Ajker Patrika

ছক্কার ডাবল সেঞ্চুরি মাহমুদউল্লাহর, হাতছানি দিচ্ছে আরও রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা মারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: ক্রিকইনফো
প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা মারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: ক্রিকইনফো

হারানো ছন্দ ফিরে পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এক অঙ্কের ঘরে বারবার আউট হওয়া মাহমুদউল্লাহ টানা দুই ওয়ানডেতে করেছেন ফিফটি। সেন্ট কিটসে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ছুঁয়েছেন নতুন এক মাইলফলক।

সিরিজের প্রথম ওয়ানডেতে গত রাতে ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ। ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩টি করে চার ও ছক্কা মেরেছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। তাতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। তবে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিতে পারেননি তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে ১০৩ ছক্কা মেরে এই তালিকায় সবার ওপরে তামিম ইকবাল। দুইয়ে থাকা মুশফিকুর রহিম ওয়ানডেতে মেরেছেন ১০০ ছক্কা। ৯৯ ছক্কা মেরে তামিম-মুশফিকের পরেই আছেন মাহমুদউল্লাহ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেই তামিম-মুশফিককে ছাড়ানোর সুযোগ রয়েছে মাহমুদউল্লাহর। কারণ, মুশফিক এই ওয়ানডে সিরিজে নেই। তামিম তো ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে।

২০২১ সালে টেস্ট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। এ বছরের অক্টোবরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকেও বিদায় বলেছেন তিনি। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আর দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। সেন্ট কিটসে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ১২ ডিসেম্বর একই ভেন্যুতে হবে তৃতীয় ওয়ানডে। ১৬,১৮ ও ২০ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি টি-টোয়েন্টি।

মাহমুদউল্লাহর পর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮ ছক্কা তামিমের। তিন নম্বরে থাকা মুশফিক তিন সংস্করণ মিলে মেরেছেন ১৭৩ ছক্কা। চার ও পাঁচে থাকা সাকিব আল হাসান ও লিটন দাস আন্তর্জাতিক ক্রিকেটে মেরেছেন ১৩৫ ও ১১৯ ছক্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত