ক্রীড়া ডেস্ক
বিগত দুই দশকে মাঠের ক্রিকেটে ব্যাট-বলের মৌলিক লড়াইটা আরও আধুনিকায়ন হয়েছে প্রযুক্তির কল্যাণে। প্রতিযোগিতার এই যুগে নিত্য নতুন সব প্রযুক্তি যোগ হচ্ছে ক্রিকেটে। তারই ধারাবাহিকতায় এবার যোগ হলো স্মার্ট বল। গতকাল থেকে শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে এবার দেখা মিলেছে নতুন প্রযুক্তি ‘স্মার্ট বল’।
এর আগে হক আই, স্নিকো মিটার, হট স্পট, স্পিড গান, স্পাইডার ক্যাম, স্টাম্প মাইকসহ একাধিক প্রযুক্তি দেখা গেছে ক্রিকেটে। তবে পেশাদার ক্রিকেটে ক্রিকেটে স্মার্ট বলের ব্যবহার এবারই প্রথম। স্পোর্টস কোর নামক সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই বল তৈরি করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কুকাবুরা।
বর্তমানে লাল, সাদা ও গোলাপি এই তিন ধরনের বল আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহার হয়। কিন্তু এই স্মার্ট বলের আচরণ একেবারে সাধারণ বলের মতো। খেলার সময় আলাদা করে বোঝার উপায় থাকবে না স্মার্ট বল ও প্রচলিত বলের মধ্যে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, কুকাবুরা স্মার্ট বল আর পাঁচটা সাধারণ বলের মতোই দেখতে এবং সাধারণ বলের থেকে এই বলের আচরণেও কোনো পার্থক্য নেই।
স্মার্ট বলটির ভেতরে একটি বৈদ্যুতিক চিপে বসানো থাকবে। এই চিপটিতে সেন্সর থাকবে যা সঠিক গতি, স্পিন, ট্র্যাকিং ছাড়াও অন্যান্য তথ্য দেবে। এই তথ্যগুলো ট্যাবলেট, স্মার্টওয়াচ বা কম্পিউটারে দেখা যাবে। স্মার্ট বলের ভেতরে নন রিচার্জেবল ব্যাটারি লাগানো আছে। ভবিষ্যতে রিচার্জেবল ব্যাটারি আনারও পরিকল্পনা চলছে। বর্তমানে যে ব্যাটারিটি ব্যবহার করা হচ্ছে, তা খেলার সময় থেকে ৩০ ঘণ্টা পর্যন্ত কাজ করে।
বিগত দুই দশকে মাঠের ক্রিকেটে ব্যাট-বলের মৌলিক লড়াইটা আরও আধুনিকায়ন হয়েছে প্রযুক্তির কল্যাণে। প্রতিযোগিতার এই যুগে নিত্য নতুন সব প্রযুক্তি যোগ হচ্ছে ক্রিকেটে। তারই ধারাবাহিকতায় এবার যোগ হলো স্মার্ট বল। গতকাল থেকে শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে এবার দেখা মিলেছে নতুন প্রযুক্তি ‘স্মার্ট বল’।
এর আগে হক আই, স্নিকো মিটার, হট স্পট, স্পিড গান, স্পাইডার ক্যাম, স্টাম্প মাইকসহ একাধিক প্রযুক্তি দেখা গেছে ক্রিকেটে। তবে পেশাদার ক্রিকেটে ক্রিকেটে স্মার্ট বলের ব্যবহার এবারই প্রথম। স্পোর্টস কোর নামক সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই বল তৈরি করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কুকাবুরা।
বর্তমানে লাল, সাদা ও গোলাপি এই তিন ধরনের বল আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহার হয়। কিন্তু এই স্মার্ট বলের আচরণ একেবারে সাধারণ বলের মতো। খেলার সময় আলাদা করে বোঝার উপায় থাকবে না স্মার্ট বল ও প্রচলিত বলের মধ্যে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, কুকাবুরা স্মার্ট বল আর পাঁচটা সাধারণ বলের মতোই দেখতে এবং সাধারণ বলের থেকে এই বলের আচরণেও কোনো পার্থক্য নেই।
স্মার্ট বলটির ভেতরে একটি বৈদ্যুতিক চিপে বসানো থাকবে। এই চিপটিতে সেন্সর থাকবে যা সঠিক গতি, স্পিন, ট্র্যাকিং ছাড়াও অন্যান্য তথ্য দেবে। এই তথ্যগুলো ট্যাবলেট, স্মার্টওয়াচ বা কম্পিউটারে দেখা যাবে। স্মার্ট বলের ভেতরে নন রিচার্জেবল ব্যাটারি লাগানো আছে। ভবিষ্যতে রিচার্জেবল ব্যাটারি আনারও পরিকল্পনা চলছে। বর্তমানে যে ব্যাটারিটি ব্যবহার করা হচ্ছে, তা খেলার সময় থেকে ৩০ ঘণ্টা পর্যন্ত কাজ করে।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে