ক্রীড়া ডেস্ক
এবারের বিপিএলের অপেক্ষাটা অবশেষে ফুরাল। ২৬ তম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেল টুর্নামেন্টে। বিপিএলের অপূর্ণতা ঘুচালেন তাওহীদ হৃদয়। ঢাকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে।
দুর্দান্ত সেঞ্চুরি করেই থেমে যাননি হৃদয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। তার ১০৮ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ৪ উইকেটের জয় পেয়েছে কুমিল্লা। এতে টানা হ্যাটট্রিক জয় পেয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে টানা সপ্তম ম্যাচ হারল ঢাকা।
১৭৬ রানের লক্ষ তাড়া করে জয় পাওয়ার জন্য কুমিল্লার শুরুটা ভালো হওয়া দরকার ছিল। কিন্তু ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে তিনে নেমে দলের হাল ধরেন হৃদয়। এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত সেঞ্চুরি করে একাই দলকে জয় এনে দেন তিনি।
৫৭ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হৃদয়। বাংলাদেশি ব্যাটার ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৭ ছক্কায়। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি তাঁর। তবে ম্যাচ জয়ে তাঁকে দুর্দান্ত সহায়তা করেছেন ৩৪ রান করা ব্রুক গেস্ট। চতুর্থ উইকেটে দুজনের ৮৪ রানের জুটিতেই জয়ের ভিত পায় কুমিল্লা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৫ রান করে ঢাকা। তবে শুরুটা তাদেরও ভালো ছিল না। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। ওপেনিংয়ে নেমে চতুরাঙ্গা ডি সিলভা ১৪ রানে আলিস ইসলামের বলে আউট হন।
তবে সাইফ হাসানের সঙ্গে পরে দুর্দান্ত এক জুটি গড়েন আরেক ওপেনার নাঈম শেখ। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে এবারের বিপিএলে সর্বোচ্চ ১১৯ রানের জুটি গড়েন। সব মিলিয়ে এবারের বিপিএলে এটি দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে শাহাদাত হোসেন দিপু ও নাজিবউল্লাহ জাদরানের জুটি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত ১৯ জানুয়ারি চতুর্থ উইকেটে ১২১ রানের অপরাজিত জুটি গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ম্যাচ জেতান তাঁরা।
দুর্দান্ত জুটি গড়ার পথে দুজনে ফিফটিও তুলে নিয়েছেন নাঈম-সাইফ। এবারের বিপিএলে প্রথম ফিফটি করার পর ৫৭ রানে সাইফ আউট হলে তাঁদের জুটি ভেঙে যায়। তখন ঢাকার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৪২ রান। বাংলাদেশি ব্যাটারের আউটের পর এক রানের ব্যবধানে দ্রুত ২ উইকেট হারায় ঢাকা। ৬৪ রান করা নাঈমকে আউট করার পরের বলেই আন্দ্রে ম্যাকার্থিকে আউট করেন ম্যাথিউ ফোর্ড।
টানা দুই বলে দুই উইকেট নিয়ে কুমিল্লাকে ফোর্ড ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও শেষ দিকে অ্যালেক্স রোসের ঝোড়ো ইনিংসে ঠিকই চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ঢাকা। ২ চার ও ১ ছক্কায় ১১ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন রোস। কিন্তু দলের কোনো কাজে আসল না। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে ফোর্ড কুমিল্লা সেরা বোলার।
এবারের বিপিএলের অপেক্ষাটা অবশেষে ফুরাল। ২৬ তম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেল টুর্নামেন্টে। বিপিএলের অপূর্ণতা ঘুচালেন তাওহীদ হৃদয়। ঢাকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে।
দুর্দান্ত সেঞ্চুরি করেই থেমে যাননি হৃদয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। তার ১০৮ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ৪ উইকেটের জয় পেয়েছে কুমিল্লা। এতে টানা হ্যাটট্রিক জয় পেয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে টানা সপ্তম ম্যাচ হারল ঢাকা।
