বলিউডে নাম লেখালেন ‘গাব্বার’ খ্যাত শিখর ধাওয়ান

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সক্রিয় ক্রিকেটাররা। কেউ কেউ ক্রিকেটের ব্যস্ত সময়ের ফাঁকেই মাতিয়ে রাখেন ইনস্টাগ্রাম-টিকটক। এই যেমন শিখর ধাওয়ানের কথা বলা যেতে পারে, পুষ্পা সিনেমার সেই ভাইরাল স্টেপ নকল করা কিংবা টিকটকে কোনো সিনেমার সংলাপ বলা, সবকিছুতেই দর্শকদের প্রায় বিনোদিত করেন ভারতীয় ওপেনার। এবার বলিউডে নাম লিখিয়েছেন ধাওয়ান। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবার একটু বড় পরিসরে কিছু একটা করে ফেলেছেন ধাওয়ান। শোনা যাচ্ছে, বাইশ গজের তারকাকে এবার দেখা যাবে রূপালি পর্দায়। এ বছরই নাকি মুক্তি পেতে পারে ধাওয়ান অভিনীত প্রথম সিনেমা। 

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে শুটিংও শেষ করেছেন ধাওয়ান। তবে পুরো বিষয়টিই গোপন রাখা হয়েছে। কোনো অতিথি চরিত্রে কম সময়ের জন্য নয়, জনপ্রিয় এই ক্রিকেটার সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। 

সিনেমার সঙ্গে জড়িত এক ব্যক্তি পিঙ্কভিলায় জানিয়েছেন, ‘অভিনেতাদের প্রতি বরাবর সম্মান জানাতেন ধাওয়ান। এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর ও সহজেই রাজি হয়ে যায়। নির্মাতাদের মনে হয়েছে, সংশ্লিষ্ট চরিত্রের জন্য ধাওয়ান একদম মানানসই। কোনো ছোট চরিত্র নয়, পূর্ণ দৈর্ঘ্যের চরিত্রেই দেখা যাবে ওঁকে। বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ধাওয়ান। চলতি বছরের কোনো এক সময় মুক্তি পাবে ছবি।’ 

এমনিতেই বলিউড তারকা অক্ষয় কুমারের ভালো বন্ধু শিখর ধাওয়ান। গত বছর অক্টোবরে রাম সেতু সিনেমার সেটে অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছিল ধাওয়ানকে। অনেক অনুষ্ঠানে রণবীর সিংয়ের সঙ্গেও দেখা গেছে গাব্বার খ্যাত এই ভারতীয় ক্রিকেটারকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত