে একটা জবাব দেন। তিনি বলেছেন, ‘দুঃখিত, আমি স্যান্ডপেপার সঙ্গে নিয়ে আসিনি।’

 ২০১৮ সালের বল টেম্পারিংয়ের কেলেঙ্কারি বোঝাতে স্যান্ডপেপারের কাহিনি তুলে ধরেছেন সুনাক। অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক ও সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার স্যান্ডপেপার দিয়ে বল ঘষে নিষিদ্ধ হয়েছিলেন। দুই সতীর্থের সঙ্গে সে সময় ক্যামেরন ব্যানক্রফটও নিষিদ্ধ হয়েছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত