ক্রীড়া ডেস্ক
অখেলোয়াড়ি আচরণের জন্য নিষেধাজ্ঞায় পড়া নতুন নয় সাকিব আল হাসানের জন্য। তবে যে বোলিং তাঁকে খ্যাতি এনে দিয়েছে, সেটির জন্য কখনো এমন সমস্যায় পড়বেন হয়তো তিনিও নিজেও ভাবেননি। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য যে আজ ইসিবির (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) সব ধরনের প্রতিযোগিতা থেকে বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার!
প্রায় ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়েছেন সাকিব। তবে এবারই এমন কঠিন মুহূর্তে পড়লেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর খেলতে পারছেন না জাতীয় দলের হয়ে। আর এবার পড়লেন বোলিং নিষেধাজ্ঞায়। ৩৭ বছর বয়সী তারকা কি ক্যারিয়ারের বাকিটা সময় আর স্বস্তিতে খেলে যেতে পারবেন? সেই প্রশ্নই উঠছে এখন।
এখন যে টুর্নামেন্টেই খেলতে যাক না সাকিব, আম্পায়াররা কি তাঁর বোলিংকে সন্দেহের চোখে দেখবেন না? তবে তেমন কিছু হবে বলে মনে করেন না নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এ নিয়ে আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমার ধারণা ওই নির্দিষ্ট সময়ে হয়তো সমস্যা হয়েছে, তবে এখন যেখানে বোলিং করছে সেখানে সমস্যা নেই, আর কেউ ধরছে না।’ কী কারণে সাকিব ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উতরাতে পারলেন না এ নিয়ে তিনি বলেছেন, ‘টায়ার্ড (ক্লান্ত) অবস্থা এ রকম হতে পারে।’
সাকিবের ছোটবেলার কোচ ফাহিম। শিষ্যকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। ক্রিকেটে এত বছর কাটানোর পর ক্যারিয়ারের সায়াহ্নে এসে প্রশ্নবিদ্ধ বোলিং—স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সাকিবের আগে এমন কোনো সমস্যা ছিল কিনা এ নিয়ে। তবে এমন কিছু মনে করছেন না ফাহিম, ‘সারা জীবন বোলিং করল (সাকিব), সমস্যা থাকলে তো অনেক আগেই ধরা পড়ত। তবে হ্যাঁ, এ কারণে ওর দিকে সবার কিছুটা চোখ থাকবে হয়তো।’
বিসিবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ নাসু বিসিবি বোলিং অ্যাকশন রিভিউ কমিটি তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ বিবেচিত হওয়া নিয়ে তিনি বলেছেন, ‘এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। তবে তার বোলিং নিষিদ্ধ হওয়াটা হাস্যকর ঘটনা। এত বছর ক্রিকেট খেলছে। এত আন্তর্জাতিক ম্যাচ খেলছে। সাকিব দেশে আসতে পারছে না। তবে আমি সাকিবকে সাহায্য করেছি বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়া নিয়ে। ইংল্যান্ডের “সেন্টার অব এক্সিলেন্স” নামে যে ল্যাব রয়েছে সেখানে সাকিব পরীক্ষায় দিয়েছে ১৪-১৫ দিন আগে। পরীক্ষার দেওয়ার আগে আমাদের সঙ্গে কিছু ব্যাপারে অনেক আলাপ হয়েছে। সাকিব পরীক্ষাও ভালোভাবে দিয়েছে বলেই জানি। হুট করে বোলিং নিষিদ্ধ। এতো বড়, এত ম্যাচ খেলা ক্রিকেটার অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে। তবে যেহেতু তারা দোষ খুঁজে পেয়েছে। সাকিবকে আবারও পরীক্ষা দিতে হবে। এ ছাড়া তো আর উপায় নেই।’
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সমারসেটের হয়ে ম্যাচটিতে বেশ দারুণ বলও করেছিলেন তিনি। কিন্তু তাঁর সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট দেন আম্পায়াররা। এরপর জানা যায়, সাকিবকে বোলিংয়ের পরীক্ষা দিতে হবে। সাকিব এই মাসের শুরুতে লাফবরো বিশ্ববিদ্যালয়ে তাঁর বোলিং পরীক্ষা দেন। যেখানে দেখা গেছে, বোলিং অ্যাকশনে কনুইয়ের প্রসারণ সর্বোচ্চ ১৫ ডিগ্রি বাঁকানোর যে সীমা আছে সেটি অতিক্রম করেছেন তিনি। যেদিন মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ, এ বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে সাকিবের এই নিষেধাজ্ঞা। তবে এরপর আবারও পরীক্ষা দিতে পারবেন তিনি। পুনর্মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসিবির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বাংলাদেশি তারকা।
সাকিব পরবর্তী বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন চেন্নাই। বর্তমানে লঙ্কা টি-টেন সুপার লিগে খেলতে শ্রীলঙ্কায় আছেন তিনি। সেখান থেকেই হয়তো যাবেন চেন্নাইয়ে।
অখেলোয়াড়ি আচরণের জন্য নিষেধাজ্ঞায় পড়া নতুন নয় সাকিব আল হাসানের জন্য। তবে যে বোলিং তাঁকে খ্যাতি এনে দিয়েছে, সেটির জন্য কখনো এমন সমস্যায় পড়বেন হয়তো তিনিও নিজেও ভাবেননি। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য যে আজ ইসিবির (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) সব ধরনের প্রতিযোগিতা থেকে বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার!
প্রায় ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়েছেন সাকিব। তবে এবারই এমন কঠিন মুহূর্তে পড়লেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর খেলতে পারছেন না জাতীয় দলের হয়ে। আর এবার পড়লেন বোলিং নিষেধাজ্ঞায়। ৩৭ বছর বয়সী তারকা কি ক্যারিয়ারের বাকিটা সময় আর স্বস্তিতে খেলে যেতে পারবেন? সেই প্রশ্নই উঠছে এখন।
এখন যে টুর্নামেন্টেই খেলতে যাক না সাকিব, আম্পায়াররা কি তাঁর বোলিংকে সন্দেহের চোখে দেখবেন না? তবে তেমন কিছু হবে বলে মনে করেন না নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এ নিয়ে আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমার ধারণা ওই নির্দিষ্ট সময়ে হয়তো সমস্যা হয়েছে, তবে এখন যেখানে বোলিং করছে সেখানে সমস্যা নেই, আর কেউ ধরছে না।’ কী কারণে সাকিব ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উতরাতে পারলেন না এ নিয়ে তিনি বলেছেন, ‘টায়ার্ড (ক্লান্ত) অবস্থা এ রকম হতে পারে।’
সাকিবের ছোটবেলার কোচ ফাহিম। শিষ্যকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। ক্রিকেটে এত বছর কাটানোর পর ক্যারিয়ারের সায়াহ্নে এসে প্রশ্নবিদ্ধ বোলিং—স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সাকিবের আগে এমন কোনো সমস্যা ছিল কিনা এ নিয়ে। তবে এমন কিছু মনে করছেন না ফাহিম, ‘সারা জীবন বোলিং করল (সাকিব), সমস্যা থাকলে তো অনেক আগেই ধরা পড়ত। তবে হ্যাঁ, এ কারণে ওর দিকে সবার কিছুটা চোখ থাকবে হয়তো।’
বিসিবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ নাসু বিসিবি বোলিং অ্যাকশন রিভিউ কমিটি তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ বিবেচিত হওয়া নিয়ে তিনি বলেছেন, ‘এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। তবে তার বোলিং নিষিদ্ধ হওয়াটা হাস্যকর ঘটনা। এত বছর ক্রিকেট খেলছে। এত আন্তর্জাতিক ম্যাচ খেলছে। সাকিব দেশে আসতে পারছে না। তবে আমি সাকিবকে সাহায্য করেছি বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়া নিয়ে। ইংল্যান্ডের “সেন্টার অব এক্সিলেন্স” নামে যে ল্যাব রয়েছে সেখানে সাকিব পরীক্ষায় দিয়েছে ১৪-১৫ দিন আগে। পরীক্ষার দেওয়ার আগে আমাদের সঙ্গে কিছু ব্যাপারে অনেক আলাপ হয়েছে। সাকিব পরীক্ষাও ভালোভাবে দিয়েছে বলেই জানি। হুট করে বোলিং নিষিদ্ধ। এতো বড়, এত ম্যাচ খেলা ক্রিকেটার অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে। তবে যেহেতু তারা দোষ খুঁজে পেয়েছে। সাকিবকে আবারও পরীক্ষা দিতে হবে। এ ছাড়া তো আর উপায় নেই।’
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সমারসেটের হয়ে ম্যাচটিতে বেশ দারুণ বলও করেছিলেন তিনি। কিন্তু তাঁর সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট দেন আম্পায়াররা। এরপর জানা যায়, সাকিবকে বোলিংয়ের পরীক্ষা দিতে হবে। সাকিব এই মাসের শুরুতে লাফবরো বিশ্ববিদ্যালয়ে তাঁর বোলিং পরীক্ষা দেন। যেখানে দেখা গেছে, বোলিং অ্যাকশনে কনুইয়ের প্রসারণ সর্বোচ্চ ১৫ ডিগ্রি বাঁকানোর যে সীমা আছে সেটি অতিক্রম করেছেন তিনি। যেদিন মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ, এ বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে সাকিবের এই নিষেধাজ্ঞা। তবে এরপর আবারও পরীক্ষা দিতে পারবেন তিনি। পুনর্মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসিবির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বাংলাদেশি তারকা।
সাকিব পরবর্তী বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন চেন্নাই। বর্তমানে লঙ্কা টি-টেন সুপার লিগে খেলতে শ্রীলঙ্কায় আছেন তিনি। সেখান থেকেই হয়তো যাবেন চেন্নাইয়ে।
সবশেষ চার সিরিজের মধ্যে তিনবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। তিনটিই হয়েছে দক্ষিণ আফ্রিকার মাঠে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে এবার পাকিস্তান করল নতুন ইতিহাস। ২২ বছরের চেষ্টায় সফল হয়েছে এশিয়ার দলটি।
১২ মিনিট আগে২০১৬ সালের আগস্টের দিকে মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনে ১০ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। কিন্তু আট বছরেই সেই ফ্লাডলাইটে ত্রুটি ধরা পড়েছে। আর ফ্লাডলাইটে ত্রুটির কারণে আজ শুরু হওয়া বিজয় দিবস হকি টুর্নামেন্টের ম্যাচগুলো দিবারাত্রিতে আয়োজন করতে পারছে না ফেডারেশন।
৪২ মিনিট আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে হাইব্রিড মডেলের সমাধান কদিন আগেই করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার জানা গেল ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। যার মধ্যে থাকছে বাংলাদেশের ম্যাচও।
১ ঘণ্টা আগেচেহারায় হতাশার ছাপ নিয়ে আবারও মাঠ ছাড়লেন আবদুল্লাহ শফিক। দক্ষিণ আফ্রিকা সফরে টানা ওয়ানডেতে শূন্য রানে আউট হলেন পাকিস্তানের ওপেনার। তিন শূন্যয় নামটাও তাঁর উঠে গেছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড বইয়ে।
১২ ঘণ্টা আগে