নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টির বাধায় গতকাল অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। টেস্টের আগের দিন আজ অবশ্য সকাল থেকে অনুশীলন করছে স্বাগতিকেরা। অনুশীলনের পরেই সিদ্ধান্ত হবে তামিম ইকবাল আগামীকাল থেকে শুরু হওয়া টেস্টে খেলবেন কি না। টেস্ট-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিজেই জানিয়েছেন এ কথা।
এই মুহূর্তে তামিমের কী অবস্থা—এক প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘তামিমের অবস্থা বুঝতে সে আজ অনুশীলন করবে। ফিল্ডিং-ব্যাটিং করার পরই আমরা বুঝতে পারব। এরপর তাকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত সে পর্যবেক্ষণে আছে।’
পিঠের চোট গত কদিন ধরেই ভোগাচ্ছে তামিমকে। এই ব্যথা নিয়েই গত পরশু দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। যত দূর জানা গেছে, এই টেস্টে তামিমের খেলার সম্ভাবনা ক্ষীণ। সামনে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। তাই পুরোপুরি ফিট না হলে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি হওয়ার কথা ছিল দুই ম্যাচের। তবে সাদা বলের প্রাধান্য দিতে গিয়ে কমে এসেছে একটি টেস্ট। এক ম্যাচের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অন্তর্ভুক্ত নয়। এক টেস্টের সিরিজটি তাই ক্রিকেটারদের জন্য কতটা প্রাসঙ্গিক—এমন এক প্রশ্নে হাথুরু বলেছেন, ‘দেশের হয়ে খেলবেন, এটার চেয়ে বড় কিছু হতে পারে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান। এটা কত দিন আগে এসেছে? দুই-তিন বা চার বছর আগে, তাই তো? এর আগেও দেশের হয়ে ক্রিকেটাররা টেস্ট খেলেছেন। ৯-১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখেই তো বেড়ে উঠেছি। দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি এখানে কোনো সমস্যা থাকে, তাহলে সেটা ভুল জায়গা।’
বৃষ্টির বাধায় গতকাল অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। টেস্টের আগের দিন আজ অবশ্য সকাল থেকে অনুশীলন করছে স্বাগতিকেরা। অনুশীলনের পরেই সিদ্ধান্ত হবে তামিম ইকবাল আগামীকাল থেকে শুরু হওয়া টেস্টে খেলবেন কি না। টেস্ট-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিজেই জানিয়েছেন এ কথা।
এই মুহূর্তে তামিমের কী অবস্থা—এক প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘তামিমের অবস্থা বুঝতে সে আজ অনুশীলন করবে। ফিল্ডিং-ব্যাটিং করার পরই আমরা বুঝতে পারব। এরপর তাকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত সে পর্যবেক্ষণে আছে।’
পিঠের চোট গত কদিন ধরেই ভোগাচ্ছে তামিমকে। এই ব্যথা নিয়েই গত পরশু দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। যত দূর জানা গেছে, এই টেস্টে তামিমের খেলার সম্ভাবনা ক্ষীণ। সামনে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। তাই পুরোপুরি ফিট না হলে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি হওয়ার কথা ছিল দুই ম্যাচের। তবে সাদা বলের প্রাধান্য দিতে গিয়ে কমে এসেছে একটি টেস্ট। এক ম্যাচের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অন্তর্ভুক্ত নয়। এক টেস্টের সিরিজটি তাই ক্রিকেটারদের জন্য কতটা প্রাসঙ্গিক—এমন এক প্রশ্নে হাথুরু বলেছেন, ‘দেশের হয়ে খেলবেন, এটার চেয়ে বড় কিছু হতে পারে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান। এটা কত দিন আগে এসেছে? দুই-তিন বা চার বছর আগে, তাই তো? এর আগেও দেশের হয়ে ক্রিকেটাররা টেস্ট খেলেছেন। ৯-১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখেই তো বেড়ে উঠেছি। দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি এখানে কোনো সমস্যা থাকে, তাহলে সেটা ভুল জায়গা।’
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
১ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ ঘণ্টা আগে