১৭৬ রানের লক্ষ তাড়া করে জয় পাওয়ার জন্য কুমিল্লার শুরুটা ভালো হওয়া দরকার ছিল। কিন্তু ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে তিনে নেমে দলের হাল ধরেন হৃদয়। এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত সেঞ্চুরি করে একাই দলকে জয় এনে দেন তিনি।
৫৭ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হৃদয়। বাংলাদেশি ব্যাটার ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৭ ছক্কায়। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি তাঁর। তবে ম্যাচ জয়ে তাঁকে দুর্দান্ত সহায়তা করেছেন ৩৪ রান করা ব্রুক গেস্ট। চতুর্থ উইকেটে দুজনের ৮৪ রানের জুটিতেই জয়ের ভিত পায় কুমিল্লা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৫ রান করে ঢাকা। তবে শুরুটা তাদেরও ভালো ছিল না। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। ওপেনিংয়ে নেমে চতুরাঙ্গা ডি সিলভা ১৪ রানে আলিস ইসলামের বলে আউট হন।
তবে সাইফ হাসানের সঙ্গে পরে দুর্দান্ত এক জুটি গড়েন আরেক ওপেনার নাঈম শেখ। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে এবারের বিপিএলে সর্বোচ্চ ১১৯ রানের জুটি গড়েন। সব মিলিয়ে এবারের বিপিএলে এটি দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে শাহাদাত হোসেন দিপু ও নাজিবউল্লাহ জাদরানের জুটি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত ১৯ জানুয়ারি চতুর্থ উইকেটে ১২১ রানের অপরাজিত জুটি গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ম্যাচ জেতান তাঁরা।
দুর্দান্ত জুটি গড়ার পথে দুজনে ফিফটিও তুলে নিয়েছেন নাঈম-সাইফ। এবারের বিপিএলে প্রথম ফিফটি করার পর ৫৭ রানে সাইফ আউট হলে তাঁদের জুটি ভেঙে যায়। তখন ঢাকার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৪২ রান। বাংলাদেশি ব্যাটারের আউটের পর এক রানের ব্যবধানে দ্রুত ২ উইকেট হারায় ঢাকা। ৬৪ রান করা নাঈমকে আউট করার পরের বলেই আন্দ্রে ম্যাকার্থিকে আউট করেন ম্যাথিউ ফোর্ড।
টানা দুই বলে দুই উইকেট নিয়ে কুমিল্লাকে ফোর্ড ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও শেষ দিকে অ্যালেক্স রোসের ঝোড়ো ইনিংসে ঠিকই চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ঢাকা। ২ চার ও ১ ছক্কায় ১১ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন রোস। কিন্তু দলের কোনো কাজে আসল না। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে ফোর্ড কুমিল্লা সেরা বোলার।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত—প্যাট কামিন্সের বক্তব্য বলে প্রতিবেদন হয়েছিল। এ খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। তবে আজ কামিন্স জানিয়েছেন, এ রকম কোনো মন্তব্য করেননি তিনি। তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড ক্রিকেটকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
৬ ঘণ্টা আগে২১ বছর পর এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আজ নির্বাহী কমিটির সভা শেষে গেমসটির সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদ শহরে হবে ১৪তম এসএ গেমস।
৭ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দু্ই দলই আসর শুরু করেছে জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাধায় পড়ল তারা। ফলে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা মাঠে গড়ানো তো দূরের কথা বৃষ্টির দাপটের কারণে টস পর্যন্ত হয়নি।
৯ ঘণ্টা আগেহার দিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে ইংল্যান্ড ও আফগানিস্তান। তবে ‘বি’ গ্রুপের দল দুটির সামনে এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই আশা বাঁচিয়ে রাখার অভিযানে কাল সাক্ষাৎ হচ্ছে ইংলিশ ও আফগানদের মধ্যে। আজ একই গ্রুপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করায়, কিছুটা
৯ ঘণ্টা আগে