ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার। ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে চেন্নাই থেকে আজ পুনে পৌঁছেছেন সাকিব আল হাসানরা।
বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি ছয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। গতকাল কিউইদের বিপক্ষ বাম পায়ের ঊরুর সামনে চোট পান বাংলাদেশ অধিনায়ক।
তারপরও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত চাপে থাকবে মনে করেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তাভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের সাহস নিয়ে খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী আচরণ না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’
বাংলাদেশ পরাজয়ের বৃত্তে থাকলেও টানা তিন ম্যাচে জিতেছে ভারত। আজ আহমেদাবাদে হাইভোল্টেজ ম্যাচে রোহিত শর্মারা ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত ফর্মে আছে টিম ইন্ডিয়ার প্রত্যেকে। তবে সেসব নিয়ে ভাবছেন না সুজন। অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্ট হারিয়েছি। আমরা পারি না তা না। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিং। বলব না, বোলাররা খারাপ করছে। এখন দুর্বল জায়গা বলতে ব্যাটিং।’
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার। ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে চেন্নাই থেকে আজ পুনে পৌঁছেছেন সাকিব আল হাসানরা।
বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি ছয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। গতকাল কিউইদের বিপক্ষ বাম পায়ের ঊরুর সামনে চোট পান বাংলাদেশ অধিনায়ক।
তারপরও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত চাপে থাকবে মনে করেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তাভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের সাহস নিয়ে খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী আচরণ না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’
বাংলাদেশ পরাজয়ের বৃত্তে থাকলেও টানা তিন ম্যাচে জিতেছে ভারত। আজ আহমেদাবাদে হাইভোল্টেজ ম্যাচে রোহিত শর্মারা ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত ফর্মে আছে টিম ইন্ডিয়ার প্রত্যেকে। তবে সেসব নিয়ে ভাবছেন না সুজন। অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্ট হারিয়েছি। আমরা পারি না তা না। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিং। বলব না, বোলাররা খারাপ করছে। এখন দুর্বল জায়গা বলতে ব্যাটিং।’
প্রথম দিনের ঠিক উল্টোটায় হলো পার্থে। সারাদিনে পড়ল মাত্র ৩ উইকেট! সব আবার অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করে অজিরা স্কোরবোর্ডে ৩৭ রান জমা করতেই থামে প্রথম ইনিংসে।
১ ঘণ্টা আগে২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
৩ ঘণ্টা আগে