ক্রীড়া ডেস্ক
হারানো ছন্দ ফিরে পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এক অঙ্কের ঘরে বারবার আউট হওয়া মাহমুদউল্লাহ টানা দুই ওয়ানডেতে করেছেন ফিফটি। সেন্ট কিটসে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ছুঁয়েছেন নতুন এক মাইলফলক।
সিরিজের প্রথম ওয়ানডেতে গত রাতে ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ। ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩টি করে চার ও ছক্কা মেরেছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। তাতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। তবে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিতে পারেননি তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে ১০৩ ছক্কা মেরে এই তালিকায় সবার ওপরে তামিম ইকবাল। দুইয়ে থাকা মুশফিকুর রহিম ওয়ানডেতে মেরেছেন ১০০ ছক্কা। ৯৯ ছক্কা মেরে তামিম-মুশফিকের পরেই আছেন মাহমুদউল্লাহ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেই তামিম-মুশফিককে ছাড়ানোর সুযোগ রয়েছে মাহমুদউল্লাহর। কারণ, মুশফিক এই ওয়ানডে সিরিজে নেই। তামিম তো ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে।
২০২১ সালে টেস্ট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। এ বছরের অক্টোবরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকেও বিদায় বলেছেন তিনি। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আর দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। সেন্ট কিটসে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ১২ ডিসেম্বর একই ভেন্যুতে হবে তৃতীয় ওয়ানডে। ১৬,১৮ ও ২০ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি টি-টোয়েন্টি।
মাহমুদউল্লাহর পর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮ ছক্কা তামিমের। তিন নম্বরে থাকা মুশফিক তিন সংস্করণ মিলে মেরেছেন ১৭৩ ছক্কা। চার ও পাঁচে থাকা সাকিব আল হাসান ও লিটন দাস আন্তর্জাতিক ক্রিকেটে মেরেছেন ১৩৫ ও ১১৯ ছক্কা।
হারানো ছন্দ ফিরে পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এক অঙ্কের ঘরে বারবার আউট হওয়া মাহমুদউল্লাহ টানা দুই ওয়ানডেতে করেছেন ফিফটি। সেন্ট কিটসে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ছুঁয়েছেন নতুন এক মাইলফলক।
সিরিজের প্রথম ওয়ানডেতে গত রাতে ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ। ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩টি করে চার ও ছক্কা মেরেছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। তাতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। তবে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিতে পারেননি তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে ১০৩ ছক্কা মেরে এই তালিকায় সবার ওপরে তামিম ইকবাল। দুইয়ে থাকা মুশফিকুর রহিম ওয়ানডেতে মেরেছেন ১০০ ছক্কা। ৯৯ ছক্কা মেরে তামিম-মুশফিকের পরেই আছেন মাহমুদউল্লাহ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেই তামিম-মুশফিককে ছাড়ানোর সুযোগ রয়েছে মাহমুদউল্লাহর। কারণ, মুশফিক এই ওয়ানডে সিরিজে নেই। তামিম তো ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে।
২০২১ সালে টেস্ট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। এ বছরের অক্টোবরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকেও বিদায় বলেছেন তিনি। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আর দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। সেন্ট কিটসে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ১২ ডিসেম্বর একই ভেন্যুতে হবে তৃতীয় ওয়ানডে। ১৬,১৮ ও ২০ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি টি-টোয়েন্টি।
মাহমুদউল্লাহর পর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮ ছক্কা তামিমের। তিন নম্বরে থাকা মুশফিক তিন সংস্করণ মিলে মেরেছেন ১৭৩ ছক্কা। চার ও পাঁচে থাকা সাকিব আল হাসান ও লিটন দাস আন্তর্জাতিক ক্রিকেটে মেরেছেন ১৩৫ ও ১১৯ ছক্কা।
ব্যাটিংয়ে অসংখ্য রেকর্ড নিজের নামে করে নিয়েছেন বলে বিরাট কোহলি আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যাট হাতে খুব একটা ছন্দে না থাকায় কথাও হচ্ছিল বেশ। কেউ কেউ আবার তাঁর ক্যারিয়ারের শেষ দেখতে শুরু করছিলেন। তবে প্রিয় প্রতিপক্ষ পাকিস্তানকে পেয়ে ঠিকই জ্বলে উঠলেন তিনি। দারুণ এক...
১১ মিনিট আগেসেমিফাইনালে এক পা আগে থেকেই দিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতাই ছিল বাকি। করাচিতে গতকাল ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শেষ চারে প্রতিপক্ষ ঠিক না হলেও আপাতত সেটা নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।
১ ঘণ্টা আগেকাগজে-কলমে হলেও আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা টিকে ছিল। কিন্তু করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সেই আফগানদের বিদায় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ তো আগেভাগেই ছিটকে গেছে। আর আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা নিয়ে দেশে ফিরছে...
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। শিহরণ জাগানিয়া ম্যাচটির জন্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচ হাভিয়ের কাবরেরার। আপাতত কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ৫ মার্চ সৌদি আরবে যাবে দল।
১৪ ঘণ্টা আগে