ক্রীড়া ডেস্ক
কিছুটা অদ্ভুত মনে প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক টেস্ট আবার ছয় দিনের হয় কীভাবে? গলে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের চলতি প্রথম টেস্ট হবে ছয় দিন। ক্রিকেটপ্রেমীরা এমন কিছুর সাক্ষী হবেন প্রায় ১৬ বছর পর।
গল টেস্টের ইতিমধ্যে তিন দিন শেষ হয়েছে। আজ চতুর্থ দিন দেওয়া হয়েছে বিশ্রাম। পাঁচ দিনের পরিবর্তে ছয় দিনের টেস্ট এখন এটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর (আজ) শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন চলছে। তাই আয়োজক দলের খেলোয়াড়েরা নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন।
২০২২ সালে শ্রীলঙ্কায় আন্দোলনের মাধ্যমে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিদায়ের পর এটি প্রথম নির্বাচন। লঙ্কান খেলোয়াড়দের পাশাপাশি অনেক মাঠকর্মী, সাংবাদিক, ধারাভাষ্যকার, ম্যাচ অফিশিয়াল এবং বোর্ডের কর্মীরাও ভোট দিতে যাবেন। এ জন্য গল টেস্টে আজ দেওয়া হয়েছে বিশ্রামের দিন।
এর আগে সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশের সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। ঠিক একই সময়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা টেস্ট চলছিল। নির্বাচনের কারণে তৃতীয় দিনের পর চতুর্থ দিন বিশ্রাম দেওয়া হয়। নির্বাচনের জন্য বিশ্রাম, এমন ঘটনা শ্রীলঙ্কায় এর আগে কখনো ঘটেনি।
গল টেস্টে ৩৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৭ রান তুলেছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকেরা লিড নিয়েছেন ২০২ রানের। এর আগে নিউজিল্যান্ড ৩৫ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করে ৩৪০ রানে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩০৫ রান করে।
কিছুটা অদ্ভুত মনে প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক টেস্ট আবার ছয় দিনের হয় কীভাবে? গলে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের চলতি প্রথম টেস্ট হবে ছয় দিন। ক্রিকেটপ্রেমীরা এমন কিছুর সাক্ষী হবেন প্রায় ১৬ বছর পর।
গল টেস্টের ইতিমধ্যে তিন দিন শেষ হয়েছে। আজ চতুর্থ দিন দেওয়া হয়েছে বিশ্রাম। পাঁচ দিনের পরিবর্তে ছয় দিনের টেস্ট এখন এটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর (আজ) শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন চলছে। তাই আয়োজক দলের খেলোয়াড়েরা নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন।
২০২২ সালে শ্রীলঙ্কায় আন্দোলনের মাধ্যমে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিদায়ের পর এটি প্রথম নির্বাচন। লঙ্কান খেলোয়াড়দের পাশাপাশি অনেক মাঠকর্মী, সাংবাদিক, ধারাভাষ্যকার, ম্যাচ অফিশিয়াল এবং বোর্ডের কর্মীরাও ভোট দিতে যাবেন। এ জন্য গল টেস্টে আজ দেওয়া হয়েছে বিশ্রামের দিন।
এর আগে সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশের সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। ঠিক একই সময়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা টেস্ট চলছিল। নির্বাচনের কারণে তৃতীয় দিনের পর চতুর্থ দিন বিশ্রাম দেওয়া হয়। নির্বাচনের জন্য বিশ্রাম, এমন ঘটনা শ্রীলঙ্কায় এর আগে কখনো ঘটেনি।
গল টেস্টে ৩৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৭ রান তুলেছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকেরা লিড নিয়েছেন ২০২ রানের। এর আগে নিউজিল্যান্ড ৩৫ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করে ৩৪০ রানে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩০৫ রান করে।
মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
১ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
৩ ঘণ্টা আগে