শান্তর ভাবনায় এখন যুক্তরাষ্ট্র সিরিজ 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৪: ৫৯
আপডেট : ১২ মে ২০২৪, ১৫: ১৪

জিম্বাবুয়েকে ধবলধোলাই করা হলো না বাংলাদেশের। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটিই শুধু খেলবে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখন তাকিয়ে এই সিরিজের দিকেই। 

প্রথমবারের মতো এবারই বাংলাদেশ কোনো ম্যাচ খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ২১, ২৩ ও ২৫ মে হিউস্টনে হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের তিন টি-টোয়েন্টি। ঠিক তার এক সপ্তাহ পর (১ জুন) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগও বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘বিশ্বকাপে আমরা নিজেদের ভালোমতো প্রস্তুত করতে পারব। সেখানে (যুক্তরাষ্ট্র সিরিজ) নিজেদের প্রস্তুত করতে তিন ম্যাচ পাচ্ছি। সেখানে আমাদের সেরাটা দেব।’ 

বাংলাদেশের ব্যাটিং ধসের চিরপরিচিত চিত্রটা যে দেখা গেছে জিম্বাবুয়ে সিরিজের শেষ ভাগে। মিরপুরে পরশু চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়েছে। একই মাঠে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৫ রানে হারিয়েছে প্রথম ৩ উইকেট। মাহমুদউল্লাহ রিয়াদ (৫৪), শান্ত (৩৬), সাকিব আল হাসানের (২১) ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৫৭ রান করেছে স্বাগতিকেরা। ১৫৮ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ৯ বল হাতে রেখে জিতেছে ৮ উইকেটে। নিজেদের ব্যাটিং প্রসঙ্গে শান্ত বলেন, ‘অবশ্যই আমাদের শুরুটা আজ ভালো হয়নি। তবে মিডলে সুযোগ ছিল। সাকিব মিডলে দুই ওভার ভালো ব্যাটিং করেছেন। তাদের প্রতি সত্যিই খুশি।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত