ক্রীড়া ডেস্ক
২০২৩ বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণার সর্বশেষ সময় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দিয়েছিল আইসিসি। তাতে ১০ দল বিশ্বকাপের জন্য ১৫ ক্রিকেটার বেছে নিতে অনেক সময় পেয়েছে। অনেক কাঁটাছেড়া, বিচার-বিশ্লেষণ করে তারা দল ঘোষণা করেছে ঠিকই। তবে অনেক তারকা ক্রিকেটার বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেননি। চোটসহ নানা কারণে খেলা হচ্ছে না আইসিসির এই মহাগুরুত্বপূর্ণ ইভেন্টে।
এবারের বিশ্বকাপে খেলছেন না এমন পাঁচ তারকা ক্রিকেটারের তালিকা করেছে আল জাজিরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যমের এই পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন তামিম ইকবাল। গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে জায়গা হয়নি তামিমের। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতের বিমান ধরার পর তামিম নিজের ফেসবুক পেজে ১২ মিনিটের ভিডিও ছেড়েছেন। তামিম ইস্যুতে এরপর হয়েছে অনেক সমালোচনা।
তামিম ছাড়া এই তালিকায় বাকি চার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা, নাসিম শাহ, জেসন রয় ও মাইকেল ব্রেসওয়েল। চোটে পড়ায় বিশ্বকাপ খেলতে পারছেন না হাসারাঙ্গা। আগস্টে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) প্লে অফের সময় গ্রেড-৩ এর হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। এশিয়া কাপেও খেলা হয়নি লঙ্কান এই লেগস্পিনিং অলরাউন্ডারের। চোটে পড়ায় বিশ্বকাপ খেলা হচ্ছে না নাসিমের। আর রয় ইংল্যান্ডের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি। রয়ের পরিবর্তে ডাক পেয়েছেন হ্যারি ব্রুক। চোটে পড়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না মাইকেল ব্রেসওয়েলেরও। জুনে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েন ব্রেসওয়েল।
আল জাজিরার তালিকায় বিশ্বকাপে না খেলা পাঁচ তারকা ক্রিকেটার:
তামিম ইকবাল (বাংলাদেশ)
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
নাসিম শাহ (পাকিস্তান)
জেসন রয় (ইংল্যান্ড)
মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)
২০২৩ বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণার সর্বশেষ সময় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দিয়েছিল আইসিসি। তাতে ১০ দল বিশ্বকাপের জন্য ১৫ ক্রিকেটার বেছে নিতে অনেক সময় পেয়েছে। অনেক কাঁটাছেড়া, বিচার-বিশ্লেষণ করে তারা দল ঘোষণা করেছে ঠিকই। তবে অনেক তারকা ক্রিকেটার বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেননি। চোটসহ নানা কারণে খেলা হচ্ছে না আইসিসির এই মহাগুরুত্বপূর্ণ ইভেন্টে।
এবারের বিশ্বকাপে খেলছেন না এমন পাঁচ তারকা ক্রিকেটারের তালিকা করেছে আল জাজিরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যমের এই পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন তামিম ইকবাল। গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে জায়গা হয়নি তামিমের। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতের বিমান ধরার পর তামিম নিজের ফেসবুক পেজে ১২ মিনিটের ভিডিও ছেড়েছেন। তামিম ইস্যুতে এরপর হয়েছে অনেক সমালোচনা।
তামিম ছাড়া এই তালিকায় বাকি চার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা, নাসিম শাহ, জেসন রয় ও মাইকেল ব্রেসওয়েল। চোটে পড়ায় বিশ্বকাপ খেলতে পারছেন না হাসারাঙ্গা। আগস্টে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) প্লে অফের সময় গ্রেড-৩ এর হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। এশিয়া কাপেও খেলা হয়নি লঙ্কান এই লেগস্পিনিং অলরাউন্ডারের। চোটে পড়ায় বিশ্বকাপ খেলা হচ্ছে না নাসিমের। আর রয় ইংল্যান্ডের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি। রয়ের পরিবর্তে ডাক পেয়েছেন হ্যারি ব্রুক। চোটে পড়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না মাইকেল ব্রেসওয়েলেরও। জুনে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েন ব্রেসওয়েল।
আল জাজিরার তালিকায় বিশ্বকাপে না খেলা পাঁচ তারকা ক্রিকেটার:
তামিম ইকবাল (বাংলাদেশ)
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
নাসিম শাহ (পাকিস্তান)
জেসন রয় (ইংল্যান্ড)
মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে