ক্রীড়া ডেস্ক
অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে আশার আলো সঞ্চার করেছেন বাংলাদেশের বোলাররা। দিন শেষে তবু ১১২ রানে পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। কাল দিনের শেষ অংশে স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পিছিয়ে থেকে ইতিবাচক চিন্তা করছেন খালেদ আহমেদ।
খালেদের আফসোস, আরও ১০-২০ রান আগেই যদি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মুড়িয়ে দেওয়া যেত! তবু দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি জানিয়েছেন, এই অবস্থা থেকেও জেতার জন্য খেলবে দল। বাংলাদেশি এই পেসার বলেন, ‘খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটাররা ইনশাআল্লাহ্ ভালো খেলবে। আমরা জেতার জন্যই খেলব।’
জয়ের চিন্তার পাশাপাশি ম্যাচ পাঁচ দিনে নেওয়াও খালেদের লক্ষ্য। এজন্য স্কোরবোর্ডে যথেষ্ট রানও থাকতে হবে সে কথা মনে করিয়ে দিয়ে ২৯ বছর বয়সী এই পেসার বললেন, ‘আমাদের চেষ্টা থাকবে স্কোরবোর্ডে রান তোলা। ব্যাটাররা যত রান দেবে, তত ভালো হবে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়।’
২২ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন খালেদ। উইকেট নেওয়ার পাশাপাশি ভালো জায়গায় বল রেখে রান আটকানোর কাজটাও ঠিকঠাক করে গেছেন। ২.৬৮ ইকোনমিই সেটির প্রমাণ দিচ্ছে। ক্যারিয়ারের শুরুতে খুব একটা আলো ছড়াতে না পারলেও দিনদিন নিজেকে মেলে ধরছেন এই পেসার। করোনার সময়টা কাজে লাগিয়েছেন দারুণভাবে। এ নিয়ে খালেদ বলেন, ‘করোনার আগে ২০১৯ বিশ্বকাপের সময় চোটে পড়ি। এরপর করোনা আসে। ওই সময়টা কাজে লাগিয়েছি। তাছাড়া পেছন থেকে অনেকেই সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে সহায়তা করেছেন, এ জন্যই আমি আজকে এখানে এসেছি।’
অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে আশার আলো সঞ্চার করেছেন বাংলাদেশের বোলাররা। দিন শেষে তবু ১১২ রানে পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। কাল দিনের শেষ অংশে স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পিছিয়ে থেকে ইতিবাচক চিন্তা করছেন খালেদ আহমেদ।
খালেদের আফসোস, আরও ১০-২০ রান আগেই যদি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মুড়িয়ে দেওয়া যেত! তবু দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি জানিয়েছেন, এই অবস্থা থেকেও জেতার জন্য খেলবে দল। বাংলাদেশি এই পেসার বলেন, ‘খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটাররা ইনশাআল্লাহ্ ভালো খেলবে। আমরা জেতার জন্যই খেলব।’
জয়ের চিন্তার পাশাপাশি ম্যাচ পাঁচ দিনে নেওয়াও খালেদের লক্ষ্য। এজন্য স্কোরবোর্ডে যথেষ্ট রানও থাকতে হবে সে কথা মনে করিয়ে দিয়ে ২৯ বছর বয়সী এই পেসার বললেন, ‘আমাদের চেষ্টা থাকবে স্কোরবোর্ডে রান তোলা। ব্যাটাররা যত রান দেবে, তত ভালো হবে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়।’
২২ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন খালেদ। উইকেট নেওয়ার পাশাপাশি ভালো জায়গায় বল রেখে রান আটকানোর কাজটাও ঠিকঠাক করে গেছেন। ২.৬৮ ইকোনমিই সেটির প্রমাণ দিচ্ছে। ক্যারিয়ারের শুরুতে খুব একটা আলো ছড়াতে না পারলেও দিনদিন নিজেকে মেলে ধরছেন এই পেসার। করোনার সময়টা কাজে লাগিয়েছেন দারুণভাবে। এ নিয়ে খালেদ বলেন, ‘করোনার আগে ২০১৯ বিশ্বকাপের সময় চোটে পড়ি। এরপর করোনা আসে। ওই সময়টা কাজে লাগিয়েছি। তাছাড়া পেছন থেকে অনেকেই সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে সহায়তা করেছেন, এ জন্যই আমি আজকে এখানে এসেছি।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৮ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৯ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৯ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১০ ঘণ্টা আগে