নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাল বলে মুশফিকুর রহিমকে কিপিং ছাড়তে হয়েছে চার বছর আগেই। এখন সাদা বলের ক্রিকেটেও মুশফিক পড়েছেন কঠিন পরীক্ষায়। কাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভাগাভাগি করে কিপিং করবেন মুশফিক–সোহান। প্রথম দুই ম্যাচে নুরুলের হাতেই থাকবে গ্লাভস। পরের দুই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াবেন মুশফিক।
প্রথম চার টি–টোয়েন্টিতেই হয়ে যাবে মুশি–সোহানের পরীক্ষা। সেখানে যিনি এগিয়ে থাকবেন তাঁর হাতেই থাকবে—পঞ্চম ম্যাচের কিপিং গ্লাভস। শুধু কি নিউজিল্যান্ড সিরিজ? পঞ্চম ম্যাচে যিনি কিপিং করবেন তাঁকেই হয়তো দেখা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কিপিং করতে। মুশফিক–সোহানের মধ্যে কিপিং নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তাই বেশ জোরালোই হয়ে উঠল। আজ সিরিজ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও মাহমুদউল্লাহকে এ নিয়ে দিতে হলো প্রশ্নের উত্তর। তবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মুশফিক–সোহান দুজনেই এ নিয়ে খুশি আছেন।’
মুশফিক–সোহানকে নিয়ে দলের এমন পরিকল্পনা ড্রেসিংরুমের বাইরে আনা পছন্দ হয়নি মাশরাফি বিন মুর্তজার। কাল রাতে ফেসবুকে এ নিয়ে বিশদ লিখেছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের দুজন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারকে সেটা আবার নিজ দলের খেলোয়াড়। আপনি যুদ্ধ করে বাঁচতে বলবেন সেটা ড্রেসিংরুম পর্যন্ত থাকাই ভালো।’
মাশরাফি এ নিয়ে প্রশ্ন তুললেও অবশ্য মাহমুদউল্লাহ বলেছেন, ‘মুশফিক দারুণ টিমম্যান। তার সঙ্গে আমাদের কথা এ বিষয়ে কথা হয়েছে। মুশফিক–সোহান দুজনেই খুশি আছে। সর্বশেষ সিরিজে সোহান দারুণ কিপিং করেছে। মুশফিকও তো দারুণ। আবার লিটনের কথা তো বলাই হলো না। দলের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো।’
লাল বলে মুশফিকুর রহিমকে কিপিং ছাড়তে হয়েছে চার বছর আগেই। এখন সাদা বলের ক্রিকেটেও মুশফিক পড়েছেন কঠিন পরীক্ষায়। কাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভাগাভাগি করে কিপিং করবেন মুশফিক–সোহান। প্রথম দুই ম্যাচে নুরুলের হাতেই থাকবে গ্লাভস। পরের দুই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াবেন মুশফিক।
প্রথম চার টি–টোয়েন্টিতেই হয়ে যাবে মুশি–সোহানের পরীক্ষা। সেখানে যিনি এগিয়ে থাকবেন তাঁর হাতেই থাকবে—পঞ্চম ম্যাচের কিপিং গ্লাভস। শুধু কি নিউজিল্যান্ড সিরিজ? পঞ্চম ম্যাচে যিনি কিপিং করবেন তাঁকেই হয়তো দেখা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কিপিং করতে। মুশফিক–সোহানের মধ্যে কিপিং নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তাই বেশ জোরালোই হয়ে উঠল। আজ সিরিজ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও মাহমুদউল্লাহকে এ নিয়ে দিতে হলো প্রশ্নের উত্তর। তবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মুশফিক–সোহান দুজনেই এ নিয়ে খুশি আছেন।’
মুশফিক–সোহানকে নিয়ে দলের এমন পরিকল্পনা ড্রেসিংরুমের বাইরে আনা পছন্দ হয়নি মাশরাফি বিন মুর্তজার। কাল রাতে ফেসবুকে এ নিয়ে বিশদ লিখেছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের দুজন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারকে সেটা আবার নিজ দলের খেলোয়াড়। আপনি যুদ্ধ করে বাঁচতে বলবেন সেটা ড্রেসিংরুম পর্যন্ত থাকাই ভালো।’
মাশরাফি এ নিয়ে প্রশ্ন তুললেও অবশ্য মাহমুদউল্লাহ বলেছেন, ‘মুশফিক দারুণ টিমম্যান। তার সঙ্গে আমাদের কথা এ বিষয়ে কথা হয়েছে। মুশফিক–সোহান দুজনেই খুশি আছে। সর্বশেষ সিরিজে সোহান দারুণ কিপিং করেছে। মুশফিকও তো দারুণ। আবার লিটনের কথা তো বলাই হলো না। দলের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো।’
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
২৩ মিনিট আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগে