ক্রীড়া ডেস্ক
ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে বিরাট কোহলি যে একেবারে বিচ্ছিন্ন, তা নয়। প্রতি বছরই তাঁকে দেখা যায় আইপিএল খেলতে। তবে রঞ্জি ট্রফির প্রসঙ্গ যখন আসে, তখন ক্যালেন্ডারের পাতা উল্টে চলে যেতে হবে ২০১২ সালের নভেম্বরে।
১২ বছর আগে কোহলি রঞ্জিতে খেলেছিলেন দিল্লির হয়ে। এবার জানা গেল তাঁর ভারতের এই প্রথম শ্রেণির টুর্নামেন্টে এক যুগ পর ফেরার কথা। এবারও কোহলি খেলবেন দিল্লির হয়ে।৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে খেলার কথা ভারতীয় এই তারকা ব্যাটারের। ক্রিকইনফোকে এটা জানিয়েছেন দিল্লি কোচ সরনদীপ সিং।তবে প্রধান নির্বাচক অজিত আগারকার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে রঞ্জিতে খেলার ব্যাপারে কোহলি কথা বলেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি ক্রিকইনফোর প্রতিবেদনে। ৩০ জানুয়ারি শুরু হওয়া দিল্লি-রেলওয়ে ম্যাচটি চার দিনে গড়ালে শেষ হবে ২ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে মাত্র তিন দিন পাবেন কোহলি। ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের ভরাডুবির পর টেস্টে ভারতের পারফরম্যান্স নিয়ে অনেক বিচার-বিশ্লেষণ করা হয়েছে। পর্যালোচনা সভার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হার্ডলাইনে গেছে। ১০টি কঠিন নিয়ম চালু করেছে বিসিসিআই। যার মধ্যে একটি হচ্ছে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ। সেটারই হাওয়া লাগতে শুরু করেছে। ২৩ জানুয়ারি দিল্লি-সৌরাষ্ট্র ম্যাচে কোহলির খেলার কথা ছিল। তবে বিসিসিআইয়ের মেডিকেল বিভাগকে ভারতীয় এই তারকা তাঁর ঘাড়ে ব্যথার কথা জানিয়ে দেন। সেকারণে সৌরাষ্ট্রের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে না। অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৮ জানুয়ারি ইনজেকশন নিয়েছেন তিনি।
শুধু কোহলিই নন,রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারাও খেলবেন রঞ্জি ট্রফিতে। ২৩ জানুয়ারি দিল্লি-সৌরাষ্ট্র ম্যাচ দিয়ে রঞ্জিতে ফিরছেন ঋষভ পন্ত ও জাদেজা। তাঁরা দুজনই খেলবেন সৌরাষ্ট্রের হয়ে। রোহিত, শুবমান গিল, যশস্বী জয়সোয়ালরাও ২৩ জানুয়ারি শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফিতে খেলবেন।
ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে বিরাট কোহলি যে একেবারে বিচ্ছিন্ন, তা নয়। প্রতি বছরই তাঁকে দেখা যায় আইপিএল খেলতে। তবে রঞ্জি ট্রফির প্রসঙ্গ যখন আসে, তখন ক্যালেন্ডারের পাতা উল্টে চলে যেতে হবে ২০১২ সালের নভেম্বরে।
১২ বছর আগে কোহলি রঞ্জিতে খেলেছিলেন দিল্লির হয়ে। এবার জানা গেল তাঁর ভারতের এই প্রথম শ্রেণির টুর্নামেন্টে এক যুগ পর ফেরার কথা। এবারও কোহলি খেলবেন দিল্লির হয়ে।৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে খেলার কথা ভারতীয় এই তারকা ব্যাটারের। ক্রিকইনফোকে এটা জানিয়েছেন দিল্লি কোচ সরনদীপ সিং।তবে প্রধান নির্বাচক অজিত আগারকার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে রঞ্জিতে খেলার ব্যাপারে কোহলি কথা বলেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি ক্রিকইনফোর প্রতিবেদনে। ৩০ জানুয়ারি শুরু হওয়া দিল্লি-রেলওয়ে ম্যাচটি চার দিনে গড়ালে শেষ হবে ২ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে মাত্র তিন দিন পাবেন কোহলি। ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের ভরাডুবির পর টেস্টে ভারতের পারফরম্যান্স নিয়ে অনেক বিচার-বিশ্লেষণ করা হয়েছে। পর্যালোচনা সভার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হার্ডলাইনে গেছে। ১০টি কঠিন নিয়ম চালু করেছে বিসিসিআই। যার মধ্যে একটি হচ্ছে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ। সেটারই হাওয়া লাগতে শুরু করেছে। ২৩ জানুয়ারি দিল্লি-সৌরাষ্ট্র ম্যাচে কোহলির খেলার কথা ছিল। তবে বিসিসিআইয়ের মেডিকেল বিভাগকে ভারতীয় এই তারকা তাঁর ঘাড়ে ব্যথার কথা জানিয়ে দেন। সেকারণে সৌরাষ্ট্রের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে না। অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৮ জানুয়ারি ইনজেকশন নিয়েছেন তিনি।
শুধু কোহলিই নন,রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারাও খেলবেন রঞ্জি ট্রফিতে। ২৩ জানুয়ারি দিল্লি-সৌরাষ্ট্র ম্যাচ দিয়ে রঞ্জিতে ফিরছেন ঋষভ পন্ত ও জাদেজা। তাঁরা দুজনই খেলবেন সৌরাষ্ট্রের হয়ে। রোহিত, শুবমান গিল, যশস্বী জয়সোয়ালরাও ২৩ জানুয়ারি শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফিতে খেলবেন।
কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ জিতেছে অসংখ্য শিরোপা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—কী পায়নি রিয়াল! এবার ক্লাবটি পেয়েছে এক দুঃসংবাদ। কোচ আনচেলত্তির রিয়াল ছাড়ার কথা শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগেছয় ম্যাচের পাঁচটিতে জিতে শেষ ষোলোতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে বার্সা। সে তুলনায় বেনফিকার অবস্থা নাজুক। তারাও ছয় ম্যাচ খেলেছে, কিন্তু জয় মোটে তিনটি। সে ক্ষেত্রে আজ লিগ পর্বের ম্যাচটি বার্সার জন্য যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেনফিকার। তারা খুব করে চাইছে ম্যাচটি জিততে। তবে বার্সার সাম্
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির আয়োজক সমস্যার সমাধান করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রীতিমতো মাথা খারাপ অবস্থা। ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে টুর্নামেন্টটি। যেখানে বিরাট কোহলি-রোহিত শর্মারা খেলবেন মরুর দেশে।
২ ঘণ্টা আগেমাঠের পারফরম্যান্স, বাইরের ঘটনা—সব মিলিয়ে একটা ভজকট অবস্থা দুর্বার রাজশাহীর। এবারের বিপিএলে প্রায়ই শিরোনাম হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।নেতিবাচক দিকটাই সেখানে বেশি। দুর্বার রাজশাহীকে অনেকে ব্যঙ্গ করে ‘দুর্বল রাজশাহী’ বলে থাকেন।
৩ ঘণ্টা আগে