আল জাজিরার যে তালিকায় তামিম 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ২১: ২৬
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২১: ৩৬

২০২৩ বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণার সর্বশেষ সময় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দিয়েছিল আইসিসি। তাতে ১০ দল বিশ্বকাপের জন্য ১৫ ক্রিকেটার বেছে নিতে অনেক সময় পেয়েছে। অনেক কাঁটাছেড়া, বিচার-বিশ্লেষণ করে তারা দল ঘোষণা করেছে ঠিকই। তবে অনেক তারকা ক্রিকেটার বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেননি। চোটসহ নানা কারণে খেলা হচ্ছে না আইসিসির এই মহাগুরুত্বপূর্ণ ইভেন্টে।

এবারের বিশ্বকাপে খেলছেন না এমন পাঁচ তারকা ক্রিকেটারের তালিকা করেছে আল জাজিরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যমের এই পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন তামিম ইকবাল। গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে জায়গা হয়নি তামিমের। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতের বিমান ধরার পর তামিম নিজের ফেসবুক পেজে ১২ মিনিটের ভিডিও ছেড়েছেন। তামিম ইস্যুতে এরপর হয়েছে অনেক সমালোচনা। 

তামিম ছাড়া এই তালিকায় বাকি চার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা, নাসিম শাহ, জেসন রয় ও মাইকেল ব্রেসওয়েল। চোটে পড়ায় বিশ্বকাপ খেলতে পারছেন না হাসারাঙ্গা। আগস্টে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) প্লে অফের সময় গ্রেড-৩ এর হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। এশিয়া কাপেও খেলা হয়নি লঙ্কান এই লেগস্পিনিং অলরাউন্ডারের। চোটে পড়ায় বিশ্বকাপ খেলা হচ্ছে না নাসিমের। আর রয় ইংল্যান্ডের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি। রয়ের পরিবর্তে ডাক পেয়েছেন হ্যারি ব্রুক। চোটে পড়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না মাইকেল ব্রেসওয়েলেরও। জুনে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েন ব্রেসওয়েল। 

আল জাজিরার তালিকায় বিশ্বকাপে না খেলা পাঁচ তারকা ক্রিকেটার: 
তামিম ইকবাল (বাংলাদেশ) 
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) 
নাসিম শাহ (পাকিস্তান) 
জেসন রয় (ইংল্যান্ড) 
মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত