Ajker Patrika

৫০ ওভারের ক্রিকেটে ৪৫০ রানে হারল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
৫০ ওভারের ক্রিকেটে ৪৫০ রানে হারল আর্জেন্টিনা

ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বের জনপ্রিয় এই খেলায় শক্তিশালী হলেও ক্রিকেট পুঁচকে এক দল। যার প্রমাণ পাওয়া গেছে আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৪৫০ রানের বিশাল ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ৫১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানেই অলআউট হয় তারা। মাত্র ১৯.৫ ওভার টিকতে পারে আলবিসেলেস্তেরা। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন থিও ভ্রুগদেনহিল। আর্জেন্টিনাকে এত কম রানে অলআউট করতে দুর্দান্ত বোলিং করেছেন আরিয়ান নডকারনি। ২১ রানে ৬ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের সেরা বোলার তিনি।

এর আগে ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫১৫ রান করে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে দলীয় ৫০০ রানের স্কোর না থাকলেও বয়স ভিত্তিক দলে যুক্তরাষ্ট্র মাইলফলক স্পর্শ করেছে। উদ্বোধনী জুটিতে ১১৫ রান তোলেন প্রণব শেঠিপালায়ম ও ভাব্য মেহথার। সতীর্থ ৬১ রানে আউট হলেও সেঞ্চুরি করেছেন মেহথা। ১৩৬ রান করেছেন এই ওপেনার।

ব্যাটিংয়ে তিনি নেমে সেঞ্চুরি করেছেন ঋষি রমেশও। মাত্র ৫৯ বলে কাটায় কাটায় ১০০ রান করেছেন দলের অধিনায়ক। এ ছাড়া ৬৭ রানের ইনিংস খেলেছেন অর্জুন মহেশ। দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন আমোগ আরেপাল্লি ও উৎকর্ষ শ্রীবাস্তব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত