মিরপুরে তৃতীয় দিনের খেলা শুরু হবে কখন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১: ৩৯
Thumbnail image

মিরপুরে বৃষ্টি থেমেছে। উইকেট থেকে সরানো হয়েছে কাভার। এখন চলছে মাঠ শুকানোর কাজ। তবে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ এখনো মেঘে ভারী হয়ে আছে। তৃতীয় দিনের খেলা কখন শুরু হবে তা জানতে বেলা ১১টায় আবারও মাঠ পরিদর্শন করেন ম্যাচ অফিসিয়ালরা। খেলা শুরু হবে বেলা ১২টায়।

খেলোয়াড়েরাও মাঠে নেট টানিয়ে ব্যাটিং অনুশীলন করছেন। আজও সকাল ৯টা ১৫ মিনিট থেকে খেলা শুরু করার কথা ছিল। ভেজা মাঠ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তবে আকাশ ভারী হলেও এখন নেই বৃষ্টি।

গতকাল দ্বিতীয় দিনও সকাল সোয়া ৯টা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল।সমুদ্রে নিম্নচাপের কারণে সারা দিন ছিল বৃষ্টি। মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম দিনও খেলা হয়েছিল ফ্লাডলাইটের আলোয়।

প্রথম দিন খেলা হয়েছিল ৭৯ ওভার। সেটি পুষিয়ে নিতে গত দুই দিন খেলা ১৫ মিনিট আগে শুরুর পরিকল্পনা করেছিলেন আম্পায়াররা। নিজেদের পাতা স্পিনের ফাঁদে হাঁসফাঁস করে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৭২ রানে। 

এর পরও বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। ঘূর্ণি থেকে রেহাই পাচ্ছে না নিউজিল্যান্ডও। প্রথম দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নামলে তাদের ৪৬ রানে ৫ উইকেট ড্রেসিংরুমে ফেরান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ৫৫ রানে দিন শেষ করেছিল সফরকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত