ক্রীড়া ডেস্ক
নেতৃত্ব না ছাড়লে হয়তো বিশ্বকাপে দেখা যেত তামিম ইকবালকে। ‘হয়তো’ শব্দটি এলো কারণ, গত কয়েক মাসে তার সঙ্গে তো বটে, বাংলাদেশ ক্রিকেটের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেল, সেটি স্মরণীয় হয়ে থাকবে সব সময়।
গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে হুট করে অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম। এরপর চিকিৎসা ও পুনর্বাসন মিলিয়ে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরলেও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। সেটি নিয়েও কম সমালোচনা-আলোচনা হয়নি।
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে গেছে তামিমকে ছাড়া। আজ ধর্মশালায় সেই আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে এই ম্যাচে যেন না থেকেও আছেন তামিম। কারণ, বাংলাদেশ সমর্থকেরা ভুলে যাননি বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারকে।
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ সমর্থকেরা প্রিয় দলের জার্সি পরে মাঠে আসেন তামিমের ছবি অঙ্কিত ব্যানার হাতে। সেই ব্যানারে লেখা, ‘তামিম, আমরা আপনাকে কখনো ভুলব না।’
এই ম্যাচেই আফগানদের বিপক্ষে ব্রেক-থ্রু এনে দেন সাকিব। ৮ ওভারে ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট। দারুণ শুরুর পরও আফগানিস্তান থামে ১৫৬ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসের বিদায় যেন তামিমের অভাবটায় যেন আবারও স্মরণ করিয়ে বাংলাদেশ দলের সমর্থকদের।
নেতৃত্ব না ছাড়লে হয়তো বিশ্বকাপে দেখা যেত তামিম ইকবালকে। ‘হয়তো’ শব্দটি এলো কারণ, গত কয়েক মাসে তার সঙ্গে তো বটে, বাংলাদেশ ক্রিকেটের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেল, সেটি স্মরণীয় হয়ে থাকবে সব সময়।
গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে হুট করে অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম। এরপর চিকিৎসা ও পুনর্বাসন মিলিয়ে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরলেও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। সেটি নিয়েও কম সমালোচনা-আলোচনা হয়নি।
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে গেছে তামিমকে ছাড়া। আজ ধর্মশালায় সেই আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে এই ম্যাচে যেন না থেকেও আছেন তামিম। কারণ, বাংলাদেশ সমর্থকেরা ভুলে যাননি বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারকে।
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ সমর্থকেরা প্রিয় দলের জার্সি পরে মাঠে আসেন তামিমের ছবি অঙ্কিত ব্যানার হাতে। সেই ব্যানারে লেখা, ‘তামিম, আমরা আপনাকে কখনো ভুলব না।’
এই ম্যাচেই আফগানদের বিপক্ষে ব্রেক-থ্রু এনে দেন সাকিব। ৮ ওভারে ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট। দারুণ শুরুর পরও আফগানিস্তান থামে ১৫৬ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসের বিদায় যেন তামিমের অভাবটায় যেন আবারও স্মরণ করিয়ে বাংলাদেশ দলের সমর্থকদের।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৯ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১১ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে