নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পাল্লেকেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে উইকেট নিয়ে আক্ষেপে পুড়েছিলেন বোলাররা। দ্বিতীয় দিন শেষে সেই আক্ষেপ কিছুটা হলেও মিটিয়েছেন তাসকিন-তাইজুলরা। ক্যাচ মিস না হলে চিত্রটা আরও অন্যরকম হতে পারতো। তুবও প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে অনেকটাই সফল বাংলাদেশের বোলাররা। দিন শেষে প্রথম ইনিংসে লঙ্কানরা করেছে ৬ উইকেটে ৪৬৯ রান।
১ উইকেটে ২৯১ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম দিনের উইকেট নামক সোনার হরিণের খোঁজ পাচ্ছিলেন না বাংলাদেশের বোলাররা। সেই আক্ষেপটা দ্বিতীয় দিনের প্রথম সেশনে মিটিয়েছেন বাংলাদেশের বোলাররা। এদিন অবশ্য প্রথম ঘণ্টাটা ভালোভাবেই পার করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে আর ওসাদা ফার্নান্দো। তবে বাংলাদেশের পেসারদের লাইন-লেংথের নিয়ন্ত্রিত বোলিংয়ে হিমসিম খেতে হচ্ছিল তাদের।
পানিপানের বিরতির পরই মূলত লঙ্কান ব্যাটসম্যানদের চেপে ধরেন তাসকিন-তাইজুলরা। ১০৪তম ওভারে তাসকিনের করা প্রথম বলটি লেগ গ্ল্যান্স করতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত সেঞ্চুরিয়ান থিরিমান্নে। আউট হওয়ার আগে নিজের নামের পাশে ১৪০ রান যোগ করেন তিনি। ওই ওভারেই তাসকিন আরও একটি উইকেট পেতে পারতেন। ম্যাথুসকে করা বলটি গুড লেংথে পড়ে ম্যাথুসের ব্যাট ছুঁয়ে লিটনের হাতে ধরা পড়েন। কেউ বুঝতেই পারেননি যে সেটি আউট ছিল, তাই কেউ আবেদনও করেনি। পরে টিভি রিপ্লেতে ‘আল্ট্রা এজ’য়ে দেখা যায় সেটি আউট ছিল।
এই সুযোগটা কাজে লাগিয়ে ইনিংসটা অবশ্য বড় করতে পারেননি ম্যাথুস। তিন ওভার পরে সেই তাসকিনের বলেই আউট হন ম্যাথুস। তাসকিনের বল ম্যাথুসের ব্যাটের কানায় লেগে লিটনের তালুবন্দি হয়। পাঁচ রান করে আউট হন ম্যাথুস। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা বেশি সুবধা করতে পারেননি। দুই রান করে তাইজুলের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন। ৪ উইকেটে ৩৩৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা।
বিরতির পর বাংলাদেশের বোলাদের বেশ ভালোভাবেই মোকাবেলা করতে থাকেন ওসাদা ও পাথুম নিশাঙ্কা। পঞ্চম উইকেট জুটিতে ৫৪ রান আসে তাদের ব্যাট থেকে। দলীয় ৩৮২ রানে নিশাঙ্কাকে (৩০) বোল্ড করেন তাসকিন। সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া ওসাদাও সেঞ্চুরি মিস করেছেন। পরের ওভারে মেহেদি মিরাজের বলে সুইপ করতে গিয়ে লিটনের বুদ্ধিদীপ্ত ক্যাচে পরিণত হন ওসাদা। ৮১ রান করে আউট হন তিনি। ৬ উইকেটে ৪২৫ রান নিয়ে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা।
বিরতির পর খেলা শুরু হলে বৃষ্টির বাধায় পরে ম্যাচ। ৬ উইকেটে ৪৩৬ রান তোলার পর খেলা বন্ধও হয়ে যায়। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয়। শুরতেই উইকেট পেতে পারতেন তাসকিন। কিন্তু তাসকিনের দুর্ভাগ্য যেন কাটছেই না। রমেশ মেন্ডিসের দেওয়া ক্যাচ স্লিপে তালবন্দি করতে পারেননি নাজমুল। প্রথম দিনেও তাসকিনের বলে স্লিপে ক্যাচ ধরতে পারেননি শান্ত।
৬ উইকেটে ৪৬৯ রান করার পর খেলা আবার বন্ধ হয়ে যায়। তবে বৃষ্টিতে নয়, খেলা বন্ধ হয় আলোক স্বল্পতা। কিছুক্ষণ পর আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন। নিরোশান ডিকভেলা ৬৪ আর রমেশ মেন্ডিসে ২২ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর
দ্বিতীয় দিন শেষে
শ্রীলঙ্কা: ৪৬৯/৬ (করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৪০, ফার্নান্দো ৮১, ডিকভেলা ৬৪*, মেন্ডিসে ২২*; তাসকিন ৩/১১৯ শরিফুল ১/৫২, তাইজুল ১/৮৩, শরিফুল ১/৯১, মিরাজ ১/১০২)
ঢাকা: পাল্লেকেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে উইকেট নিয়ে আক্ষেপে পুড়েছিলেন বোলাররা। দ্বিতীয় দিন শেষে সেই আক্ষেপ কিছুটা হলেও মিটিয়েছেন তাসকিন-তাইজুলরা। ক্যাচ মিস না হলে চিত্রটা আরও অন্যরকম হতে পারতো। তুবও প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে অনেকটাই সফল বাংলাদেশের বোলাররা। দিন শেষে প্রথম ইনিংসে লঙ্কানরা করেছে ৬ উইকেটে ৪৬৯ রান।
১ উইকেটে ২৯১ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম দিনের উইকেট নামক সোনার হরিণের খোঁজ পাচ্ছিলেন না বাংলাদেশের বোলাররা। সেই আক্ষেপটা দ্বিতীয় দিনের প্রথম সেশনে মিটিয়েছেন বাংলাদেশের বোলাররা। এদিন অবশ্য প্রথম ঘণ্টাটা ভালোভাবেই পার করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে আর ওসাদা ফার্নান্দো। তবে বাংলাদেশের পেসারদের লাইন-লেংথের নিয়ন্ত্রিত বোলিংয়ে হিমসিম খেতে হচ্ছিল তাদের।
পানিপানের বিরতির পরই মূলত লঙ্কান ব্যাটসম্যানদের চেপে ধরেন তাসকিন-তাইজুলরা। ১০৪তম ওভারে তাসকিনের করা প্রথম বলটি লেগ গ্ল্যান্স করতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত সেঞ্চুরিয়ান থিরিমান্নে। আউট হওয়ার আগে নিজের নামের পাশে ১৪০ রান যোগ করেন তিনি। ওই ওভারেই তাসকিন আরও একটি উইকেট পেতে পারতেন। ম্যাথুসকে করা বলটি গুড লেংথে পড়ে ম্যাথুসের ব্যাট ছুঁয়ে লিটনের হাতে ধরা পড়েন। কেউ বুঝতেই পারেননি যে সেটি আউট ছিল, তাই কেউ আবেদনও করেনি। পরে টিভি রিপ্লেতে ‘আল্ট্রা এজ’য়ে দেখা যায় সেটি আউট ছিল।
এই সুযোগটা কাজে লাগিয়ে ইনিংসটা অবশ্য বড় করতে পারেননি ম্যাথুস। তিন ওভার পরে সেই তাসকিনের বলেই আউট হন ম্যাথুস। তাসকিনের বল ম্যাথুসের ব্যাটের কানায় লেগে লিটনের তালুবন্দি হয়। পাঁচ রান করে আউট হন ম্যাথুস। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা বেশি সুবধা করতে পারেননি। দুই রান করে তাইজুলের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন। ৪ উইকেটে ৩৩৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা।
বিরতির পর বাংলাদেশের বোলাদের বেশ ভালোভাবেই মোকাবেলা করতে থাকেন ওসাদা ও পাথুম নিশাঙ্কা। পঞ্চম উইকেট জুটিতে ৫৪ রান আসে তাদের ব্যাট থেকে। দলীয় ৩৮২ রানে নিশাঙ্কাকে (৩০) বোল্ড করেন তাসকিন। সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া ওসাদাও সেঞ্চুরি মিস করেছেন। পরের ওভারে মেহেদি মিরাজের বলে সুইপ করতে গিয়ে লিটনের বুদ্ধিদীপ্ত ক্যাচে পরিণত হন ওসাদা। ৮১ রান করে আউট হন তিনি। ৬ উইকেটে ৪২৫ রান নিয়ে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা।
বিরতির পর খেলা শুরু হলে বৃষ্টির বাধায় পরে ম্যাচ। ৬ উইকেটে ৪৩৬ রান তোলার পর খেলা বন্ধও হয়ে যায়। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয়। শুরতেই উইকেট পেতে পারতেন তাসকিন। কিন্তু তাসকিনের দুর্ভাগ্য যেন কাটছেই না। রমেশ মেন্ডিসের দেওয়া ক্যাচ স্লিপে তালবন্দি করতে পারেননি নাজমুল। প্রথম দিনেও তাসকিনের বলে স্লিপে ক্যাচ ধরতে পারেননি শান্ত।
৬ উইকেটে ৪৬৯ রান করার পর খেলা আবার বন্ধ হয়ে যায়। তবে বৃষ্টিতে নয়, খেলা বন্ধ হয় আলোক স্বল্পতা। কিছুক্ষণ পর আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন। নিরোশান ডিকভেলা ৬৪ আর রমেশ মেন্ডিসে ২২ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর
দ্বিতীয় দিন শেষে
শ্রীলঙ্কা: ৪৬৯/৬ (করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৪০, ফার্নান্দো ৮১, ডিকভেলা ৬৪*, মেন্ডিসে ২২*; তাসকিন ৩/১১৯ শরিফুল ১/৫২, তাইজুল ১/৮৩, শরিফুল ১/৯১, মিরাজ ১/১০২)
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে