ভারতকে বিশ্বকাপ জিতিয়ে কপিল দেবরা পেয়েছিলেন মাত্র ২১০০ টাকা! 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৬: ২৭
Thumbnail image

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘৮৩’ সিনেমা। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ৩৮ বছর আগে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কপিল দেবের ভারত প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। 

প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিতে ভারতীয় দল পেয়েছিল ২ হাজার ১০০ টাকা! টাকার অঙ্কটা এখনকার প্রেক্ষাপটে খুবই তুচ্ছ মনে হওয়াই স্বাভাবিক। তবে সেই বিশ্বকাপ জয় নিয়ে নির্মিত ‘৮৩’ সিনেমার জন্য কপিল দেবের টাকার অঙ্ক দেখে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। ‘৮৩’ সিনেমার জন্য সাবেক ভারতীয় অধিনায়ক একাই যে পেয়েছেন ৫ কোটি টাকা। 

‘৮৩’ সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংসেই বিশ্বকাপজয়ী দলের সব সদস্য মিলে পেয়েছেন মোট ১৫ কোটি টাকা। পুরো টাকাটাই দিচ্ছেন এই সিনেমার নির্মাতারা। ১৯৮৩ সালের ২৫ জুন ইংলিশদের মাটিতে ক্যারিবিয়ানদের হতাশ করে শিরোপা উৎসব করেও নানা সময়ে আক্ষেপ ঝরেছিল বিশ্বকাপজয়ী দলের সদস্যদের। আক্ষেপটা সেভাবে মূল্যায়ন না পাওয়ায়। ‘৮৩’ সিনেমার মাধ্যমে সেই আক্ষেপই মেটাতে চেয়েছেন নির্মাতারা। 

কয়েক দিন আগে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘৮৩’ সিনেমার স্ক্রিনিং হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য ও ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব, ‘৮৩’ সিনেমার দুই মূল চরিত্র দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত