ক্রীড়া ডেস্ক
কদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি। এরই মধ্যে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
আফ্রিদি প্রশ্নের মুখে পড়েছেন মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ নির্বাচনে। করাচিতে শুরু হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। পাকিস্তানের একাদশ থেকে মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে। রিজওয়ানের পরিবর্তে একাদশে এসেছেন সরফরাজ আহমেদ। যেখানে প্রায় চার বছর পর টেস্টে ফিরলেন পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার।
রিজওয়ানকে বাদ দেওয়ায় আফ্রিদি তো প্রশ্নের মুখে পড়েছেনই। এমনকি অধিনায়ক বাবর আজমকে নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা। প্রুথভি প্যাটেল নামে একজন টুইট করেন, ‘সরফরাজ আহমেদ পাকিস্তানে তার প্রথম টেস্ট খেলছেন। আর বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। শহীদ আফ্রিদি না বাবর আজম, কে বাদ দিয়েছেন রিজওয়ানকে? এটাই তো প্রশ্ন।’
ওসামা নামের আরেকজন টুইট করেন, ‘সরফরাজের জন্য ভালো। তবে রিজওয়ানের সঙ্গে খুব অন্যায় হয়েছে। এটা তো ভালো হলো না। মাত্র ৬ ইনিংস দেখে আপনি একজনকে টেস্ট থেকে বাদ দিতে পারেন না।’
এখন পর্যন্ত ২৭ টেস্ট খেলেন রিজওয়ান। ৩৮.১৩ গড়ে করেন ১৩৭৩ রান। করেছেন ২ সেঞ্চুরি আর ৭ ফিফটি। পাকিস্তানের জার্সিতে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রিজওয়ান।
কদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি। এরই মধ্যে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
আফ্রিদি প্রশ্নের মুখে পড়েছেন মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ নির্বাচনে। করাচিতে শুরু হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। পাকিস্তানের একাদশ থেকে মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে। রিজওয়ানের পরিবর্তে একাদশে এসেছেন সরফরাজ আহমেদ। যেখানে প্রায় চার বছর পর টেস্টে ফিরলেন পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার।
রিজওয়ানকে বাদ দেওয়ায় আফ্রিদি তো প্রশ্নের মুখে পড়েছেনই। এমনকি অধিনায়ক বাবর আজমকে নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা। প্রুথভি প্যাটেল নামে একজন টুইট করেন, ‘সরফরাজ আহমেদ পাকিস্তানে তার প্রথম টেস্ট খেলছেন। আর বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। শহীদ আফ্রিদি না বাবর আজম, কে বাদ দিয়েছেন রিজওয়ানকে? এটাই তো প্রশ্ন।’
ওসামা নামের আরেকজন টুইট করেন, ‘সরফরাজের জন্য ভালো। তবে রিজওয়ানের সঙ্গে খুব অন্যায় হয়েছে। এটা তো ভালো হলো না। মাত্র ৬ ইনিংস দেখে আপনি একজনকে টেস্ট থেকে বাদ দিতে পারেন না।’
এখন পর্যন্ত ২৭ টেস্ট খেলেন রিজওয়ান। ৩৮.১৩ গড়ে করেন ১৩৭৩ রান। করেছেন ২ সেঞ্চুরি আর ৭ ফিফটি। পাকিস্তানের জার্সিতে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রিজওয়ান।
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২০ মিনিট আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগে